পানাজি, 8 ফেব্রুয়ারি : লকডাউনে গরিব অসহায় পরিযায়ী শ্রমিকেরা হেঁটে বাড়ি ফিরছিলেন ৷ তখন প্রধানমন্ত্রী মোদি তাঁদের অসহায় অবস্থায় ছেড়ে দিতে চেয়েছিলেন, প্রতিআক্রমণ শানালেন প্রিয়াঙ্কা গান্ধি বঢরা ৷ গতকাল লোকসভায় প্রধানমন্ত্রী মোদি পঞ্জাব, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ডে কোভিড সংক্রমণ ছড়ানোর জন্য কংগ্রেস আর আপকে দায়ী করেন (Priyanka Gandhi slams PM Modi over migrant labourers comment) ৷
পানাজিতে সাংবাদিকদের প্রিয়াঙ্কা জানান, পরিযায়ী শ্রমিকদের মোদি অসহায় অবস্থায় ছেড়ে দিয়েছিলেন ৷ তাঁদের হেঁটে বাড়ি ফেরা ছাড়া অন্য কোনও রাস্তা ছিল না ৷ তাঁর প্রশ্ন, "তিনি কী চেয়েছিলেন ? সেই সময় কেউ যেন শ্রমিকদের সাহায্য না করে ?" কংগ্রেস নেত্রী মনে করিয়ে দেন, কোভিডের সময়েও প্রধানমন্ত্রী শোভাযাত্রা করেছেন ৷ তিনি বলেন, "তিনি যে ব়্যালিগুলো করেছিলেন, সেগুলোর কী হল ?"
সোমবার লোকসভায় মোদি কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ তোলেন, মুম্বইয়ের পরিযায়ী শ্রমিকদের হাতে কংগ্রেস বিনামূল্যে ট্রেনের টিকিট ধরিয়ে দিয়েছিল ৷ তার জন্য পঞ্জাব, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডে কোভিড সংক্রমণ বেড়েছে এবং মোদি একে 'পাপ' বলে উল্লেখ করেন ৷
লোকসভায় প্রধানমন্ত্রী অভিযোগ করেছিলেন, দিল্লিতে আপ সরকার বস্তি এলাকাগুলোয় রীতিমতো ঘোষণা করে বেরিয়েছে, যাঁরা বাড়ি যেতে চায়, তাঁদের জন্য বাসের বন্দোবস্ত করা হয়েছে ৷ বিরোধীদের মোদি প্রশ্ন করেন, "এটা কী ধরনের রাজনীতি ? আর কতদিন ধরে এই রাজনীতি চলবে ?" প্রধানমন্ত্রীর দাবি, কংগ্রেসের এহেন আচরণে সারা দেশ স্তম্ভিত ৷
এমনকি বর্তমান রাজনীতিতে কংগ্রেসের অবস্থার সমালোচনা করে মোদি বলেন, "কংগ্রেস ঠিক করে ফেলেছে আগামী একশো বছরে তারা ক্ষমতায় ফিরবে না ৷ এরা টুকরে টুকরে গ্যাং ৷" তিনি অভিযোগ করেন, কংগ্রেস বিভাজনের নীতিতে বিশ্বাস করে ৷ বহু নির্বাচনে 'গরিবি হঠাও' স্লোগান প্রচার করে কংগ্রেস জিতলেও, পরে তা কার্যকর করতে পারেনি তারা ৷ গতকাল লোকসভায় মোদির আক্রমণের প্রত্যুত্তর দেন আজ গোয়ায় দেন প্রিয়াঙ্কা ৷