ETV Bharat / bharat

Agnipath Recruitment Scheme: 'অগ্নিপথ' প্রকল্পের বিরোধিতায় বিহারে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, পাথরবৃষ্টি

author img

By

Published : Jun 16, 2022, 2:06 PM IST

'অগ্নিপথ' (Agnipath Recruitment Scheme) প্রকল্পের বিরোধিতায় বিহারজুড়ে প্রতিবাদ, বিক্ষোভ চলছে ৷ বিভিন্ন জায়গায় রেল ও সড়ক অবরোধ করছেন প্রতিবাদীরা ৷ তাঁদের বিরুদ্ধে অশান্তি ছড়ানোরও অভিযোগ রয়েছে ৷ শক্ত হাতে পরিস্থিতি সামাল দিতে হচ্ছে পুলিশকেও ৷

protest gets violent in bihar against Agnipath Recruitment Scheme
Agnipath Recruitment Scheme: 'অগ্নিপথ' প্রকল্পের বিরোধিতায় বিহারে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, পাথরবৃষ্টি

পটনা, 16 জুন: কেন্দ্রের 'অগ্নিপথ' প্রকল্পের (Agnipath Recruitment Scheme) বিরোধিতায় প্রতিবাদ, বিক্ষোভ অব্যাহত ৷ বুধবারের পর বৃহস্পতিবারও বিহারের বিভিন্ন প্রান্তে এই প্রকল্পের বিরুদ্ধে রাস্তায় নামেন বিক্ষোভকারীরা ৷ অভিযোগ, প্রতিবাদের নামে রীতিমতো তাণ্ডব শুরু করেন বিক্ষোভকারীরা ৷ তাঁদের বিরুদ্ধে পাথর ছোড়ারও অভিযোগ ওঠে ৷ অশান্তি ছড়িয়ে পড়ে জাহানাবাদ, ছাপরা, নওয়াদা-সহ বিহারের বিভিন্ন এলাকায় ৷ বিক্ষোভকারীদের সাফ কথা, অবিলম্বে এই প্রকল্প বাতিল করতে হবে কেন্দ্রকে ৷ তা না হলে প্রতিবাদ থামবে না ৷ বিক্ষোভকারীদের সামাল দিতে কাঁদানে গ্যাসের সেল ফাটাতে হয় পুলিশকে ৷

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় কয়েক হাজার যুবক রাস্তায় নামেন ৷ পটনা-গয়া রেলপথের অন্তর্গত জাহানাবাদ স্টেশনে জমায়েত করেন তাঁরা ৷ ফলে ওই শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয় ৷ বিক্ষোভকারীরা পটনা থেকে গয়া যাতায়াতের রাস্তাও অবরোধ করেন ৷ বিক্ষোভ তুলতে রেলের আধিকারিকদের সঙ্গে নিয়েই ঘটনাস্থলে পৌঁছন জেলা পুলিশের কর্তারা ৷ তাঁরা বিক্ষোভকারীদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন ৷ দ্রুত যাতে ট্রেন চলাচল স্বাভাবিক হয়, তার জন্য উদ্যোগী হয় প্রশাসন ৷

আরও পড়ুন: NIA raids across Jammu and Kashmir: সন্ত্রাসে অর্থ জোগানের উৎস খুঁজতে ভূস্বর্গে ফের দফায় দফায় হানা এনআইএ-র

অন্যদিকে, ততক্ষণে পটনা থেকে গয়া যাতায়াতের পথে গুরুত্বপূর্ণ কাকো মোড়ে শুরু হয় বিক্ষোভ ৷ রাস্তায় টায়ার জ্বেলে শুরু হয় অবরোধ ৷ বিক্ষোভকারীদের মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের বিরুদ্ধে স্লোগান শোনা যায় ৷ তাঁদের অভিযোগ, কেন্দ্রের মোদি সরকারের এই পদক্ষেপ তরুণদের ভবিষ্যৎ নষ্ট করে দেবে ৷ তাঁদের কথায়, নয়া প্রকল্পের আওতায় কেন্দ্রীয় সরকার 'অগ্নিবীর' নয়, আদতে চার বছরের জন্য 'বলির পাঁঠা' নিয়োগ করতে চাইছে ৷

অন্যদিকে, কাইমুর জেলার ভাবুয়া স্টেশনে ইন্টারসিটি এক্সপ্রেসের কামরায় আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা ৷ সেখানে যাঁরা বিক্ষোভ দেখাচ্ছিলেন, তাঁরা সকলেই পড়ুয়া ৷ যাত্রীদের ট্রেন থেকে নামিয়ে কামরায় জ্বলন্ত টায়ার ছুড়ে মারা হয় ৷ এছাড়াও, দিনের ব্যস্ত সময় নওয়াদা স্টেশন এবং প্রজাতন্ত্র চকে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয় ৷ লাগাতার প্রতিবাদ, বিক্ষোভের জেরে গয়া-কেউল, হাওড়া-গয়া-সহ বিভিন্ন রুটে ট্রেন চলাচল ব্যাহত হয় ৷

পটনা, 16 জুন: কেন্দ্রের 'অগ্নিপথ' প্রকল্পের (Agnipath Recruitment Scheme) বিরোধিতায় প্রতিবাদ, বিক্ষোভ অব্যাহত ৷ বুধবারের পর বৃহস্পতিবারও বিহারের বিভিন্ন প্রান্তে এই প্রকল্পের বিরুদ্ধে রাস্তায় নামেন বিক্ষোভকারীরা ৷ অভিযোগ, প্রতিবাদের নামে রীতিমতো তাণ্ডব শুরু করেন বিক্ষোভকারীরা ৷ তাঁদের বিরুদ্ধে পাথর ছোড়ারও অভিযোগ ওঠে ৷ অশান্তি ছড়িয়ে পড়ে জাহানাবাদ, ছাপরা, নওয়াদা-সহ বিহারের বিভিন্ন এলাকায় ৷ বিক্ষোভকারীদের সাফ কথা, অবিলম্বে এই প্রকল্প বাতিল করতে হবে কেন্দ্রকে ৷ তা না হলে প্রতিবাদ থামবে না ৷ বিক্ষোভকারীদের সামাল দিতে কাঁদানে গ্যাসের সেল ফাটাতে হয় পুলিশকে ৷

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় কয়েক হাজার যুবক রাস্তায় নামেন ৷ পটনা-গয়া রেলপথের অন্তর্গত জাহানাবাদ স্টেশনে জমায়েত করেন তাঁরা ৷ ফলে ওই শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয় ৷ বিক্ষোভকারীরা পটনা থেকে গয়া যাতায়াতের রাস্তাও অবরোধ করেন ৷ বিক্ষোভ তুলতে রেলের আধিকারিকদের সঙ্গে নিয়েই ঘটনাস্থলে পৌঁছন জেলা পুলিশের কর্তারা ৷ তাঁরা বিক্ষোভকারীদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন ৷ দ্রুত যাতে ট্রেন চলাচল স্বাভাবিক হয়, তার জন্য উদ্যোগী হয় প্রশাসন ৷

আরও পড়ুন: NIA raids across Jammu and Kashmir: সন্ত্রাসে অর্থ জোগানের উৎস খুঁজতে ভূস্বর্গে ফের দফায় দফায় হানা এনআইএ-র

অন্যদিকে, ততক্ষণে পটনা থেকে গয়া যাতায়াতের পথে গুরুত্বপূর্ণ কাকো মোড়ে শুরু হয় বিক্ষোভ ৷ রাস্তায় টায়ার জ্বেলে শুরু হয় অবরোধ ৷ বিক্ষোভকারীদের মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের বিরুদ্ধে স্লোগান শোনা যায় ৷ তাঁদের অভিযোগ, কেন্দ্রের মোদি সরকারের এই পদক্ষেপ তরুণদের ভবিষ্যৎ নষ্ট করে দেবে ৷ তাঁদের কথায়, নয়া প্রকল্পের আওতায় কেন্দ্রীয় সরকার 'অগ্নিবীর' নয়, আদতে চার বছরের জন্য 'বলির পাঁঠা' নিয়োগ করতে চাইছে ৷

অন্যদিকে, কাইমুর জেলার ভাবুয়া স্টেশনে ইন্টারসিটি এক্সপ্রেসের কামরায় আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা ৷ সেখানে যাঁরা বিক্ষোভ দেখাচ্ছিলেন, তাঁরা সকলেই পড়ুয়া ৷ যাত্রীদের ট্রেন থেকে নামিয়ে কামরায় জ্বলন্ত টায়ার ছুড়ে মারা হয় ৷ এছাড়াও, দিনের ব্যস্ত সময় নওয়াদা স্টেশন এবং প্রজাতন্ত্র চকে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয় ৷ লাগাতার প্রতিবাদ, বিক্ষোভের জেরে গয়া-কেউল, হাওড়া-গয়া-সহ বিভিন্ন রুটে ট্রেন চলাচল ব্যাহত হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.