মুম্বই/গুয়াহাটি : একনাথ শিন্ডেই তাঁদের নেতা ৷ বৃহস্পতিবার গুয়াহাটির হোটেলে হাত তুলে সম্মতি দিয়ে একথাই জানিয়ে দিলেন শিবসেনার বিদ্রোহী বিধায়করা ৷ এই তালিকায় আছেন বেশকিছু নির্দল বিধায়কও (Rebel Shiv Sena MLAs unanimously chose Eknath Shinde their leader in Guwahati) ৷
এর আগে শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত দলের বিদ্রোহী বিধায়কদের উদ্দেশ্য সমঝোতার বার্তা দিয়েছিলেন ৷ বলেছিলেন, "আলোচনার দরজা খোলা রয়েছে ৷ আলোচনার মাধ্যমেই সমাধান বের হয় ৷ আসুন দাসত্ব না করে, আত্মসম্মান নিয়ে আমরা আলোচনায় বসি ৷ " বিদ্রোহী বিধায়কদের মুম্বইয়ে এসে উদ্ধব ঠাকরের সঙ্গে আলোচনায় বসারও আহ্বান জানিয়েছেন তিনি ৷
আরও পড়ুন : মহারাষ্ট্রে সরকার গড়বে বিজেপি, দাবি কেন্দ্রীয় মন্ত্রীর
উল্লেখ্য, শিবসেনা প্রধান তথা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন বর্ষীয়ান শিবসেনা বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী একনাথ শিন্ডে ৷ কমপক্ষে 35 জন দলীয় বিধায়ককে নিয়ে তিনি প্রথমে গুজরাত ও পরে অসমে চলে যান ৷ তাঁর সঙ্গে সমর্থন রয়েছে একাধিক নির্দল বিধায়কেরও ৷ বিদ্রোহী শিবিরের দাবি তাদের সঙ্গে 42 জন বিধায়কের সমর্থন আছে ৷ পরিস্থিতি যা, তাতে মনে করা হচ্ছে যে কোনও সময় পদত্যাগ করতে পারেন উদ্ধব ৷ সেক্ষেত্রে মহারাষ্ট্রে বিরোধী জোট সরকারের পতন সময়ের অপেক্ষা বলেই মনে করা হচ্ছে ৷ ইতিমধ্যেই দলীয় বিধায়করা চাইলে তিনি মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিতে রাজি বলেও জানিয়েছেন উদ্ধব ঠাকরে ৷