ETV Bharat / bharat

দিল্লি-হরিয়ানা সীমানা থেকে নিখোঁজদের খোঁজে হেল্পলাইন নম্বর চালু পঞ্জাব সরকারের - মুখ্য়মন্ত্রী ক্যাপটেন অমরিন্দর সিং

রাজধানীতে ট্র্যাক্টর মিছিলকে কেন্দ্র করে যে সব কৃষকের উপর মামলা দায়ের করেছে দিল্লি পুলিশ, তাঁদের মামলা লড়তে এবং আইনি পরামর্শ দিতে নিজের তত্ত্বাবধানে 70 জন আইনজীবীকে নিযুক্ত করেছেন পঞ্জাবের মুখ্য়মন্ত্রী ৷

punjab-cm-announces-helpline-number-for-people-missing-from-delhi-haryana-after-rally
দিল্লি-হরিয়ানা সীমানা থেকে নিখোঁজদের খোঁজে হেল্পলাইন চালু করল পঞ্জাব সরকার
author img

By

Published : Feb 2, 2021, 3:11 PM IST

চণ্ডীগড়, 2 ফেব্রুয়ারি : সাধারণতন্ত্র দিবসে দিল্লি-হরিয়ানার সীমানা থেকে শতাধিক নিখোঁজকে নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন পঞ্জাবের মুখ্য়মন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং ৷ সেই সঙ্গে তাঁদের খুঁজে বের করতে একটি হেল্প লাইন নম্বর চালু করেছেন পঞ্জাবের মুখ্য়মন্ত্রী ৷ 112 টোল ফ্রি নম্বরে ফোন করে জানালে তৎক্ষণাত সেই ব্যক্তিকে খোঁজার কাজ শুরু করবে পঞ্জাব প্রশাসন ৷

অন্যদিকে, রাজধানীতে ট্র্যাক্টর মিছিলকে কেন্দ্র করে যে সব কৃষকের উপর মামলা দায়ের করেছে দিল্লি পুলিশ তাঁদের মামলা লড়তে এবং আইনি পরামর্শ দিতে নিজের তত্ত্বাবধানে 70 জন আইনজীবীকে নিযুক্ত করেছেন পঞ্জাবের মুখ্য়মন্ত্রী ৷ অমরিন্দর সিং আরও জানিয়েছেন, তাঁর মন্ত্রিসভার সদস্যরা কেন্দ্রীয়মন্ত্রীর সঙ্গে এনিয়ে আলোচনা করবেন ৷ পাশাপাশি তিনি নিজে নিখোঁজ ও মামলা চলা কৃষকদের বিষয়টি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে আলোচনা করবেন ৷

আরও পড়ুন : দিল্লিতে কৃষক আন্দোলনের জের, পঞ্জাবে জারি হাই অ্য়ালার্ট

‘‘আমাদের হৃদয় তাঁদের সঙ্গে রয়েছে, যাঁরা দিল্লির সীমানায় নিজেদের অধিকারের জন্য লড়াই করছেন ৷ আমি পঞ্জাবের বাসিন্দাদের কাছে আবেদন করব নিখোঁজ ব্য়ক্তিদের সম্পর্কে কোনও তথ্য থাকলে 112 নম্বরে ফোন করে জানান ৷ আমরা নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে সবরকম চেষ্টা করব ৷ আমরা সব তথ্য জোগাড়ের চেষ্টা করছি এবং সেইমতো তাঁদের খোঁজ করে ঘরে ফেরানোর চেষ্টা চলছে,’’ বলে জানান পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং ৷

  • Punjab Government has already arranged a team of 70 lawyers in Delhi to ensure quick legal recourse to farmers booked by the Delhi police. I will personally take up the issue of missing farmers with MHA & ensure these persons reach home safely. For assistance call 112.

    — Capt.Amarinder Singh (@capt_amarinder) February 1, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

চণ্ডীগড়, 2 ফেব্রুয়ারি : সাধারণতন্ত্র দিবসে দিল্লি-হরিয়ানার সীমানা থেকে শতাধিক নিখোঁজকে নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন পঞ্জাবের মুখ্য়মন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং ৷ সেই সঙ্গে তাঁদের খুঁজে বের করতে একটি হেল্প লাইন নম্বর চালু করেছেন পঞ্জাবের মুখ্য়মন্ত্রী ৷ 112 টোল ফ্রি নম্বরে ফোন করে জানালে তৎক্ষণাত সেই ব্যক্তিকে খোঁজার কাজ শুরু করবে পঞ্জাব প্রশাসন ৷

অন্যদিকে, রাজধানীতে ট্র্যাক্টর মিছিলকে কেন্দ্র করে যে সব কৃষকের উপর মামলা দায়ের করেছে দিল্লি পুলিশ তাঁদের মামলা লড়তে এবং আইনি পরামর্শ দিতে নিজের তত্ত্বাবধানে 70 জন আইনজীবীকে নিযুক্ত করেছেন পঞ্জাবের মুখ্য়মন্ত্রী ৷ অমরিন্দর সিং আরও জানিয়েছেন, তাঁর মন্ত্রিসভার সদস্যরা কেন্দ্রীয়মন্ত্রীর সঙ্গে এনিয়ে আলোচনা করবেন ৷ পাশাপাশি তিনি নিজে নিখোঁজ ও মামলা চলা কৃষকদের বিষয়টি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে আলোচনা করবেন ৷

আরও পড়ুন : দিল্লিতে কৃষক আন্দোলনের জের, পঞ্জাবে জারি হাই অ্য়ালার্ট

‘‘আমাদের হৃদয় তাঁদের সঙ্গে রয়েছে, যাঁরা দিল্লির সীমানায় নিজেদের অধিকারের জন্য লড়াই করছেন ৷ আমি পঞ্জাবের বাসিন্দাদের কাছে আবেদন করব নিখোঁজ ব্য়ক্তিদের সম্পর্কে কোনও তথ্য থাকলে 112 নম্বরে ফোন করে জানান ৷ আমরা নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে সবরকম চেষ্টা করব ৷ আমরা সব তথ্য জোগাড়ের চেষ্টা করছি এবং সেইমতো তাঁদের খোঁজ করে ঘরে ফেরানোর চেষ্টা চলছে,’’ বলে জানান পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং ৷

  • Punjab Government has already arranged a team of 70 lawyers in Delhi to ensure quick legal recourse to farmers booked by the Delhi police. I will personally take up the issue of missing farmers with MHA & ensure these persons reach home safely. For assistance call 112.

    — Capt.Amarinder Singh (@capt_amarinder) February 1, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.