ETV Bharat / bharat

Priyanka Gandhi slams PM Modi: লকডাউনে পরিযায়ী শ্রমিকদের দায় ঝেড়ে ফেলেছিলেন মোদি, পাল্টা আক্রমণ প্রিয়াঙ্কার

পরিযায়ী শ্রমিক নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একহাত নিলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি (Priyanka Gandhi slams PM Modi) ৷

Priyanka Gandhi over PM Modi Migrant Labourer
প্রিয়াঙ্কা গান্ধি বঢরা
author img

By

Published : Feb 8, 2022, 11:16 AM IST

Updated : Feb 8, 2022, 12:57 PM IST

পানাজি, 8 ফেব্রুয়ারি : লকডাউনে গরিব অসহায় পরিযায়ী শ্রমিকেরা হেঁটে বাড়ি ফিরছিলেন ৷ তখন প্রধানমন্ত্রী মোদি তাঁদের অসহায় অবস্থায় ছেড়ে দিতে চেয়েছিলেন, প্রতিআক্রমণ শানালেন প্রিয়াঙ্কা গান্ধি বঢরা ৷ গতকাল লোকসভায় প্রধানমন্ত্রী মোদি পঞ্জাব, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ডে কোভিড সংক্রমণ ছড়ানোর জন্য কংগ্রেস আর আপকে দায়ী করেন (Priyanka Gandhi slams PM Modi over migrant labourers comment) ৷

পানাজিতে সাংবাদিকদের প্রিয়াঙ্কা জানান, পরিযায়ী শ্রমিকদের মোদি অসহায় অবস্থায় ছেড়ে দিয়েছিলেন ৷ তাঁদের হেঁটে বাড়ি ফেরা ছাড়া অন্য কোনও রাস্তা ছিল না ৷ তাঁর প্রশ্ন, "তিনি কী চেয়েছিলেন ? সেই সময় কেউ যেন শ্রমিকদের সাহায্য না করে ?" কংগ্রেস নেত্রী মনে করিয়ে দেন, কোভিডের সময়েও প্রধানমন্ত্রী শোভাযাত্রা করেছেন ৷ তিনি বলেন, "তিনি যে ব়্যালিগুলো করেছিলেন, সেগুলোর কী হল ?"

সোমবার লোকসভায় মোদি কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ তোলেন, মুম্বইয়ের পরিযায়ী শ্রমিকদের হাতে কংগ্রেস বিনামূল্যে ট্রেনের টিকিট ধরিয়ে দিয়েছিল ৷ তার জন্য পঞ্জাব, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডে কোভিড সংক্রমণ বেড়েছে এবং মোদি একে 'পাপ' বলে উল্লেখ করেন ৷

আরও পড়ুন : Listen Kejriwal... listen Yogi : 'শুনুন যোগী... শুনুন কেজরিওয়াল', লকডাউনে শ্রমিকদের হেনস্থা নিয়ে সরগরম টুইটার

লোকসভায় প্রধানমন্ত্রী অভিযোগ করেছিলেন, দিল্লিতে আপ সরকার বস্তি এলাকাগুলোয় রীতিমতো ঘোষণা করে বেরিয়েছে, যাঁরা বাড়ি যেতে চায়, তাঁদের জন্য বাসের বন্দোবস্ত করা হয়েছে ৷ বিরোধীদের মোদি প্রশ্ন করেন, "এটা কী ধরনের রাজনীতি ? আর কতদিন ধরে এই রাজনীতি চলবে ?" প্রধানমন্ত্রীর দাবি, কংগ্রেসের এহেন আচরণে সারা দেশ স্তম্ভিত ৷

এমনকি বর্তমান রাজনীতিতে কংগ্রেসের অবস্থার সমালোচনা করে মোদি বলেন, "কংগ্রেস ঠিক করে ফেলেছে আগামী একশো বছরে তারা ক্ষমতায় ফিরবে না ৷ এরা টুকরে টুকরে গ্যাং ৷" তিনি অভিযোগ করেন, কংগ্রেস বিভাজনের নীতিতে বিশ্বাস করে ৷ বহু নির্বাচনে 'গরিবি হঠাও' স্লোগান প্রচার করে কংগ্রেস জিতলেও, পরে তা কার্যকর করতে পারেনি তারা ৷ গতকাল লোকসভায় মোদির আক্রমণের প্রত্যুত্তর দেন আজ গোয়ায় দেন প্রিয়াঙ্কা ৷

পানাজি, 8 ফেব্রুয়ারি : লকডাউনে গরিব অসহায় পরিযায়ী শ্রমিকেরা হেঁটে বাড়ি ফিরছিলেন ৷ তখন প্রধানমন্ত্রী মোদি তাঁদের অসহায় অবস্থায় ছেড়ে দিতে চেয়েছিলেন, প্রতিআক্রমণ শানালেন প্রিয়াঙ্কা গান্ধি বঢরা ৷ গতকাল লোকসভায় প্রধানমন্ত্রী মোদি পঞ্জাব, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ডে কোভিড সংক্রমণ ছড়ানোর জন্য কংগ্রেস আর আপকে দায়ী করেন (Priyanka Gandhi slams PM Modi over migrant labourers comment) ৷

পানাজিতে সাংবাদিকদের প্রিয়াঙ্কা জানান, পরিযায়ী শ্রমিকদের মোদি অসহায় অবস্থায় ছেড়ে দিয়েছিলেন ৷ তাঁদের হেঁটে বাড়ি ফেরা ছাড়া অন্য কোনও রাস্তা ছিল না ৷ তাঁর প্রশ্ন, "তিনি কী চেয়েছিলেন ? সেই সময় কেউ যেন শ্রমিকদের সাহায্য না করে ?" কংগ্রেস নেত্রী মনে করিয়ে দেন, কোভিডের সময়েও প্রধানমন্ত্রী শোভাযাত্রা করেছেন ৷ তিনি বলেন, "তিনি যে ব়্যালিগুলো করেছিলেন, সেগুলোর কী হল ?"

সোমবার লোকসভায় মোদি কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ তোলেন, মুম্বইয়ের পরিযায়ী শ্রমিকদের হাতে কংগ্রেস বিনামূল্যে ট্রেনের টিকিট ধরিয়ে দিয়েছিল ৷ তার জন্য পঞ্জাব, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডে কোভিড সংক্রমণ বেড়েছে এবং মোদি একে 'পাপ' বলে উল্লেখ করেন ৷

আরও পড়ুন : Listen Kejriwal... listen Yogi : 'শুনুন যোগী... শুনুন কেজরিওয়াল', লকডাউনে শ্রমিকদের হেনস্থা নিয়ে সরগরম টুইটার

লোকসভায় প্রধানমন্ত্রী অভিযোগ করেছিলেন, দিল্লিতে আপ সরকার বস্তি এলাকাগুলোয় রীতিমতো ঘোষণা করে বেরিয়েছে, যাঁরা বাড়ি যেতে চায়, তাঁদের জন্য বাসের বন্দোবস্ত করা হয়েছে ৷ বিরোধীদের মোদি প্রশ্ন করেন, "এটা কী ধরনের রাজনীতি ? আর কতদিন ধরে এই রাজনীতি চলবে ?" প্রধানমন্ত্রীর দাবি, কংগ্রেসের এহেন আচরণে সারা দেশ স্তম্ভিত ৷

এমনকি বর্তমান রাজনীতিতে কংগ্রেসের অবস্থার সমালোচনা করে মোদি বলেন, "কংগ্রেস ঠিক করে ফেলেছে আগামী একশো বছরে তারা ক্ষমতায় ফিরবে না ৷ এরা টুকরে টুকরে গ্যাং ৷" তিনি অভিযোগ করেন, কংগ্রেস বিভাজনের নীতিতে বিশ্বাস করে ৷ বহু নির্বাচনে 'গরিবি হঠাও' স্লোগান প্রচার করে কংগ্রেস জিতলেও, পরে তা কার্যকর করতে পারেনি তারা ৷ গতকাল লোকসভায় মোদির আক্রমণের প্রত্যুত্তর দেন আজ গোয়ায় দেন প্রিয়াঙ্কা ৷

Last Updated : Feb 8, 2022, 12:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.