ETV Bharat / bharat

Rahul Gets Back Tughlaq Lane House: 'গোটা ভারতই আমার ঘর', তুঘলক লেনের বাংলো ফিরে পেয়ে বললেন রাহুল

Rahul Gandhi gets back Tughlaq Lane house: তুঘলক লেনের সরকারি বাংলো ফিরে পেলেন রাহুল গান্ধি ৷ আর সেই বাংলো ফেরত পাওয়ার পর কংগ্রেস সাংসদ বললেন, গোটা ভারতই তাঁর ঘর ৷

author img

By

Published : Aug 8, 2023, 4:35 PM IST

Updated : Aug 8, 2023, 10:58 PM IST

Rahul Gandhi
রাহুল গান্ধি

নয়াদিল্লি, 8 অগস্ট: সাংসদ পদ ফিরে পেয়েছেন ৷ এ বার নিজের 12, তুঘলক লেনের সরকারি বাংলোটিও ফিরে পেলেন রাহুল গান্ধি ৷ সুপ্রিম কোর্টের নির্দেশে সাংসদ পদ ফিরে পাওয়ার পরদিনই পুনরায় তাঁর জন্য ওই বাংলোটি বরাদ্দ করা হয়েছে ৷ মঙ্গলবার এ কথা জানিয়েছেন আধিকারিকরা ৷ আর এই খবর পাওয়ার পরই রাহুল বললেন, "গোটা ভারতই আমার ঘর ৷"

মঙ্গলবার নয়াদিল্লির 12, তুঘলক লেনের সরকারি বাসভবন ফের বরাদ্দ করা হয় কংগ্রেস সাংসদ রাহুল গান্ধিকে ৷ নিজের পুরনো বাসস্থান ফিরে তিনি কতটা খুশি, সংবাদমাধ্যমের এই প্রশ্নের জবাবে রাহুল বলেন, 'মেরা ঘর পুরা হিন্দুস্তান হ্যায় ৷'

সাংসদ পদ ফিরে পান: সুপ্রিম কোর্ট 'মোদি পদবি' মামলায় রাহুল গান্ধির শাস্তির উপর স্থগিতাদেশ দেওয়ার পর লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা সোমবার প্রাক্তন কংগ্রেস প্রধানের লোকসভার সদস্যপদ ফিরিয়ে দেন । লোকসভার সচিবালয়ের একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের 4 অগস্টের আদেশের প্রেক্ষিতে, পরবর্তী বিচারপ্রক্রিয়ার ঘোষণা না হওয়া পর্যন্ত রাহুলের সাংসদ পদ ফিরিয়ে দেওয়া হচ্ছে ৷

আরও পড়ুন: বাড়িহারা রাহুলকে নিজের বাড়ি দিলেন রাজকুমারী

দোষী সাব্যস্ত করেছিল সুরাতের আদালত: কর্ণাটকের কোলারে একটি নির্বাচনী সমাবেশে 2019 সালে দেওয়া বক্তৃতার জন্য একটি ফৌজদারি মানহানির মামলায় সুরাত আদালত রাহুল গান্ধিকে দোষী সাব্যস্ত করেছিল ৷ আদালত তাঁকে দু বছরের কারাদণ্ড দেওয়ায় রাহুলকে 23 মার্চ লোকসভা থেকে অযোগ্য বলে ঘোষণা করা হয় । রাহুল কর্ণাটকে তাঁর বক্তৃতায় বলেছিলেন, "সব চোরেরই পদবি মোদি কীভাবে হয়?" তারই প্রেক্ষিতে হওয়া মামলায় আদালত রাহুলকে দুই বছরের কারাদণ্ড দেয়, যা এই মামলার সর্বোচ্চ শাস্তি ছিল ৷ পরবর্তীকালে সংসদ সদস্য হিসাবে তাঁকে অযোগ্য ঘোষণা করে ।

এপ্রিলে বাংলো খালি করেন: এরপর প্রোটোকল মেনে গত এপ্রিল মাসে রাহুলকে তাঁর সরকারি বাসভবন ছেড়ে দিতে হয় ৷ তাঁর সাংসদ পদ খারিজ হয়ে যাওয়ায় তিনি আর তুঘলক লেনের বাংলোতে থাকতে পারবেন না বলে জানিয়ে, তাঁকে এক মাসের মধ্যে বাড়ি খালি করে দিতে বলা হয় ৷ 2004 সালে প্রথমবার অমেঠি থেকে সাংসদ হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকে ওই বাংলোতেই থাকতেন রাহুল গান্ধি ৷

নয়াদিল্লি, 8 অগস্ট: সাংসদ পদ ফিরে পেয়েছেন ৷ এ বার নিজের 12, তুঘলক লেনের সরকারি বাংলোটিও ফিরে পেলেন রাহুল গান্ধি ৷ সুপ্রিম কোর্টের নির্দেশে সাংসদ পদ ফিরে পাওয়ার পরদিনই পুনরায় তাঁর জন্য ওই বাংলোটি বরাদ্দ করা হয়েছে ৷ মঙ্গলবার এ কথা জানিয়েছেন আধিকারিকরা ৷ আর এই খবর পাওয়ার পরই রাহুল বললেন, "গোটা ভারতই আমার ঘর ৷"

মঙ্গলবার নয়াদিল্লির 12, তুঘলক লেনের সরকারি বাসভবন ফের বরাদ্দ করা হয় কংগ্রেস সাংসদ রাহুল গান্ধিকে ৷ নিজের পুরনো বাসস্থান ফিরে তিনি কতটা খুশি, সংবাদমাধ্যমের এই প্রশ্নের জবাবে রাহুল বলেন, 'মেরা ঘর পুরা হিন্দুস্তান হ্যায় ৷'

সাংসদ পদ ফিরে পান: সুপ্রিম কোর্ট 'মোদি পদবি' মামলায় রাহুল গান্ধির শাস্তির উপর স্থগিতাদেশ দেওয়ার পর লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা সোমবার প্রাক্তন কংগ্রেস প্রধানের লোকসভার সদস্যপদ ফিরিয়ে দেন । লোকসভার সচিবালয়ের একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের 4 অগস্টের আদেশের প্রেক্ষিতে, পরবর্তী বিচারপ্রক্রিয়ার ঘোষণা না হওয়া পর্যন্ত রাহুলের সাংসদ পদ ফিরিয়ে দেওয়া হচ্ছে ৷

আরও পড়ুন: বাড়িহারা রাহুলকে নিজের বাড়ি দিলেন রাজকুমারী

দোষী সাব্যস্ত করেছিল সুরাতের আদালত: কর্ণাটকের কোলারে একটি নির্বাচনী সমাবেশে 2019 সালে দেওয়া বক্তৃতার জন্য একটি ফৌজদারি মানহানির মামলায় সুরাত আদালত রাহুল গান্ধিকে দোষী সাব্যস্ত করেছিল ৷ আদালত তাঁকে দু বছরের কারাদণ্ড দেওয়ায় রাহুলকে 23 মার্চ লোকসভা থেকে অযোগ্য বলে ঘোষণা করা হয় । রাহুল কর্ণাটকে তাঁর বক্তৃতায় বলেছিলেন, "সব চোরেরই পদবি মোদি কীভাবে হয়?" তারই প্রেক্ষিতে হওয়া মামলায় আদালত রাহুলকে দুই বছরের কারাদণ্ড দেয়, যা এই মামলার সর্বোচ্চ শাস্তি ছিল ৷ পরবর্তীকালে সংসদ সদস্য হিসাবে তাঁকে অযোগ্য ঘোষণা করে ।

এপ্রিলে বাংলো খালি করেন: এরপর প্রোটোকল মেনে গত এপ্রিল মাসে রাহুলকে তাঁর সরকারি বাসভবন ছেড়ে দিতে হয় ৷ তাঁর সাংসদ পদ খারিজ হয়ে যাওয়ায় তিনি আর তুঘলক লেনের বাংলোতে থাকতে পারবেন না বলে জানিয়ে, তাঁকে এক মাসের মধ্যে বাড়ি খালি করে দিতে বলা হয় ৷ 2004 সালে প্রথমবার অমেঠি থেকে সাংসদ হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকে ওই বাংলোতেই থাকতেন রাহুল গান্ধি ৷

Last Updated : Aug 8, 2023, 10:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.