ETV Bharat / bharat

হিংসায় উসকানি দেওয়ার অভিযোগ, দিল্লি পুলিশের এফআইআর-এ দীপ সিধুর নাম - লালকেল্লা কান্ডে ফেসবুকে সাফাই দিলেন দীপ সিধু

তাদের দায়ের করা এফআইআর-এ দীপ সিধুর নাম রয়েছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ ৷ অভিযোগ, 26 জানুয়ারির আগে থেকেই ফেসবুক পোস্ট ও ভাষণের মাধ্যমে কৃষকদের উসকানি দিয়েছিলেন তিনি ৷

Punjabi actor Deep Sidhu booked for Republic Day violence
Punjabi actor Deep Sidhu booked for Republic Day violence
author img

By

Published : Jan 28, 2021, 8:08 AM IST

Updated : Jan 28, 2021, 8:27 AM IST

দিল্লি, 28 জানুয়ারি : সাধারণতন্ত্র দিবসে লালকেল্লায় পতাকা লাগানোর ঘটনায় প্রথম থেকেই অভিযুক্ত করা হয়েছে পঞ্জাবি অভিনেতা দীপ সিধুকে ৷ তবে শুধু দীপ নয়, শোনা যাচ্ছে গ্যাংস্টার লাক্কা সাদনাও এই ঘটনার সঙ্গে জড়িত ৷ দু'জনের নামই এফআইআর-এ রয়েছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ ৷ অভিযোগ, 26 জানুয়ারির আগে থেকেই বিভিন্ন ফেসবুক পোস্ট ও ভাষণের মাধ্যমে কৃষকদের উসকানি দিয়েছিলেন তিনি ৷

সাধারণতন্ত্র দিবসের আগে ট্রাক্টর মিছিল নিয়ে পুলিশের সঙ্গে বৈঠক হয় কৃষক নেতাদের ৷ সেখানে মিছিলের জন্য রুট বেঁধে দেওয়া হয়েছিল ৷ পাশাপাশি পুলিশের বিভিন্ন শর্তও মেনে নিয়েছিলেন কৃষক নেতারা ৷ পুলিশের বক্তব্য, শর্ত মানার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তা মানেননি কৃষকরা ৷ আন্দোলনকারীদের মারে অনেক পুলিশকর্মী গুরুতর আহত হয়ে হাসপাতালে ভরতি রয়েছেন ৷ ইতিমধ্যেই কয়েকজন কৃষক নেতার নামে এফআইআর দায়ের করা হয়েছে ৷ এই বিষয়ে ডেপুটি কমিশনার অব পুলিশ চিন্ময় বিসওয়াল গতকাল কৃষক নেতা দর্শন পালকে চিঠি দিয়েছেন ৷ চুক্তিভঙ্গের জন্য কেন তাঁর এবং সহযোগী কৃষক সংগঠনগুলির বিরুদ্ধে পদক্ষেপ করা হবে না, চিঠিতে তা জানতে চেয়েছেন তিনি ৷ তিনদিনের মধ্যে এর জবাব চেয়েছেন ৷

আরও পড়ুন : লালকেল্লায় জাতীয় পতাকার অপমান বরদাস্ত করা হবে না, বলল কেন্দ্র

এদিকে বিতর্কের মাঝেই মুখ খুলেছেন অভিনেতা দীপ সিধু ৷ তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগকে খণ্ডন করে বিভিন্ন সাফাই দিয়ে ফেসবুকে ভিডিয়ো পোস্ট করেছেন তিনি ৷ বলেন, "আমার বিরুদ্ধে অনেক অভিযোগ উঠেছে ৷ কিন্তু আমি শুধু আন্দোলনে যোগ দিয়েছিলাম ৷ একজন মানুষের পক্ষে লাখ লাখ কৃষকদের উসকানো সম্ভব নয় ৷" তিনি আরও বলেন, "জাতীয় পতাকার মর্যাদা ক্ষুন্ন হয়নি ৷ জাতীয় পতাকার নিচে নিশান সাহিব লাগানো হয় ৷ আর লালকেল্লায় প্রবেশ রাগের বহিঃপ্রকাশ ছাড়া অন্য কিছুই ছিল না ৷"

দিল্লি, 28 জানুয়ারি : সাধারণতন্ত্র দিবসে লালকেল্লায় পতাকা লাগানোর ঘটনায় প্রথম থেকেই অভিযুক্ত করা হয়েছে পঞ্জাবি অভিনেতা দীপ সিধুকে ৷ তবে শুধু দীপ নয়, শোনা যাচ্ছে গ্যাংস্টার লাক্কা সাদনাও এই ঘটনার সঙ্গে জড়িত ৷ দু'জনের নামই এফআইআর-এ রয়েছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ ৷ অভিযোগ, 26 জানুয়ারির আগে থেকেই বিভিন্ন ফেসবুক পোস্ট ও ভাষণের মাধ্যমে কৃষকদের উসকানি দিয়েছিলেন তিনি ৷

সাধারণতন্ত্র দিবসের আগে ট্রাক্টর মিছিল নিয়ে পুলিশের সঙ্গে বৈঠক হয় কৃষক নেতাদের ৷ সেখানে মিছিলের জন্য রুট বেঁধে দেওয়া হয়েছিল ৷ পাশাপাশি পুলিশের বিভিন্ন শর্তও মেনে নিয়েছিলেন কৃষক নেতারা ৷ পুলিশের বক্তব্য, শর্ত মানার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তা মানেননি কৃষকরা ৷ আন্দোলনকারীদের মারে অনেক পুলিশকর্মী গুরুতর আহত হয়ে হাসপাতালে ভরতি রয়েছেন ৷ ইতিমধ্যেই কয়েকজন কৃষক নেতার নামে এফআইআর দায়ের করা হয়েছে ৷ এই বিষয়ে ডেপুটি কমিশনার অব পুলিশ চিন্ময় বিসওয়াল গতকাল কৃষক নেতা দর্শন পালকে চিঠি দিয়েছেন ৷ চুক্তিভঙ্গের জন্য কেন তাঁর এবং সহযোগী কৃষক সংগঠনগুলির বিরুদ্ধে পদক্ষেপ করা হবে না, চিঠিতে তা জানতে চেয়েছেন তিনি ৷ তিনদিনের মধ্যে এর জবাব চেয়েছেন ৷

আরও পড়ুন : লালকেল্লায় জাতীয় পতাকার অপমান বরদাস্ত করা হবে না, বলল কেন্দ্র

এদিকে বিতর্কের মাঝেই মুখ খুলেছেন অভিনেতা দীপ সিধু ৷ তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগকে খণ্ডন করে বিভিন্ন সাফাই দিয়ে ফেসবুকে ভিডিয়ো পোস্ট করেছেন তিনি ৷ বলেন, "আমার বিরুদ্ধে অনেক অভিযোগ উঠেছে ৷ কিন্তু আমি শুধু আন্দোলনে যোগ দিয়েছিলাম ৷ একজন মানুষের পক্ষে লাখ লাখ কৃষকদের উসকানো সম্ভব নয় ৷" তিনি আরও বলেন, "জাতীয় পতাকার মর্যাদা ক্ষুন্ন হয়নি ৷ জাতীয় পতাকার নিচে নিশান সাহিব লাগানো হয় ৷ আর লালকেল্লায় প্রবেশ রাগের বহিঃপ্রকাশ ছাড়া অন্য কিছুই ছিল না ৷"

Last Updated : Jan 28, 2021, 8:27 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.