ETV Bharat / bharat

রামায়নের সময় ভারতে পুষ্পক রথ তৈরি হত : আর কে সিং প্যাটেল - নয়া দিল্লি

আর কে সিং প্যাটেল বলেন , "ভগবান রাম লঙ্কায় যুদ্ধ জয় করার পর এই পুষ্পক রথে করেই ভারতে ফিরেছিলেন ।" এরপরই তিনি বলেন, "বিদেশী কারিগররা ভারত থেকে এই বিমান তৈরির চুরি করা নিয়ে গিয়েছে, আর ভারত পিছিয়ে পড়েছে ।"

আর কে সিং প্যাটেল
আর কে সিং প্যাটেল
author img

By

Published : Mar 16, 2021, 8:05 PM IST

নয়াদিল্লি, 16 মার্চ : 'রামায়নের সময় ভারতে পুষ্পক রথ তৈরি হত' । উত্তর প্রদেশের বান্দা জেলার সাংসদ আর কে সিং প্যাটেলের এই বক্তব্য ঘিরে আলোচনার ঝড় উঠল লোকসভায় । এদিন লোকসভায় শিক্ষা বাজেট নিয়ে আলোচলা চলছিল । তাতে বক্তব্য রাখার সময় তিনি বলেন এই কথা বলেন ।

তিনি আরও বলেন, ভগবান রাম লঙ্কায় যুদ্ধ জয় করার পর এই পুষ্পক রথ করেই ভারতে ফিরেছিলেন । এরপরই তিনি বলেন, "বিদেশি কারিগররা ভারত থেকে এই বিমান তৈরির চুরি করা নিয়ে গিয়েছে, আর ভারত পিছিয়ে পড়েছে ।"

আরও পড়ুন : বিজেপি ক্ষমতায় এলে পুরুলিয়ার নাম হবে মোদিলিয়া : অভিষেক

লোকসভায় বিজেপি সাংসদ আরও বলেন, " শিক্ষামন্ত্রী ভারতকে পুনরায় বিশ্বগুরু বানানোর জন্য পদক্ষেপ গ্রহন করছে ।" বক্তব্য রাখার সময় তিনি শিক্ষামন্ত্রীকে জানান, বান্দা জেলার কেন্দ্রীয় বিদ্যালয়টির কোনও নিজস্ব বাড়ি নেই । দীর্ঘ 60 বছর ধরে ভাড়া বাড়িতে আছে । তাই যত শীঘ্রই সম্ভব এই বিদ্যালয়ের জন্য বাড়ি নির্মাণ করার আবেদন জানিয়েছেন ।

নয়াদিল্লি, 16 মার্চ : 'রামায়নের সময় ভারতে পুষ্পক রথ তৈরি হত' । উত্তর প্রদেশের বান্দা জেলার সাংসদ আর কে সিং প্যাটেলের এই বক্তব্য ঘিরে আলোচনার ঝড় উঠল লোকসভায় । এদিন লোকসভায় শিক্ষা বাজেট নিয়ে আলোচলা চলছিল । তাতে বক্তব্য রাখার সময় তিনি বলেন এই কথা বলেন ।

তিনি আরও বলেন, ভগবান রাম লঙ্কায় যুদ্ধ জয় করার পর এই পুষ্পক রথ করেই ভারতে ফিরেছিলেন । এরপরই তিনি বলেন, "বিদেশি কারিগররা ভারত থেকে এই বিমান তৈরির চুরি করা নিয়ে গিয়েছে, আর ভারত পিছিয়ে পড়েছে ।"

আরও পড়ুন : বিজেপি ক্ষমতায় এলে পুরুলিয়ার নাম হবে মোদিলিয়া : অভিষেক

লোকসভায় বিজেপি সাংসদ আরও বলেন, " শিক্ষামন্ত্রী ভারতকে পুনরায় বিশ্বগুরু বানানোর জন্য পদক্ষেপ গ্রহন করছে ।" বক্তব্য রাখার সময় তিনি শিক্ষামন্ত্রীকে জানান, বান্দা জেলার কেন্দ্রীয় বিদ্যালয়টির কোনও নিজস্ব বাড়ি নেই । দীর্ঘ 60 বছর ধরে ভাড়া বাড়িতে আছে । তাই যত শীঘ্রই সম্ভব এই বিদ্যালয়ের জন্য বাড়ি নির্মাণ করার আবেদন জানিয়েছেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.