ETV Bharat / bharat

Uttarkashi Tunnel Collapse: পঞ্চম দিনে নতুন জ্যাক ও পুশ আর্থ অগার মেশিন দিয়ে চলছে উদ্ধারকার্য - উত্তরকাশীর সিল্কইয়ারা টানেল

Uttarkashi Tunnel Rescue Operation Day 5: উত্তরকাশীতে শ্রমিকদের উদ্ধারকার্যের আজ পঞ্চম দিন । বৃহস্পতিবার নতুন জ্যাক এবং পুশ আর্থ অগার মেশিন দিয়ে উদ্ধার কাজ চালানো হচ্ছে । হেভি অগার ড্রিলিং মেশিন বসানোর কাজ শেষ হয়েছে । দীপাবলির দিন থেকে উত্তরাখণ্ড চারধাম সড়ক প্রকল্পের সিল্কইয়ারা টানেলে 40 জন শ্রমিক আটকা পড়ে রয়েছে ।

Uttarkashi Tunnel Collapse
নতুন জ্যাক ও পুশ আর্থ অগার মেশিন
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 16, 2023, 8:30 PM IST

উত্তরকাশী, 16 নভেম্বর: চারদিন অতিবাহিত ৷ উত্তরকাশীর সিল্কইয়ারা টানেলে এখনও আটকে রয়েছেন 40 জন শ্রমিক ৷ আজ পঞ্চম দিনেও চলছে উদ্ধারকাজ ৷ এ দিন সুখবর আসতে পারে বলে মনে করা হচ্ছে । আজ শ্রমিকদের উদ্ধার করা সম্ভব হলেও হতে পারে । কারণ বৃহস্পতিবার হেভি অগার ড্রিলিং মেশিন দিয়ে উদ্ধারকার্য চলছে ৷ মেশিনটি হারকিউলিস বিমানে করে উত্তরকাশীতে নিয়ে আসা হয়েছিল । নতুন জ্যাক এবং পুশ আর্থ অগার মেশিন উদ্ধার অভিযানে গতি আনবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা ।

এখন পর্যন্ত অগার মেশিন দিয়ে উদ্ধার কাজ চালানো হচ্ছিল ৷ তবে তাতে প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় দিল্লি থেকে সেনাবাহিনীর একটি নতুন জ্যাক এবং পুশ আর্থ অগার মেশিনের অর্ডার দেওয়া হয় । বুধবার নতুন জ্যাক এবং পুশ আর্থ অগার মেশিন তিনটি ব্যাচে চিনিয়ালিসাউর বিমানবন্দরে সেনার হারকিউলিস বিমানে অবতরণ করে । এরপর চিনিয়ালিসাউর থেকে সিল্কইয়ারা পর্যন্ত একটি গ্রিন করিডর তৈরি করা হয় । নতুন জ্যাক এবং পুশ আর্থ অগার মেশিনটি গ্রিন করিডোরের মাধ্যমে সিল্কইয়ারার টানেলের কাছে নিয়ে আসা হয় ৷ যেখানে 40 জন শ্রমিক আটকে রয়েছেন ।

  • #WATCH | Uttarkashi tunnel accident: Latest visuals from the spot where the rescue operation is underway for 5th day to rescue the trapped labourers

    A part of the under construction Silkyara tunnel in Uttarkashi district collapsed on Sunday trapping 40 labourers. pic.twitter.com/BGr2z3kom7

    — ANI UP/Uttarakhand (@ANINewsUP) November 16, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সিল্কইয়ারা টানেল দুর্ঘটনায় উত্তরাখণ্ড সরকার শ্রমিকদের নিরাপদে বের করে আনতে উদ্ধার কাজ চালাচ্ছে ৷ এই উদ্ধার কাজে কেন্দ্রের সাহায্যও নেওয়া হচ্ছে । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির কাছ থেকে উদ্ধার কাজের বিষয়ে ক্রমাগত আপডেট নিচ্ছেন । ধামি প্রধানমন্ত্রী মোদিকে আশ্বস্ত করেছেন যে রাজ্য সরকার সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে কোনও কমতি রাখছে না ।

এদিকে গভীর রাতে উত্তরকাশী জেলায় ভূমিকম্প হয়েছে । এর জেরে সিল্কইয়ারা টানেলে উদ্ধারকার্যে কিছুটা বাধা সৃষ্টি হতে পারে বলে আশংকা ছিল । তবে সেরকম কিছুই হয়নি । বৃহস্পতিবার সকাল থেকে সিল্কইয়ারা টানেলে তৎপরতা সঙ্গে উদ্ধার কাজ চলছে । উদ্ধারকারী দল সাবধানে এবং নিরাপদে সুড়ঙ্গের ভিতরে ধ্বংসস্তূপের নীচে আটকা পড়া 40 জন শ্রমিককে উদ্ধারের চেষ্টা করছে ।

আরও পড়ুন:

  1. 72 ঘণ্টা পার, শ্রমিকদের উদ্ধারে উত্তরকাশীতে পৌঁছল বড় ড্রিল মেশিন
  2. উত্তরকাশীর বিপর্যয়ে আটকে হুগলির জয়দেব, সুস্থ অবস্থায় ছেলেকে উদ্ধারের আর্জি পরিবারের

উত্তরকাশী, 16 নভেম্বর: চারদিন অতিবাহিত ৷ উত্তরকাশীর সিল্কইয়ারা টানেলে এখনও আটকে রয়েছেন 40 জন শ্রমিক ৷ আজ পঞ্চম দিনেও চলছে উদ্ধারকাজ ৷ এ দিন সুখবর আসতে পারে বলে মনে করা হচ্ছে । আজ শ্রমিকদের উদ্ধার করা সম্ভব হলেও হতে পারে । কারণ বৃহস্পতিবার হেভি অগার ড্রিলিং মেশিন দিয়ে উদ্ধারকার্য চলছে ৷ মেশিনটি হারকিউলিস বিমানে করে উত্তরকাশীতে নিয়ে আসা হয়েছিল । নতুন জ্যাক এবং পুশ আর্থ অগার মেশিন উদ্ধার অভিযানে গতি আনবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা ।

এখন পর্যন্ত অগার মেশিন দিয়ে উদ্ধার কাজ চালানো হচ্ছিল ৷ তবে তাতে প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় দিল্লি থেকে সেনাবাহিনীর একটি নতুন জ্যাক এবং পুশ আর্থ অগার মেশিনের অর্ডার দেওয়া হয় । বুধবার নতুন জ্যাক এবং পুশ আর্থ অগার মেশিন তিনটি ব্যাচে চিনিয়ালিসাউর বিমানবন্দরে সেনার হারকিউলিস বিমানে অবতরণ করে । এরপর চিনিয়ালিসাউর থেকে সিল্কইয়ারা পর্যন্ত একটি গ্রিন করিডর তৈরি করা হয় । নতুন জ্যাক এবং পুশ আর্থ অগার মেশিনটি গ্রিন করিডোরের মাধ্যমে সিল্কইয়ারার টানেলের কাছে নিয়ে আসা হয় ৷ যেখানে 40 জন শ্রমিক আটকে রয়েছেন ।

  • #WATCH | Uttarkashi tunnel accident: Latest visuals from the spot where the rescue operation is underway for 5th day to rescue the trapped labourers

    A part of the under construction Silkyara tunnel in Uttarkashi district collapsed on Sunday trapping 40 labourers. pic.twitter.com/BGr2z3kom7

    — ANI UP/Uttarakhand (@ANINewsUP) November 16, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সিল্কইয়ারা টানেল দুর্ঘটনায় উত্তরাখণ্ড সরকার শ্রমিকদের নিরাপদে বের করে আনতে উদ্ধার কাজ চালাচ্ছে ৷ এই উদ্ধার কাজে কেন্দ্রের সাহায্যও নেওয়া হচ্ছে । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির কাছ থেকে উদ্ধার কাজের বিষয়ে ক্রমাগত আপডেট নিচ্ছেন । ধামি প্রধানমন্ত্রী মোদিকে আশ্বস্ত করেছেন যে রাজ্য সরকার সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে কোনও কমতি রাখছে না ।

এদিকে গভীর রাতে উত্তরকাশী জেলায় ভূমিকম্প হয়েছে । এর জেরে সিল্কইয়ারা টানেলে উদ্ধারকার্যে কিছুটা বাধা সৃষ্টি হতে পারে বলে আশংকা ছিল । তবে সেরকম কিছুই হয়নি । বৃহস্পতিবার সকাল থেকে সিল্কইয়ারা টানেলে তৎপরতা সঙ্গে উদ্ধার কাজ চলছে । উদ্ধারকারী দল সাবধানে এবং নিরাপদে সুড়ঙ্গের ভিতরে ধ্বংসস্তূপের নীচে আটকা পড়া 40 জন শ্রমিককে উদ্ধারের চেষ্টা করছে ।

আরও পড়ুন:

  1. 72 ঘণ্টা পার, শ্রমিকদের উদ্ধারে উত্তরকাশীতে পৌঁছল বড় ড্রিল মেশিন
  2. উত্তরকাশীর বিপর্যয়ে আটকে হুগলির জয়দেব, সুস্থ অবস্থায় ছেলেকে উদ্ধারের আর্জি পরিবারের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.