ETV Bharat / bharat

পঞ্জাবের মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা পদে নিয়োগ প্রশান্ত কিশোরকে

author img

By

Published : Mar 1, 2021, 7:32 PM IST

2017 সালে পঞ্জাব বিধানসভার নির্বাচনে কংগ্রেসের জয়ে বড় ভূমিকা ছিল ভোটকুশলী প্রশান্ত কিশোরের ৷ তাঁকে এবার প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ করলেন ওই রাজ্যের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং ৷ আগামী বছর পঞ্জাবে আবার বিধানসভা নির্বাচন ৷ তার আগে এই নিয়োগ যথেষ্ট তাৎপর্যপূর্ণ ৷

প্রশান্ত কিশোরকে প্রধান উপদেষ্টা করলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী
প্রশান্ত কিশোরকে প্রধান উপদেষ্টা করলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী

চণ্ডীগড়, 1 মার্চ : চার বছর পর আবার পঞ্জাবে ফিরতে চলেছেন প্রশান্ত কিশোর ৷ এবার তিনি হতে চলেছেন ওই রাজ্যের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের ‘প্রধান উপদেষ্টা’ ৷ সোমবার টুইট করে এই কথা জানিয়েছেন ক্যাপ্টেন ৷ এর আগে বিধানসভা নির্বাচনে কংগ্রেসের তরফে ভোটকুশলী হিসেবে কাজ করেছিলেন প্রশান্ত ৷ তাঁকে নিয়োগ করার ফলও পেয়েছিল কংগ্রেস ৷ বিপুল জনসমর্থন নিয়ে পঞ্জাবে সরকার তৈরি করে কংগ্রেস ৷ ফলে প্রশান্ত কিশোরের ‘প্রত্যাবর্তন’ স্বাভাবিক ভাবেই তাৎপর্যপূর্ণ ৷

এদিন টুইটে এই ঘোষণা করে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং লিখেছেন, ‘‘এই খবর জানাতে পেরে খুশি যে প্রশান্ত কিশোর আমার সঙ্গে প্রধান উপদেষ্টা হিসেবে কাজ শুরু করেছেন ৷ পঞ্জাবের মানুষের ভালো করার জন্য এক সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছি ৷’’

  • Happy to share that @PrashantKishor has joined me as my Principal Advisor. Look forward to working together for the betterment of the people of Punjab!

    — Capt.Amarinder Singh (@capt_amarinder) March 1, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এর পরই পঞ্জাবে মুখ্যমন্ত্রীর দফতরের টুইটার হ্যান্ডেল থেকেও একটি টুইট করা হয় ৷ সেখানে লেখা হয় যে প্রশান্ত কিশোরকে ক্যাবিনেট মন্ত্রীর ব়্যাঙ্ক দেওয়া হল ৷ তিনি 1 টাকা সাম্মানিক নিয়ে এই কাজ করবেন ৷

2017 সালের পঞ্জাবে বিধানসভা নির্বাচন হয়েছিল ৷ ওই রাজ্যে 117টি বিধানসভা আসনের মধ্যে 77টিতে জয়লাভ করে কংগ্রেস ৷ আগামী বছরই ওই রাজ্যে আবার বিধানসভা ভোট ৷ ফলে তার আগে এই নিয়োগ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল ৷ রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের ব্যাখ্যা, আগেরবার কংগ্রেসের সঙ্গে নির্বাচনী প্রচারে ছিলেন প্রশান্ত কিশোর ৷ কিন্তু এবার তাঁকে সরকারের কাজের প্রচার পরিকল্পনার জন্যও প্রয়োজন ৷ ঠিক যেভাবে তৃণমূল কংগ্রেসের সরকারের বিভিন্ন কাজের প্রচার পরিকল্পনায় মমতা বন্দ্যোপাধ্যায়কে পরামর্শ দিচ্ছেন এই ভোটকুশলী ৷ পঞ্জাবে কংগ্রেস সেই পথই নিতে চায় ৷

আরও পড়ুন : দ্বিতীয় দফায় টিকা নিলেন একের পর এক নেতা-মন্ত্রী, ভিন্ন সুর খাড়গের

কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে যে প্রচার পরিকল্পনা করেছেন প্রশান্ত, সেগুলি কি মানুষ ভালোভাবে নিলেন ? এই প্রশ্নের উত্তর আগামী 2 মে-র আগে পাওয়া যাবে না ৷ তাই স্বাভাবিক ভাবেই রাজনৈতিক মহল প্রশ্ন তুলছে যে এই নিয়ে কি আরও একটু অপেক্ষা করতে পারতেন না ক্যাপ্টেন !

চণ্ডীগড়, 1 মার্চ : চার বছর পর আবার পঞ্জাবে ফিরতে চলেছেন প্রশান্ত কিশোর ৷ এবার তিনি হতে চলেছেন ওই রাজ্যের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের ‘প্রধান উপদেষ্টা’ ৷ সোমবার টুইট করে এই কথা জানিয়েছেন ক্যাপ্টেন ৷ এর আগে বিধানসভা নির্বাচনে কংগ্রেসের তরফে ভোটকুশলী হিসেবে কাজ করেছিলেন প্রশান্ত ৷ তাঁকে নিয়োগ করার ফলও পেয়েছিল কংগ্রেস ৷ বিপুল জনসমর্থন নিয়ে পঞ্জাবে সরকার তৈরি করে কংগ্রেস ৷ ফলে প্রশান্ত কিশোরের ‘প্রত্যাবর্তন’ স্বাভাবিক ভাবেই তাৎপর্যপূর্ণ ৷

এদিন টুইটে এই ঘোষণা করে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং লিখেছেন, ‘‘এই খবর জানাতে পেরে খুশি যে প্রশান্ত কিশোর আমার সঙ্গে প্রধান উপদেষ্টা হিসেবে কাজ শুরু করেছেন ৷ পঞ্জাবের মানুষের ভালো করার জন্য এক সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছি ৷’’

  • Happy to share that @PrashantKishor has joined me as my Principal Advisor. Look forward to working together for the betterment of the people of Punjab!

    — Capt.Amarinder Singh (@capt_amarinder) March 1, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এর পরই পঞ্জাবে মুখ্যমন্ত্রীর দফতরের টুইটার হ্যান্ডেল থেকেও একটি টুইট করা হয় ৷ সেখানে লেখা হয় যে প্রশান্ত কিশোরকে ক্যাবিনেট মন্ত্রীর ব়্যাঙ্ক দেওয়া হল ৷ তিনি 1 টাকা সাম্মানিক নিয়ে এই কাজ করবেন ৷

2017 সালের পঞ্জাবে বিধানসভা নির্বাচন হয়েছিল ৷ ওই রাজ্যে 117টি বিধানসভা আসনের মধ্যে 77টিতে জয়লাভ করে কংগ্রেস ৷ আগামী বছরই ওই রাজ্যে আবার বিধানসভা ভোট ৷ ফলে তার আগে এই নিয়োগ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল ৷ রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের ব্যাখ্যা, আগেরবার কংগ্রেসের সঙ্গে নির্বাচনী প্রচারে ছিলেন প্রশান্ত কিশোর ৷ কিন্তু এবার তাঁকে সরকারের কাজের প্রচার পরিকল্পনার জন্যও প্রয়োজন ৷ ঠিক যেভাবে তৃণমূল কংগ্রেসের সরকারের বিভিন্ন কাজের প্রচার পরিকল্পনায় মমতা বন্দ্যোপাধ্যায়কে পরামর্শ দিচ্ছেন এই ভোটকুশলী ৷ পঞ্জাবে কংগ্রেস সেই পথই নিতে চায় ৷

আরও পড়ুন : দ্বিতীয় দফায় টিকা নিলেন একের পর এক নেতা-মন্ত্রী, ভিন্ন সুর খাড়গের

কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে যে প্রচার পরিকল্পনা করেছেন প্রশান্ত, সেগুলি কি মানুষ ভালোভাবে নিলেন ? এই প্রশ্নের উত্তর আগামী 2 মে-র আগে পাওয়া যাবে না ৷ তাই স্বাভাবিক ভাবেই রাজনৈতিক মহল প্রশ্ন তুলছে যে এই নিয়ে কি আরও একটু অপেক্ষা করতে পারতেন না ক্যাপ্টেন !

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.