নয়াদিল্লি, 3 জুলাই: সপ্তাহের প্রথম দিনেই রাজধানীতে আতঙ্ক ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের মাথায় উড়তে দেখা গেল রহস্যময় ড্রোন ৷ জানা গিয়েছে, সোমবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ প্রধানমন্ত্রীর বাসভবন 7 নম্বর লোক কল্যাণ মার্গে ড্রোনটিকে লক্ষ্য করা গিয়েছে ৷ ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী ৷ প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশ্যাল প্রোটেকশন গ্রুপের অফিসাররা এই ড্রোনটিকে প্রথমে চিহ্নিত করেন। এরপরেই খবর দেওয়া হয় দিল্লি পুলিশে।
দিল্লি পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ একটি রহস্য়ময় ড্রোন নজরে আসে এনডিডি কন্ট্রোল রুমের আধিকারিকদের ৷ সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় দিল্লি পুলিশে ৷ গোটা এলাকা মুড়ে ফেলা হয় নিরাপত্তার চাদরে ৷ পুলিশ এসে আশেপাশের এলাকায় শুরু করে তল্লাশি ৷ কিন্তু কোনও রকমে সন্দেহজনক কিছু নজরে পড়েনি আধিকারিকদের ৷
এরপরে যোগাযোগ করা হয় এয়ার ট্রাফিক কন্ট্রোল রুমের সঙ্গে ৷ তাদের দায়িত্ব দেওয়া হয় সন্দেহজনক ড্রোনটি সম্পর্কে খোঁজখবর নেওয়ার ৷ কিন্তু সেখানকার আধিকারিকরাও প্রধানমন্ত্রীর বাসভবনের আশেপাশে কোনও রকম ড্রোনের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি বলে জানা গিয়েছে ৷ দিল্লি পুলিশ সংবাদমাধ্যমকে জানিয়েছে, " প্রধানমন্ত্রীর বাসভবনে সন্দেহজনক ড্রোন ঘুরছে, এনডিডি কন্ট্রোল রুম থেকে এমন তথ্য পুলিশের কাছে এসেছে ৷ দ্রুত গতিতে শুরু হয় তল্লাশি ৷ কিন্তু এমন কোনও কিছু নজরে আসেনি ৷ এমনকী, এটিসি-ও রহস্যজনক সেই ড্রোন চিহ্নিত করতে পারেনি ৷"
-
#UPDATE | Information was received at the NDD control room about an unidentified flying object near PM's residence. Thorough searches were made in nearby areas but no such object was detected. The air traffic control room (ATC) was also contacted, they also didn't detect any such…
— ANI (@ANI) July 3, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#UPDATE | Information was received at the NDD control room about an unidentified flying object near PM's residence. Thorough searches were made in nearby areas but no such object was detected. The air traffic control room (ATC) was also contacted, they also didn't detect any such…
— ANI (@ANI) July 3, 2023#UPDATE | Information was received at the NDD control room about an unidentified flying object near PM's residence. Thorough searches were made in nearby areas but no such object was detected. The air traffic control room (ATC) was also contacted, they also didn't detect any such…
— ANI (@ANI) July 3, 2023
আরও পড়ুন: চন্দ্রশেখরের রিমোট মোদির হাতে, তেলেঙ্গেনায় দাঁড়িয়ে তীব্র আক্রমণ রাহুলের
প্রসঙ্গত, 7 নম্বর লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবন এবং সংলগ্ন এলাকা রেড জোন অর্থাৎ নো ফ্লাই জোনের আওতায় পড়ে। এই এলাকায় ড্রোন ওড়ানো নিষিদ্ধ। সেখানে কীভাবে একটি ড্রোন প্রধানমন্ত্রীর বাসভবনের চারপাশে ওড়ানো হল, কোথা থেকে সেটি এল, সবটা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ। নিরাপত্তার ঘেরাটোপে রয়েছে পুরো এলাকা ৷