ETV Bharat / bharat

31 Assam Rifles Jawans Abducted: 'অপহৃত' অসম রাইফেলসের 31 জওয়ান, কাঠগড়ায় নাগা জঙ্গিরা

নাগাল্যান্ডের (Nagaland) জালুকি (Jalukie) এলাকায় অসম রাইফেলসের 31 জন জওয়ানকে অপহরণ করা (31 Assam Rifles Jawans Abducted) হয়েছে বলে অভিযোগ ৷ ঘটনার জন্য বিভিন্ন সংবাদমাধ্যমে নাগা জঙ্গিদের দায়ী করা হয়েছে ৷

author img

By

Published : Jan 28, 2023, 12:40 PM IST

reports claim 31 Assam Rifles Jawans Abducted by Naga militants in Nagaland
প্রতীকী ছবি

গুয়াহাটি, 28 জানুয়ারি: অসম রাইফেলসের 31 জন জওয়ানকে অপহরণ করে আটকে রাখার অভিযোগ উঠল নাগা জঙ্গিদের বিরুদ্ধে (31 Assam Rifles Jawans Abducted) ৷ শনিবার একাধিক সংবাদমাধ্যম মারফত এই খবর প্রকাশ্যে এসেছে ৷ প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই 31 জন জওয়ানকে নাগাল্যান্ডের (Nagaland) জালুকি (Jalukie) এলাকায় অপহরণ করা হয় ৷ সূত্রের খবর, অপহরণকারীদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সংশ্লিষ্ট 31 জন জওয়ান বেআইনিভাবে ওই এলাকায় প্রবেশ করেছিলেন ! সেই কারণেই তাঁদের আটক করা হয়েছে ! প্রসঙ্গত, 'যুদ্ধবিরতি' ঘোষিত থাকলেও সংশ্লিষ্ট এলাকাটি এখনও বিচ্ছিন্নতাবাদী নাগা জঙ্গিদের দখলে রয়েছে ৷

উত্তর-পূর্ব ভারতের দুর্গম ও পার্বত্য সীমান্ত এলাকায় অশান্তি নতুন কিছু নয় ৷ এই অঞ্চলে চিনের যেমন নজর রয়েছে, তেমনই একাধিক বিচ্ছিন্নতাবাদী সংগঠনও এখানে সক্রিয় ৷ তার উপর রয়েছে পাচারকারীদের রমরমা ৷ যার জেরে মাঝেমধ্যেই অশান্তির ঘটনা ঘটে ৷ জঙ্গি এবং পাচারকারীদের ধরপাকড় করতে মাঠে নামতে হয় বাহিনীকে ৷ যেমন, গত 18 জানুয়ারি মিজোরামের লাংসাম গ্রামে যৌথ অভিযান চালায় শুল্ক দফতর এবং অসম রাইফেলস ৷ সেই অভিযানে প্রচুর পরিমাণে বিদেশি সিগারেট উদ্ধার করা হয় ৷ যার বাজারদর 1 কোটি 57 লক্ষ টাকা !

আরও পড়ুন: নরওয়ালে তিনটি বিস্ফোরণের তদন্তে এনআইএ

এই প্রেক্ষাপটে অসম রাইফেলসের 31 জন জওয়ানের অপহরণের পিছনে অন্য কারণও থাকতে পারে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল ৷ বিশেষজ্ঞদের একাংশের ব্যাখ্যা, বাহিনীর উপর চাপ বাড়াতেই এই ধরনের আক্রমণাত্মক পদক্ষেপ করে থাকতে পারে জঙ্গিরা ৷ কারণ, নিরাপত্তাবাহিনী তৎপর থাকলে তাদের পক্ষে চোরাগোপ্তা সন্ত্রাস চালিয়ে যাওয়া কঠিন ৷ তাছাড়া, উত্তর-পূর্বে সীমান্ত এলাকায় নিরাপত্তাবাহিনীর তৎপরতা পাচারকারীদেরও মাথাব্যথা বাড়িয়েছে ৷

অন্যদিকে, অসম রাইফেলসের একাধিক সূত্র থেকে জানা গিয়েছে, ওই 31 জন জওয়ান প্রতিদিনের মতোই টহলদারি দিচ্ছিলেন ৷ সেই সময় তাঁদের উপর হামলা হয় এবং তাঁদের অপহরণ করে আটকে রাখা হয় ৷ খুব সম্ভবত ঘটনাটি ঘটে গত বুধবার ৷ কিন্তু, বাহিনীর কোনও আধিকারিক বা প্রতিনিধি আনুষ্ঠানিকভাবে ঘটনার কথা স্বীকার করেননি ৷ এখনও পর্যন্ত এ নিয়ে অসম রাইফেলসের কোনও প্রতিক্রিয়াও পাওয়া যায়নি ৷

গুয়াহাটি, 28 জানুয়ারি: অসম রাইফেলসের 31 জন জওয়ানকে অপহরণ করে আটকে রাখার অভিযোগ উঠল নাগা জঙ্গিদের বিরুদ্ধে (31 Assam Rifles Jawans Abducted) ৷ শনিবার একাধিক সংবাদমাধ্যম মারফত এই খবর প্রকাশ্যে এসেছে ৷ প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই 31 জন জওয়ানকে নাগাল্যান্ডের (Nagaland) জালুকি (Jalukie) এলাকায় অপহরণ করা হয় ৷ সূত্রের খবর, অপহরণকারীদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সংশ্লিষ্ট 31 জন জওয়ান বেআইনিভাবে ওই এলাকায় প্রবেশ করেছিলেন ! সেই কারণেই তাঁদের আটক করা হয়েছে ! প্রসঙ্গত, 'যুদ্ধবিরতি' ঘোষিত থাকলেও সংশ্লিষ্ট এলাকাটি এখনও বিচ্ছিন্নতাবাদী নাগা জঙ্গিদের দখলে রয়েছে ৷

উত্তর-পূর্ব ভারতের দুর্গম ও পার্বত্য সীমান্ত এলাকায় অশান্তি নতুন কিছু নয় ৷ এই অঞ্চলে চিনের যেমন নজর রয়েছে, তেমনই একাধিক বিচ্ছিন্নতাবাদী সংগঠনও এখানে সক্রিয় ৷ তার উপর রয়েছে পাচারকারীদের রমরমা ৷ যার জেরে মাঝেমধ্যেই অশান্তির ঘটনা ঘটে ৷ জঙ্গি এবং পাচারকারীদের ধরপাকড় করতে মাঠে নামতে হয় বাহিনীকে ৷ যেমন, গত 18 জানুয়ারি মিজোরামের লাংসাম গ্রামে যৌথ অভিযান চালায় শুল্ক দফতর এবং অসম রাইফেলস ৷ সেই অভিযানে প্রচুর পরিমাণে বিদেশি সিগারেট উদ্ধার করা হয় ৷ যার বাজারদর 1 কোটি 57 লক্ষ টাকা !

আরও পড়ুন: নরওয়ালে তিনটি বিস্ফোরণের তদন্তে এনআইএ

এই প্রেক্ষাপটে অসম রাইফেলসের 31 জন জওয়ানের অপহরণের পিছনে অন্য কারণও থাকতে পারে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল ৷ বিশেষজ্ঞদের একাংশের ব্যাখ্যা, বাহিনীর উপর চাপ বাড়াতেই এই ধরনের আক্রমণাত্মক পদক্ষেপ করে থাকতে পারে জঙ্গিরা ৷ কারণ, নিরাপত্তাবাহিনী তৎপর থাকলে তাদের পক্ষে চোরাগোপ্তা সন্ত্রাস চালিয়ে যাওয়া কঠিন ৷ তাছাড়া, উত্তর-পূর্বে সীমান্ত এলাকায় নিরাপত্তাবাহিনীর তৎপরতা পাচারকারীদেরও মাথাব্যথা বাড়িয়েছে ৷

অন্যদিকে, অসম রাইফেলসের একাধিক সূত্র থেকে জানা গিয়েছে, ওই 31 জন জওয়ান প্রতিদিনের মতোই টহলদারি দিচ্ছিলেন ৷ সেই সময় তাঁদের উপর হামলা হয় এবং তাঁদের অপহরণ করে আটকে রাখা হয় ৷ খুব সম্ভবত ঘটনাটি ঘটে গত বুধবার ৷ কিন্তু, বাহিনীর কোনও আধিকারিক বা প্রতিনিধি আনুষ্ঠানিকভাবে ঘটনার কথা স্বীকার করেননি ৷ এখনও পর্যন্ত এ নিয়ে অসম রাইফেলসের কোনও প্রতিক্রিয়াও পাওয়া যায়নি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.