ETV Bharat / bharat

10 বছরের ছোট্ট মোজা বিক্রেতার পরিবারকে সাহায্য পঞ্জাবের মুখ্যমন্ত্রীর - Punjab

অতিমারির আবহে পরিবারের পাশে দাঁড়াতে ট্রাফিক সিগন্য়ালে মোজা বিক্রি করছিল লুধিয়ানার বংশ সিং ৷ যার বয়স মাত্র 10 বছর ৷ সেই ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় ৷ তা দেখে ছেলেটির পরিবারকে 2 লাখ টাকা অর্থ সাহায্য করলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং ৷

Punjab CM helps family of 10-year-old socks seller
10 বছরের ছোট্ট মোজা বিক্রেতার পরিবারকে সাহায্য পঞ্জাবের মুখ্যমন্ত্রীর
author img

By

Published : May 8, 2021, 7:30 PM IST

নয়াদিল্লি, 8 মে : করোনায় বন্ধ স্কুল ৷ পরিবারের আর্থিক অবস্থাও ঠেকেছে তলানিতে ৷ তাই 10 বছরের ছোট্ট ছেলেটাকে মোজা বিক্রি করতে হচ্ছিল ট্রাফিক সিগন্য়ালে দাঁড়িয়ে ৷ সেই ছবি ভাইরাল হয় সোশ্য়াল মিডিয়ায় ৷ সূত্রের খবর, ছবিটি তোলা হয়েছিল লুধিয়ানার একটি ট্রাফিক সিগন্য়ালে ৷ যা নজর এড়ায়নি পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়েরও ৷ ওই ছেলেটির পরিবারকে এককালীন 10 লাখ টাকা অর্থ সাহায্য করেন তিনি ৷ শনিবার নিজেই সেকথা জানিয়েছেন অমরিন্দর ৷

সূত্রের খবর, 10 বছরের ওই নাবালকের নাম বংশ সিং ৷ অতিমারির আবহেই স্কুল ছেড়ে রাস্তায় নেমে মোজা বিক্রি করতে বাধ্য হয় সে ৷ যদিও পঞ্জাবের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ছেলেটি যাতে ফের পড়াশোনা শুরু করে তার ব্যবস্থা করবে রাজ্য সরকার ৷ এ বিষয়ে ইতিমধ্যেই সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন তিনি ৷ আগামী দিনে ছেলেটি যাতে ফের স্কুলে যায়, সেই ব্য়বস্থাও পাকা করা হবে ৷

বংশের পরিবারের সদস্যরা জানিয়েছেন, দ্বিতীয় শ্রেণির পড়ুয়া সে ৷ তাকে মোজা বিক্রি করার জন্য পরিবারের কেউ বলেননি ৷ বরং সে নিজেই পরিবারের পাশে দাঁড়াতে নিজের সাধ্য মতো কাজ করার সিদ্ধান্ত নেয় ৷

  • Spoke on phone to young Vansh Singh, aged 10, a Class II dropout who’s video I saw selling socks at traffic crossing in Ludhiana. Have asked the DC to ensure he rejoins his school. Also announced an immediate financial assistance of Rs 2 lakhs to his family. pic.twitter.com/pnTdnftCDo

    — Capt.Amarinder Singh (@capt_amarinder) May 8, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : নেহরু-গান্ধি পরিবারের প্রশংসায় পঞ্চমুখ শিবসেনা

এদিন পঞ্জাবের মুখ্যমন্ত্রী তাঁর টুইটার হ্য়ান্ডেলে করা একটি পোস্টে জানিয়েছেন, ‘‘10 বছরের বংশের সঙ্গে আমার ফোনে কথা হয়েছে ৷ স্কুলছুট এই ছাত্র দ্বিতীয় শ্রেণির ছাত্র ৷ লুধিয়ানার একটি ট্রাফিক সিগন্য়ালে মোজা বিক্রি করত সে ৷ সেই ছবি আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছি ৷ ছেলেটি যাতে ফের স্কুলে যায়, তা নিশ্চিত করতে ডিসি-র সঙ্গে কথা বলেছি ৷ ছেলেটির পরিবারকে 2 লাখ টাকার অর্থ সাহায্য করা হয়েছে ৷’’

নয়াদিল্লি, 8 মে : করোনায় বন্ধ স্কুল ৷ পরিবারের আর্থিক অবস্থাও ঠেকেছে তলানিতে ৷ তাই 10 বছরের ছোট্ট ছেলেটাকে মোজা বিক্রি করতে হচ্ছিল ট্রাফিক সিগন্য়ালে দাঁড়িয়ে ৷ সেই ছবি ভাইরাল হয় সোশ্য়াল মিডিয়ায় ৷ সূত্রের খবর, ছবিটি তোলা হয়েছিল লুধিয়ানার একটি ট্রাফিক সিগন্য়ালে ৷ যা নজর এড়ায়নি পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়েরও ৷ ওই ছেলেটির পরিবারকে এককালীন 10 লাখ টাকা অর্থ সাহায্য করেন তিনি ৷ শনিবার নিজেই সেকথা জানিয়েছেন অমরিন্দর ৷

সূত্রের খবর, 10 বছরের ওই নাবালকের নাম বংশ সিং ৷ অতিমারির আবহেই স্কুল ছেড়ে রাস্তায় নেমে মোজা বিক্রি করতে বাধ্য হয় সে ৷ যদিও পঞ্জাবের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ছেলেটি যাতে ফের পড়াশোনা শুরু করে তার ব্যবস্থা করবে রাজ্য সরকার ৷ এ বিষয়ে ইতিমধ্যেই সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন তিনি ৷ আগামী দিনে ছেলেটি যাতে ফের স্কুলে যায়, সেই ব্য়বস্থাও পাকা করা হবে ৷

বংশের পরিবারের সদস্যরা জানিয়েছেন, দ্বিতীয় শ্রেণির পড়ুয়া সে ৷ তাকে মোজা বিক্রি করার জন্য পরিবারের কেউ বলেননি ৷ বরং সে নিজেই পরিবারের পাশে দাঁড়াতে নিজের সাধ্য মতো কাজ করার সিদ্ধান্ত নেয় ৷

  • Spoke on phone to young Vansh Singh, aged 10, a Class II dropout who’s video I saw selling socks at traffic crossing in Ludhiana. Have asked the DC to ensure he rejoins his school. Also announced an immediate financial assistance of Rs 2 lakhs to his family. pic.twitter.com/pnTdnftCDo

    — Capt.Amarinder Singh (@capt_amarinder) May 8, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : নেহরু-গান্ধি পরিবারের প্রশংসায় পঞ্চমুখ শিবসেনা

এদিন পঞ্জাবের মুখ্যমন্ত্রী তাঁর টুইটার হ্য়ান্ডেলে করা একটি পোস্টে জানিয়েছেন, ‘‘10 বছরের বংশের সঙ্গে আমার ফোনে কথা হয়েছে ৷ স্কুলছুট এই ছাত্র দ্বিতীয় শ্রেণির ছাত্র ৷ লুধিয়ানার একটি ট্রাফিক সিগন্য়ালে মোজা বিক্রি করত সে ৷ সেই ছবি আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছি ৷ ছেলেটি যাতে ফের স্কুলে যায়, তা নিশ্চিত করতে ডিসি-র সঙ্গে কথা বলেছি ৷ ছেলেটির পরিবারকে 2 লাখ টাকার অর্থ সাহায্য করা হয়েছে ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.