ETV Bharat / bharat

Ganesh chaturthi: গণেশ চতুর্থী উপলক্ষে দেশবাসীকে টুইট শুভেচ্ছা রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর

গণেশ চতুর্থী উপলক্ষ্যে টুইটে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ দেশবাসীকে শুভেচ্ছা জানান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও ৷

Ganesh chaturthi
গণেশ চতুর্থী উপলক্ষ্যে টুইটে দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর
author img

By

Published : Sep 10, 2021, 10:57 AM IST

Updated : Sep 10, 2021, 2:04 PM IST

নয়াদিল্লি, 10 সেপ্টেম্বর: দেশজুড়ে আজ থেকেই শুরু গণেশ চতুর্থী উৎসব ৷ এই উপলক্ষে দেশবাসীকে টুইট করে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও ৷

টুইটে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ লেখেন, "ভগবান গণেশ করোনা প্যানডেমিক পরিস্থিতিতে মানুষের জীবনে সুখ-শান্তি নিয়ে আসুক ৷ সকল বিপদ থেকে রক্ষা করুক ৷" তবে করোনাবিধি মেনে উৎসব পালনের অনুরোধ করেন তিনি ৷ করোনার বিরুদ্ধে একসঙ্গে লড়াই করারও আহ্বান জানান রাষ্ট্রপতি ৷

  • गणपति बाप्पा मोरया!

    गणेश चतुर्थी के शुभ अवसर पर सभी देशवासियों को हार्दिक शुभकामनाएं।

    मेरी कामना है कि कोविड-19 के विरुद्ध किए जा रहे हमारे प्रयासों को विघ्नहर्ता गणेश सफल बनाएं और सभी को सुख एवं शांति प्रदान करें।

    आइए, हम सब कोविड-अनुकूल व्‍यवहार करते हुए यह त्‍योहार मनाएं।

    — President of India (@rashtrapatibhvn) September 10, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: 35 হাজারের নিচে দৈনিক সংক্রমণ

পাশাপাশি টুইটে দেশবাসীকে গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটারে লিখেছেন, "সকলের জীবন সুখ শান্তি এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ উঠুক ৷" সৌভাগ্য এবং সুস্বাস্থ্যের কামনাও করেন তিনি ৷ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইট করে দেশবাসীকে শুভেচ্ছা জানান ৷ তবে করোনা প্যানডেমিকের জন্য এবারও মণ্ডপে ভিড় এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে বিভিন্ন রাজ্যগুলির প্রশাসনের তরফে ৷

  • समस्त देशवासियों को श्री गणेश चतुर्थी की हार्दिक शुभकामनाएँ। pic.twitter.com/fxk9hOFRbT

    — Amit Shah (@AmitShah) September 10, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

নয়াদিল্লি, 10 সেপ্টেম্বর: দেশজুড়ে আজ থেকেই শুরু গণেশ চতুর্থী উৎসব ৷ এই উপলক্ষে দেশবাসীকে টুইট করে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও ৷

টুইটে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ লেখেন, "ভগবান গণেশ করোনা প্যানডেমিক পরিস্থিতিতে মানুষের জীবনে সুখ-শান্তি নিয়ে আসুক ৷ সকল বিপদ থেকে রক্ষা করুক ৷" তবে করোনাবিধি মেনে উৎসব পালনের অনুরোধ করেন তিনি ৷ করোনার বিরুদ্ধে একসঙ্গে লড়াই করারও আহ্বান জানান রাষ্ট্রপতি ৷

  • गणपति बाप्पा मोरया!

    गणेश चतुर्थी के शुभ अवसर पर सभी देशवासियों को हार्दिक शुभकामनाएं।

    मेरी कामना है कि कोविड-19 के विरुद्ध किए जा रहे हमारे प्रयासों को विघ्नहर्ता गणेश सफल बनाएं और सभी को सुख एवं शांति प्रदान करें।

    आइए, हम सब कोविड-अनुकूल व्‍यवहार करते हुए यह त्‍योहार मनाएं।

    — President of India (@rashtrapatibhvn) September 10, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: 35 হাজারের নিচে দৈনিক সংক্রমণ

পাশাপাশি টুইটে দেশবাসীকে গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটারে লিখেছেন, "সকলের জীবন সুখ শান্তি এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ উঠুক ৷" সৌভাগ্য এবং সুস্বাস্থ্যের কামনাও করেন তিনি ৷ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইট করে দেশবাসীকে শুভেচ্ছা জানান ৷ তবে করোনা প্যানডেমিকের জন্য এবারও মণ্ডপে ভিড় এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে বিভিন্ন রাজ্যগুলির প্রশাসনের তরফে ৷

  • समस्त देशवासियों को श्री गणेश चतुर्थी की हार्दिक शुभकामनाएँ। pic.twitter.com/fxk9hOFRbT

    — Amit Shah (@AmitShah) September 10, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
Last Updated : Sep 10, 2021, 2:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.