ETV Bharat / bharat

হুল দিবসে প্রতিবাদ সংযুক্ত কিষান মোর্চার

প্রতিবাদের জন্য এবার হুল দিবসকে বেছে নিয়েছেন দিল্লির সীমান্তে আন্দোলনরত কৃষকেরা ৷ আগামী 30 জুন দিল্লি-গাজিয়াবাদ-টিকরি সীমান্তে হুল ক্রান্ত দিবস পালন করবে সংযুক্ত কিষান মোর্চা ৷ আমন্ত্রণ জানানো হয়েছে দেশের বিভিন্ন অঞ্চলের আদিবাসীদেরও ৷

বিক্ষোভরত কৃষকেরা
বিক্ষোভরত কৃষকেরা
author img

By

Published : Jun 21, 2021, 3:43 PM IST

চণ্ডীগড়, 21 জুন : 30 জুন হুল ক্রান্তি দিবস পালনের মাধ্য়মে প্রতিবাদ জানাবে সংযুক্ত কিষান মোর্চা ৷ সাত মাস ধরে লাগাতার অবস্থানে রয়েছেন বিভিন্ন রাজ্য থেকে আসা কৃষকেরা ৷

দেশজুড়ে হুল দিবস পালন করেন আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা ৷ এই দিনেই ব্রিটিশ শাসনাধীন ভারতে সাঁওতাল বিদ্রোহের সূচনা হয়েছিল ৷ দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ তাঁদের কাছে ৷ তাই এই অবস্থান বিক্ষোভে দেশের বিভিন্ন অঞ্চলের আদিবাসীদের আমন্ত্রণ জানানো হয়েছে ৷

  • सरकार मानने वाली नहीं है। इलाज तो करना पड़ेगा। ट्रैक्टरों के साथ अपनी तैयारी रखो। जमीन बचाने के लिए आंदोलन तेज करना होगा। #FarmersProtest

    — Rakesh Tikait (@RakeshTikaitBKU) June 20, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : জ্বালানির মূল্যবৃদ্ধির জন্য দায়ী মনমোহন সরকারের অয়েল বন্ড ?

একটি বিবৃতিতে এসকেএম জানিয়েছে, সুকমা-বিজাপুর সীমান্তে গ্রামসভার সিদ্ধান্ত, অনুমোদন ছাড়াই সিআরপিএফ ক্যাম্প গড়তে চায় সরকার ৷ আমরা তার বিরুদ্ধে আদিবাসীদের পাশে দাঁড়িয়েছি, সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ৷ ইতিমধ্যে রবিবার এআইকেএস, এআইএডব্লিউইউ আর সিটু-র বিপুল সংখ্য কর্মী হাজির হয়েছেন প্রতিবাদস্থলে ৷

অন্যদিকে কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ইটিভি ভারতের প্রতিনিধিকে জানান যে, কৃষকদের সঙ্গে আলোচনায় রাজি থাকলেও, কোনও আইন প্রত্যাহার করা হবে না ৷ এর জবাবে বিকেইউ নেতা রাকেশ টিকায়েত টুইট করে সব কৃষকদের আন্দোলনকে আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন ৷

চণ্ডীগড়, 21 জুন : 30 জুন হুল ক্রান্তি দিবস পালনের মাধ্য়মে প্রতিবাদ জানাবে সংযুক্ত কিষান মোর্চা ৷ সাত মাস ধরে লাগাতার অবস্থানে রয়েছেন বিভিন্ন রাজ্য থেকে আসা কৃষকেরা ৷

দেশজুড়ে হুল দিবস পালন করেন আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা ৷ এই দিনেই ব্রিটিশ শাসনাধীন ভারতে সাঁওতাল বিদ্রোহের সূচনা হয়েছিল ৷ দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ তাঁদের কাছে ৷ তাই এই অবস্থান বিক্ষোভে দেশের বিভিন্ন অঞ্চলের আদিবাসীদের আমন্ত্রণ জানানো হয়েছে ৷

  • सरकार मानने वाली नहीं है। इलाज तो करना पड़ेगा। ट्रैक्टरों के साथ अपनी तैयारी रखो। जमीन बचाने के लिए आंदोलन तेज करना होगा। #FarmersProtest

    — Rakesh Tikait (@RakeshTikaitBKU) June 20, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : জ্বালানির মূল্যবৃদ্ধির জন্য দায়ী মনমোহন সরকারের অয়েল বন্ড ?

একটি বিবৃতিতে এসকেএম জানিয়েছে, সুকমা-বিজাপুর সীমান্তে গ্রামসভার সিদ্ধান্ত, অনুমোদন ছাড়াই সিআরপিএফ ক্যাম্প গড়তে চায় সরকার ৷ আমরা তার বিরুদ্ধে আদিবাসীদের পাশে দাঁড়িয়েছি, সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ৷ ইতিমধ্যে রবিবার এআইকেএস, এআইএডব্লিউইউ আর সিটু-র বিপুল সংখ্য কর্মী হাজির হয়েছেন প্রতিবাদস্থলে ৷

অন্যদিকে কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ইটিভি ভারতের প্রতিনিধিকে জানান যে, কৃষকদের সঙ্গে আলোচনায় রাজি থাকলেও, কোনও আইন প্রত্যাহার করা হবে না ৷ এর জবাবে বিকেইউ নেতা রাকেশ টিকায়েত টুইট করে সব কৃষকদের আন্দোলনকে আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.