ETV Bharat / bharat

Rakesh Tikait দিল্লি যাওয়ার পথে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ, টুইটে দাবি রাকেশ টিকায়েতের - আপ

বেকারত্বের বিরুদ্ধে আন্দোলনে নামছেন কৃষকরা ৷ সেই কর্মসূচিতে যোগ দিতে দিল্লি রওনা হয়েছিলেন কৃষক নেতা রাকেশ টিকায়েত (Rakesh Tikait) ৷ কিন্তু, রাজধানীতে ঢোকার মুখেই দিল্লি পুলিশ (Delhi Police) তাঁকে গ্রেফতার করে বলে দাবি করেছেন রাকেশ ৷ সমালোচনায় সরব আম আদমি পার্টি (Aam Aadmi Party) ৷

Rakesh Tikait claims Police arrested him before entering Delhi
Rakesh Tikait দিল্লি যাওয়ার পথে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ, টুইটে দাবি রাকেশ টিকায়েতের
author img

By

Published : Aug 21, 2022, 8:29 PM IST

নয়াদিল্লি, 21 অগস্ট: দেশের রাজধানীতে যাওয়ার পথে তাঁকে 'গ্রেফতার' করা হয়েছে ৷ রবিবার নিজের টুইটে এমনটাই দাবি করেছেন কৃষক নেতা রাকেশ টিকায়েত (Rakesh Tikait) ৷ তিনি জানিয়েছেন, এদিন রাজধানীতে ঢোকার আগেই তাঁকে পাকড়াও করে দিল্লি পুলিশ (Delhi Police) ৷ পরে তাঁকে গ্রেফতার করা হয় ৷ রাকেশের অভিযোগ, দিল্লি পুলিশ স্বরাষ্ট্রমন্ত্রকের হয় কাজ করছে ৷ তবে এভাবে যে কৃষকদের দমিয়ে রাখা যাবে না, তাও মনে করিয়ে দিয়েছেন তিনি ৷

এদিন রাকেশ হিন্দিতে একাধিক টুইট করেন ৷ সঙ্গে বেশ কয়েকটি ছবিও পোস্ট করেন ৷ সেখানে তাঁকে পুলিশের সঙ্গে দেখা গিয়েছে ৷ তেমনই একটি পোস্টে এই কৃষক নেতা লিখেছেন, "দিল্লি পুলিশ কেন্দ্রীয় সরকারের হয়ে কাজ করছে ৷ তবে তারা কখনই কৃষকের কণ্ঠরোধ করতে পারবে না ৷ এই গ্রেফতারি নতুন বিপ্লব ঘটাবে ৷ শেষ নিঃশ্বাস পর্যন্ত এই লড়াই চলবে ৷ আমরা থামব না, আমরা ক্লান্ত হব না, আমরা মাথা নোয়াবো না ৷"

  • सरकार के इशारे पर काम कर रही दिल्ली पुलिस किसानों की आवाज को नहीं दबा सकती। यह गिरफ्तारी एक नई क्रांति लेकर आएगी।
    यह संघर्ष अंतिम सांस तक जारी रहेगा।#ना रुकेंगे #ना थकेंगे #ना झुकेंगे।@CPDelhi@ani@PTI_News pic.twitter.com/gw4WnFkZHM

    — Rakesh Tikait (@RakeshTikaitBKU) August 21, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: ফিরে যেতে বাধ্য করব, মোদির মোহালি সফরের আগে হুঁশিয়ারি শিখস ফর জাস্টিসের

প্রসঙ্গত, দেশজুড় লাগাতার বেড়ে চলা বেকারত্বের প্রতিবাদ জানাতে নতুন করে আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছেন কৃষকরা ৷ তাঁদের তরফে দিল্লির যন্তর মন্তরে (Jantar Mantar) অবস্থান বিক্ষোভ করার পরিকল্পনা নেওয়া হয়েছে ৷ এই কর্মসূচি ঘোষিত হতেই দিল্লির সর্বত্র নিরাপত্তা আরও জোরদার করেছে পুলিশ ৷ উল্লেখ্য, কিছুদিন আগেই উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে (Lakhimpur Kheri) ভারতীয় কিষাণ ইউনিয়ন (Bharatiya Kisan Union) বা বিকেইউ (BKU)-এর পক্ষ থেকে কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র এবং তাঁর ছেলে আশিস মিশ্রের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করা হয় ৷ উল্লেখ্য, গত বছর লখিমপুর খেরিতে কৃষক হত্যার ঘটনায় মূল অভিযুক্ত হলেন এই আশিস ৷

  • रोजगार आंदोलन, जंतर मंतर पर आ रहे किसान नेता राकेश टिकैत को पुलिस ने बॉर्डर पर ही रोका।

    यह बहुत ही निंदनीय है। pic.twitter.com/dG9VbyUuiC

    — Gopal Rai (@AapKaGopalRai) August 21, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিকে, ইতিমধ্যেই আম আদমি পার্টির (Aam Aadmi Party) তরফ থেকে রাকেশে টিকায়েতকে 'আটক' করার প্রতিবাদ জানানো হয়েছে ৷ এ নিয়ে টুইটারে সরব হয়েছেন আপ (AAP) নেতা তথা দিল্লির মন্ত্রী গোপাল রাই (Gopal Rai) ৷ টুইটারে একটি ভিডিয়ো পোস্ট করে তিনি লিখেছেন, "কৃষক নেতা রাকেশ টিকায়েত বেকারত্বের বিরুদ্ধে আন্দোলনে যোগ দিতে যাচ্ছিলেন ৷ কিন্তু, দিল্লি সীমানায় তাঁকে আটকে দেয় পুলিশ ৷ এটি অত্যন্ত ঘৃণ্য আচরণ ৷"

নয়াদিল্লি, 21 অগস্ট: দেশের রাজধানীতে যাওয়ার পথে তাঁকে 'গ্রেফতার' করা হয়েছে ৷ রবিবার নিজের টুইটে এমনটাই দাবি করেছেন কৃষক নেতা রাকেশ টিকায়েত (Rakesh Tikait) ৷ তিনি জানিয়েছেন, এদিন রাজধানীতে ঢোকার আগেই তাঁকে পাকড়াও করে দিল্লি পুলিশ (Delhi Police) ৷ পরে তাঁকে গ্রেফতার করা হয় ৷ রাকেশের অভিযোগ, দিল্লি পুলিশ স্বরাষ্ট্রমন্ত্রকের হয় কাজ করছে ৷ তবে এভাবে যে কৃষকদের দমিয়ে রাখা যাবে না, তাও মনে করিয়ে দিয়েছেন তিনি ৷

এদিন রাকেশ হিন্দিতে একাধিক টুইট করেন ৷ সঙ্গে বেশ কয়েকটি ছবিও পোস্ট করেন ৷ সেখানে তাঁকে পুলিশের সঙ্গে দেখা গিয়েছে ৷ তেমনই একটি পোস্টে এই কৃষক নেতা লিখেছেন, "দিল্লি পুলিশ কেন্দ্রীয় সরকারের হয়ে কাজ করছে ৷ তবে তারা কখনই কৃষকের কণ্ঠরোধ করতে পারবে না ৷ এই গ্রেফতারি নতুন বিপ্লব ঘটাবে ৷ শেষ নিঃশ্বাস পর্যন্ত এই লড়াই চলবে ৷ আমরা থামব না, আমরা ক্লান্ত হব না, আমরা মাথা নোয়াবো না ৷"

  • सरकार के इशारे पर काम कर रही दिल्ली पुलिस किसानों की आवाज को नहीं दबा सकती। यह गिरफ्तारी एक नई क्रांति लेकर आएगी।
    यह संघर्ष अंतिम सांस तक जारी रहेगा।#ना रुकेंगे #ना थकेंगे #ना झुकेंगे।@CPDelhi@ani@PTI_News pic.twitter.com/gw4WnFkZHM

    — Rakesh Tikait (@RakeshTikaitBKU) August 21, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: ফিরে যেতে বাধ্য করব, মোদির মোহালি সফরের আগে হুঁশিয়ারি শিখস ফর জাস্টিসের

প্রসঙ্গত, দেশজুড় লাগাতার বেড়ে চলা বেকারত্বের প্রতিবাদ জানাতে নতুন করে আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছেন কৃষকরা ৷ তাঁদের তরফে দিল্লির যন্তর মন্তরে (Jantar Mantar) অবস্থান বিক্ষোভ করার পরিকল্পনা নেওয়া হয়েছে ৷ এই কর্মসূচি ঘোষিত হতেই দিল্লির সর্বত্র নিরাপত্তা আরও জোরদার করেছে পুলিশ ৷ উল্লেখ্য, কিছুদিন আগেই উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে (Lakhimpur Kheri) ভারতীয় কিষাণ ইউনিয়ন (Bharatiya Kisan Union) বা বিকেইউ (BKU)-এর পক্ষ থেকে কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র এবং তাঁর ছেলে আশিস মিশ্রের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করা হয় ৷ উল্লেখ্য, গত বছর লখিমপুর খেরিতে কৃষক হত্যার ঘটনায় মূল অভিযুক্ত হলেন এই আশিস ৷

  • रोजगार आंदोलन, जंतर मंतर पर आ रहे किसान नेता राकेश टिकैत को पुलिस ने बॉर्डर पर ही रोका।

    यह बहुत ही निंदनीय है। pic.twitter.com/dG9VbyUuiC

    — Gopal Rai (@AapKaGopalRai) August 21, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিকে, ইতিমধ্যেই আম আদমি পার্টির (Aam Aadmi Party) তরফ থেকে রাকেশে টিকায়েতকে 'আটক' করার প্রতিবাদ জানানো হয়েছে ৷ এ নিয়ে টুইটারে সরব হয়েছেন আপ (AAP) নেতা তথা দিল্লির মন্ত্রী গোপাল রাই (Gopal Rai) ৷ টুইটারে একটি ভিডিয়ো পোস্ট করে তিনি লিখেছেন, "কৃষক নেতা রাকেশ টিকায়েত বেকারত্বের বিরুদ্ধে আন্দোলনে যোগ দিতে যাচ্ছিলেন ৷ কিন্তু, দিল্লি সীমানায় তাঁকে আটকে দেয় পুলিশ ৷ এটি অত্যন্ত ঘৃণ্য আচরণ ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.