লখনউ, 19 ফেব্রুয়ারি : ভোট বড় বালাই ৷ আর সেই ভোট যদি উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন (UP Assembly Election) হয় তাহলে তো কথাই নেই ৷ যে রাজ্যে বিধানসভা ভোটের ফল লোকসভা ভোটে দিল্লির মসনদ দখলের পথ এঁকে দেয়, সেই রাজ্য জিততে মরিয়ে হবে রাজনৈতিক দলগুলি, তা বলাই বাহুল্য ৷ রাজনৈতিক মহলের মতে এবারের বিধানসভা নির্বাচনে জেতা গতবারের মতো সহজ হবে না বিজেপির পক্ষে ৷ লড়াই কঠিন ৷
যোগী রাজ্যে তাই ফের গেরুয়া ঝড় তুলতে আসরে নেমেছে বিজেপির তাবড় কেন্দ্রীয় নেতৃত্ব ৷ প্রচারে চলছে জনতা জনার্দনকে প্রতিশ্রুতি দেওয়ার পর্ব ৷ সেই তালিকাতেই নয়া সংযোজন বিজেপি নেতা তথা দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Defence Minister Rajnath Singh) ৷ যিনি এই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীও বটে ৷ শনিবার রাজনাথ প্রতিশ্রুতি দিয়েছেন, উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে ফের বিজেপি জিতলে বছরে দু'বার বিনামূল্যে এলপিজি সিলিন্ডার দেওয়া হবে ৷
আরও পড়ুন : নীতীশ-প্রশান্তর নৈশভোজে কি নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত ?
শনিবার উত্তরপ্রদেশের গোন্ডাতে কর্নেলগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অজয় কুমার সিংয়ের সমর্থনে প্রচার করেন রাজনাথ ৷ সেখানে তিনি বলেন, "বিজেপি উত্তরপ্রদেশে ফের ক্ষমতায় এলে বছরে দু'বার, হোলি ও দিওয়ালিতে রাজ্যবাসীকে বিনামূল্যে এলপিজি গ্যাস সিলিন্ডার দেওয়া হবে ৷"