নয়াদিল্লি, 16 মার্চ : 'রামায়নের সময় ভারতে পুষ্পক রথ তৈরি হত' । উত্তর প্রদেশের বান্দা জেলার সাংসদ আর কে সিং প্যাটেলের এই বক্তব্য ঘিরে আলোচনার ঝড় উঠল লোকসভায় । এদিন লোকসভায় শিক্ষা বাজেট নিয়ে আলোচলা চলছিল । তাতে বক্তব্য রাখার সময় তিনি বলেন এই কথা বলেন ।
তিনি আরও বলেন, ভগবান রাম লঙ্কায় যুদ্ধ জয় করার পর এই পুষ্পক রথ করেই ভারতে ফিরেছিলেন । এরপরই তিনি বলেন, "বিদেশি কারিগররা ভারত থেকে এই বিমান তৈরির চুরি করা নিয়ে গিয়েছে, আর ভারত পিছিয়ে পড়েছে ।"
আরও পড়ুন : বিজেপি ক্ষমতায় এলে পুরুলিয়ার নাম হবে মোদিলিয়া : অভিষেক
লোকসভায় বিজেপি সাংসদ আরও বলেন, " শিক্ষামন্ত্রী ভারতকে পুনরায় বিশ্বগুরু বানানোর জন্য পদক্ষেপ গ্রহন করছে ।" বক্তব্য রাখার সময় তিনি শিক্ষামন্ত্রীকে জানান, বান্দা জেলার কেন্দ্রীয় বিদ্যালয়টির কোনও নিজস্ব বাড়ি নেই । দীর্ঘ 60 বছর ধরে ভাড়া বাড়িতে আছে । তাই যত শীঘ্রই সম্ভব এই বিদ্যালয়ের জন্য বাড়ি নির্মাণ করার আবেদন জানিয়েছেন ।