ETV Bharat / bharat

Paras Porwal: 24তলা থেকে মরণঝাঁপ ! মুম্বইয়ের নামী বিল্ডারের মৃত্যুতে রহস্য

author img

By

Published : Oct 20, 2022, 2:19 PM IST

24তলা থেকে মরণঝাঁপ দিলেন মুম্বইয়ের এক নামী বিল্ডার ৷ মৃতের নাম পারস পোরওয়াল (Paras Porwal) ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

Prominent Mumbai Builder Paras Porwal jumps to death from 23rd floor home
Paras Porwal: 24তলা থেকে মরণঝাঁপ ! মুম্বইয়ের নামী বিল্ডারের মৃত্যুতে রহস্য

মুম্বই, 20 অক্টোবর: মুম্বইয়ের এক নামী বিল্ডারের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল ৷ মৃতের নাম পারস পোরওয়াল (Paras Porwal) ৷ বয়স 57 বছর ৷ পুলিশের প্রাথমিক অনুমান, তিনি আত্মহত্যা (Suicide) করেছেন ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, পারস দক্ষিণ মুম্বইয়ের কালাচৌকি থানা এলাকার বাসিন্দা ছিলেন ৷ বস্তুত, তিনি যে শান্তিকমল কোঅপারেটিভ হাউজিং সোসাইটিতে থাকতেন, তার থেকে থানার দূরত্ব খুবই কম ৷ পারস ওই আবাসনের 24তলার একটি ফ্ল্যাটে থাকতেন ৷ বৃহস্পতিবার সকালে সেই ফ্ল্যাট থেকেই নীচে মরণঝাঁপ দেন তিনি ! পারসের বাড়িতেই একটি জিম রয়েছে ৷ এদিন সেই জিমের ব্যালকনি থেকে নীচে ঝাঁপ মারেন পারস !

মুম্বইয়ের অতিরিক্ত পুলিশ কমিশনার (সেন্ট্রাল রিজিয়ন) ডি চবন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, খুব সম্ভবত ব্যক্তিগত কোনও কারণেই আত্মহত্যা করেছেন পারস পোরওয়াল ৷ তবে, সেই কারণ ঠিক কী, সেটা এখনও পুলিশের কাছে স্পষ্ট নয় ৷ তারা ঘটনার তদন্ত শুরু করেছে ৷ পারসের আত্মীয়, পরিজন ও পরিচিতদের সঙ্গে কথা বলা হচ্ছে ৷ চবন জানিয়েছেন, পারসের একটি সুইসাইড নোট হাতে পেয়েছেন তাঁরা ৷ তাতে পারস লিখে গিয়েছেন, তাঁর এই মৃত্যুর জন্য কেউ দায়ী নন ৷ আপাতত স্থানীয় থানার পুলিশই এই ঘটনার তদন্ত করছে ৷

আরও পড়ুন: মিরাটে মেডিক্যাল কলেজের চারতলা থেকে ঝাঁপ ছাত্রীর

কালাচৌকি থানার ইন্সপেক্টর আনন্দ ডি মুলে জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল 6টা নাগাদ 24তলার ব্যালকনি থেকে নীচে ঝাঁপ দেন পারস ! ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় ৷ খবর পেয়ে শান্তিকমল কোঅপারেটিভ হাউজিং সোসাইটিতে পৌঁছয় পুলিশ ৷ দেহ উদ্ধারের পর পারসের ফ্ল্যাটের জিম থেকে তাঁর সুইসাইড নোটটি উদ্ধার করে তারা ৷

পারস পোরওয়াল কোনও ছোটখাটো প্রোমোটার ছিলেন না ৷ তিনি মুম্বইয়ের একজন নামজাদা বিল্ডার ছিলেন ৷ রাজযোগ ডেভলপার্স লিমিটেড-সহ একাধিক সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন তিনি ৷ মুম্বই শহর এবং লাগোয়া শহরতলি এলাকায় অসংখ্য আবাসন তৈরির কাজ করছিলেন পারস ৷ গত প্রায় তিন দশক ধরে এই ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন তিনি ৷

পারসের পরিচিতদের একাংশের দাবি, ইদানীংকালে কিছু আর্থিক সমস্যার মুখে পড়েছিলেন পারস ৷ হয়তো সেই কারণেই চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হন ! কিন্তু, সামনেই দিওয়ালি ৷ এই সময়েই ইমারতি ব্যবসা ফুলে-ফেঁপে ওঠে ৷ পারসের যদি আর্থিক কোনও সমস্যা থেকেও থাকে, তাহলে তাঁর মতো পোড় খাওয়া ব্যবসায়ী সেই সমস্যার মোকাবিলা না করে এভাবে আত্মহত্যার পথ কেন বেছে নিলেন, তা নিয়েও প্রশ্ন উঠছে ৷ ওয়াকিবহাল মহলের অনুমান, চেষ্টা করলে হয়তো এই দিওয়ালির মরশুমেই পারস নিজের ক্ষতিপূরণ করে নিতে পারতেন ৷

মুম্বই, 20 অক্টোবর: মুম্বইয়ের এক নামী বিল্ডারের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল ৷ মৃতের নাম পারস পোরওয়াল (Paras Porwal) ৷ বয়স 57 বছর ৷ পুলিশের প্রাথমিক অনুমান, তিনি আত্মহত্যা (Suicide) করেছেন ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, পারস দক্ষিণ মুম্বইয়ের কালাচৌকি থানা এলাকার বাসিন্দা ছিলেন ৷ বস্তুত, তিনি যে শান্তিকমল কোঅপারেটিভ হাউজিং সোসাইটিতে থাকতেন, তার থেকে থানার দূরত্ব খুবই কম ৷ পারস ওই আবাসনের 24তলার একটি ফ্ল্যাটে থাকতেন ৷ বৃহস্পতিবার সকালে সেই ফ্ল্যাট থেকেই নীচে মরণঝাঁপ দেন তিনি ! পারসের বাড়িতেই একটি জিম রয়েছে ৷ এদিন সেই জিমের ব্যালকনি থেকে নীচে ঝাঁপ মারেন পারস !

মুম্বইয়ের অতিরিক্ত পুলিশ কমিশনার (সেন্ট্রাল রিজিয়ন) ডি চবন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, খুব সম্ভবত ব্যক্তিগত কোনও কারণেই আত্মহত্যা করেছেন পারস পোরওয়াল ৷ তবে, সেই কারণ ঠিক কী, সেটা এখনও পুলিশের কাছে স্পষ্ট নয় ৷ তারা ঘটনার তদন্ত শুরু করেছে ৷ পারসের আত্মীয়, পরিজন ও পরিচিতদের সঙ্গে কথা বলা হচ্ছে ৷ চবন জানিয়েছেন, পারসের একটি সুইসাইড নোট হাতে পেয়েছেন তাঁরা ৷ তাতে পারস লিখে গিয়েছেন, তাঁর এই মৃত্যুর জন্য কেউ দায়ী নন ৷ আপাতত স্থানীয় থানার পুলিশই এই ঘটনার তদন্ত করছে ৷

আরও পড়ুন: মিরাটে মেডিক্যাল কলেজের চারতলা থেকে ঝাঁপ ছাত্রীর

কালাচৌকি থানার ইন্সপেক্টর আনন্দ ডি মুলে জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল 6টা নাগাদ 24তলার ব্যালকনি থেকে নীচে ঝাঁপ দেন পারস ! ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় ৷ খবর পেয়ে শান্তিকমল কোঅপারেটিভ হাউজিং সোসাইটিতে পৌঁছয় পুলিশ ৷ দেহ উদ্ধারের পর পারসের ফ্ল্যাটের জিম থেকে তাঁর সুইসাইড নোটটি উদ্ধার করে তারা ৷

পারস পোরওয়াল কোনও ছোটখাটো প্রোমোটার ছিলেন না ৷ তিনি মুম্বইয়ের একজন নামজাদা বিল্ডার ছিলেন ৷ রাজযোগ ডেভলপার্স লিমিটেড-সহ একাধিক সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন তিনি ৷ মুম্বই শহর এবং লাগোয়া শহরতলি এলাকায় অসংখ্য আবাসন তৈরির কাজ করছিলেন পারস ৷ গত প্রায় তিন দশক ধরে এই ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন তিনি ৷

পারসের পরিচিতদের একাংশের দাবি, ইদানীংকালে কিছু আর্থিক সমস্যার মুখে পড়েছিলেন পারস ৷ হয়তো সেই কারণেই চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হন ! কিন্তু, সামনেই দিওয়ালি ৷ এই সময়েই ইমারতি ব্যবসা ফুলে-ফেঁপে ওঠে ৷ পারসের যদি আর্থিক কোনও সমস্যা থেকেও থাকে, তাহলে তাঁর মতো পোড় খাওয়া ব্যবসায়ী সেই সমস্যার মোকাবিলা না করে এভাবে আত্মহত্যার পথ কেন বেছে নিলেন, তা নিয়েও প্রশ্ন উঠছে ৷ ওয়াকিবহাল মহলের অনুমান, চেষ্টা করলে হয়তো এই দিওয়ালির মরশুমেই পারস নিজের ক্ষতিপূরণ করে নিতে পারতেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.