ETV Bharat / bharat

Rahul on GST: 'দেশের ক্ষুদ্র-মাঝারি শিল্প গব্বর সিং ট্যাক্সের সঙ্গে লড়ছে', তোপ রাহুলের

নীলগিরিতে একটি চকোলেট ফ্যাক্টরিতে গিয়েছিলেন রাহুল ৷ সেখানে কাটানো মুহূর্তের ছবি ও অভিজ্ঞতা সামাজিক মাধ্যমে পোস্ট করেন কংগ্রেস নেতা ৷ জিএসটি নিয়ে কেন্দ্রীয় সরকারকে একহাতও নিলেন ৷

ETV Bharat Pic Courtesy Rahul Gandhi X
উটিতে চকোলেট ফ্যাক্টরিতে সঙ্গে রাহুল
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 27, 2023, 1:00 PM IST

নয়াদিল্লি, 27 অগস্ট: জিএসটি প্রসঙ্গে আরও একবার কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করলেন রাহুল গান্ধি। আবারও জিএসটিকে 'গব্বর সিং ট্যাক্স' বলে অভিহিত করেন কংগ্রেসের এই প্রাক্তন সভাপতি। তাঁর দাবি, দেশের ক্ষুদ্র-মাঝারি শিল্প ক্ষেত্রে জিএসটি'র জন্য নানাবিধ সমস্যা তৈরি হচ্ছে। এই প্রসঙ্গেই তামিলনাড়ুর একটি চকোলেট কারখানার উদাহরণ তুলে ধরেন কেরলের সাংসদ। সম্প্রতি সেখানে গিয়েছিলেন তিনি।

পাশাপাশি, ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে রক্ষা করতে জিএসটির হারকে এক সংখ্যায় নিয়ে আসতে হবে বলে মনে করেন কংগ্রেস সাংসদ ৷ রবিবার তিনি সামাজিক মাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করেন ৷ সেখানে দেখা যাচ্ছে, রাহুল তামিলনাড়ুর নীলগিরির উটিতে একটি চকোলেট ফ্যাক্টরিতে গিয়েছেন ৷ কারখানার কাজকর্ম খতিয়ে দেখছেন। সেই ভিডিয়ো পোস্ট করেই জিএসটি প্রসঙ্গে আরও একবার তোপ দাগেন তিনি।

  • A team of 70 incredible women drives one of Ooty’s famous chocolate factories!

    The story of Moddys Chocolates is a remarkable testament to the great potential of India's MSMEs.

    Here's what unfolded during my recent visit to the Nilgiris:https://t.co/yNdM37M01M pic.twitter.com/UfPvLryBuC

    — Rahul Gandhi (@RahulGandhi) August 27, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই ভিডিয়োটি পোস্ট করে প্রাক্তন কংগ্রেস সাংসদ লেখেন, "70 জন দুর্দান্ত মহিলা উটির একটি বিখ্যাত চকোলেট ফ্যাক্টরি পরিচালনা করছেন ৷ ভারতে ক্ষুদ্র-মাঝারি শিল্প দারুণ সম্ভাবনাময় ৷ মুডিস চকোলেটের গল্প সে কথাই প্রমাণ করে ৷ আমি সম্প্রতি নীলগিরিতে গিয়েছিলাম ৷ সেই গল্প সবার সঙ্গে ভাগ করে নিলাম ৷" রাহুল সাংসদ পদ ফিরে পান 7 অগস্ট ৷ এরপর নিজের লোকসভা কেন্দ্র কেরলের ওয়ানাড়ে গিয়েছিলেন ৷ তখনই রাহুল উটির অন্যতম জনপ্রিয় চকোলেট ব্র্যান্ড মুডিস চকোলেটসে গিয়েছিলেন বলে সংবাদসংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে ৷

এ প্রসঙ্গে একটি রাহুল জারি করে রাহুল বলেন, "ওয়ানাড়ে যাওয়ার সময় আমি উটির সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ড মুডিস চকোলেটসে গিয়েছিলাম ৷ এই ছোট্ট ব্যবসার নেপথ্যে রয়েছেন এক দম্পতি- মুরালিধর রাও এবং স্বাতী ৷ তাঁদের থেকে অনুপ্রেরণা পাওযা যায় ৷ তাঁদের পাশাপাশি এখানে কর্মরত মহিলাদের দলটিও অসাধারণ ৷ 70 জন মহিলাদের একটি দল এখানে জিভে জল আনা চকোলেট তৈরি করেন ৷ এত সুস্বাদু চকোলেট আমি কখনও খাইনি ৷"

আরও পড়ুন: যোগীরাজ্যে শিক্ষাঙ্গনে ঘৃণা ছড়ানোর অভিযোগে বিজেপিকে নিশানা রাহুল-প্রিয়াঙ্কার

এরপরই জিএসটি নিয়ে কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করেন তিনি ৷ রাহুলের কথায়, "দেশের অন্য সব ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসার মতোই গব্বর সিং ট্যাক্সের নিয়ে লড়াই করে যাচ্ছেন ৷" তিনি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষুদ্র শিল্পকে ধ্বংস করার অভিযোগ তোলেন ৷ রাহুল বলেন, "এখানকার সরকার বড় শিল্প সংস্থাকে খাতির করে ৷ ঠিক সেই কারণে ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে ধ্বংস করে দেওয়া হচ্ছে ৷ এখানে আমি যে মহিলাদের সঙ্গে কথা বললাম, তাঁরা দেশের উন্নয়নের জন্য কঠিন পরিশ্রম করছেন ৷ সেইসব মহিলাদের কঠিন পরিশ্রম ধুলোয় মিশিয়ে দেওয়া হচ্ছে ৷" (খবর সূত্র: পিটিআই)

নয়াদিল্লি, 27 অগস্ট: জিএসটি প্রসঙ্গে আরও একবার কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করলেন রাহুল গান্ধি। আবারও জিএসটিকে 'গব্বর সিং ট্যাক্স' বলে অভিহিত করেন কংগ্রেসের এই প্রাক্তন সভাপতি। তাঁর দাবি, দেশের ক্ষুদ্র-মাঝারি শিল্প ক্ষেত্রে জিএসটি'র জন্য নানাবিধ সমস্যা তৈরি হচ্ছে। এই প্রসঙ্গেই তামিলনাড়ুর একটি চকোলেট কারখানার উদাহরণ তুলে ধরেন কেরলের সাংসদ। সম্প্রতি সেখানে গিয়েছিলেন তিনি।

পাশাপাশি, ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে রক্ষা করতে জিএসটির হারকে এক সংখ্যায় নিয়ে আসতে হবে বলে মনে করেন কংগ্রেস সাংসদ ৷ রবিবার তিনি সামাজিক মাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করেন ৷ সেখানে দেখা যাচ্ছে, রাহুল তামিলনাড়ুর নীলগিরির উটিতে একটি চকোলেট ফ্যাক্টরিতে গিয়েছেন ৷ কারখানার কাজকর্ম খতিয়ে দেখছেন। সেই ভিডিয়ো পোস্ট করেই জিএসটি প্রসঙ্গে আরও একবার তোপ দাগেন তিনি।

  • A team of 70 incredible women drives one of Ooty’s famous chocolate factories!

    The story of Moddys Chocolates is a remarkable testament to the great potential of India's MSMEs.

    Here's what unfolded during my recent visit to the Nilgiris:https://t.co/yNdM37M01M pic.twitter.com/UfPvLryBuC

    — Rahul Gandhi (@RahulGandhi) August 27, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই ভিডিয়োটি পোস্ট করে প্রাক্তন কংগ্রেস সাংসদ লেখেন, "70 জন দুর্দান্ত মহিলা উটির একটি বিখ্যাত চকোলেট ফ্যাক্টরি পরিচালনা করছেন ৷ ভারতে ক্ষুদ্র-মাঝারি শিল্প দারুণ সম্ভাবনাময় ৷ মুডিস চকোলেটের গল্প সে কথাই প্রমাণ করে ৷ আমি সম্প্রতি নীলগিরিতে গিয়েছিলাম ৷ সেই গল্প সবার সঙ্গে ভাগ করে নিলাম ৷" রাহুল সাংসদ পদ ফিরে পান 7 অগস্ট ৷ এরপর নিজের লোকসভা কেন্দ্র কেরলের ওয়ানাড়ে গিয়েছিলেন ৷ তখনই রাহুল উটির অন্যতম জনপ্রিয় চকোলেট ব্র্যান্ড মুডিস চকোলেটসে গিয়েছিলেন বলে সংবাদসংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে ৷

এ প্রসঙ্গে একটি রাহুল জারি করে রাহুল বলেন, "ওয়ানাড়ে যাওয়ার সময় আমি উটির সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ড মুডিস চকোলেটসে গিয়েছিলাম ৷ এই ছোট্ট ব্যবসার নেপথ্যে রয়েছেন এক দম্পতি- মুরালিধর রাও এবং স্বাতী ৷ তাঁদের থেকে অনুপ্রেরণা পাওযা যায় ৷ তাঁদের পাশাপাশি এখানে কর্মরত মহিলাদের দলটিও অসাধারণ ৷ 70 জন মহিলাদের একটি দল এখানে জিভে জল আনা চকোলেট তৈরি করেন ৷ এত সুস্বাদু চকোলেট আমি কখনও খাইনি ৷"

আরও পড়ুন: যোগীরাজ্যে শিক্ষাঙ্গনে ঘৃণা ছড়ানোর অভিযোগে বিজেপিকে নিশানা রাহুল-প্রিয়াঙ্কার

এরপরই জিএসটি নিয়ে কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করেন তিনি ৷ রাহুলের কথায়, "দেশের অন্য সব ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসার মতোই গব্বর সিং ট্যাক্সের নিয়ে লড়াই করে যাচ্ছেন ৷" তিনি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষুদ্র শিল্পকে ধ্বংস করার অভিযোগ তোলেন ৷ রাহুল বলেন, "এখানকার সরকার বড় শিল্প সংস্থাকে খাতির করে ৷ ঠিক সেই কারণে ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে ধ্বংস করে দেওয়া হচ্ছে ৷ এখানে আমি যে মহিলাদের সঙ্গে কথা বললাম, তাঁরা দেশের উন্নয়নের জন্য কঠিন পরিশ্রম করছেন ৷ সেইসব মহিলাদের কঠিন পরিশ্রম ধুলোয় মিশিয়ে দেওয়া হচ্ছে ৷" (খবর সূত্র: পিটিআই)

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.