ETV Bharat / bharat

দেশের বিরোধী শক্তি দুর্বল, মমতাকে জানিয়েছেন রাকেশ টিকায়েত - Mamata Banerjee

বুধবার নবান্নে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন রাকেশ টিকায়েত-সহ বেশ কয়েকজন কৃষক নেতা ৷

দেশের বিরোধী শক্তি দুর্বল, মমতাকে জানিয়েছেন রাকেশ টিকায়েত
দেশের বিরোধী শক্তি দুর্বল, মমতাকে জানিয়েছেন রাকেশ টিকায়েত
author img

By

Published : Jun 10, 2021, 2:56 PM IST

গাজিয়াবাদ (উত্তর প্রদেশ), 10 জুন : দেশে বিরোধীদের অবস্থা খুবই দুর্বল ৷ এমনটাই মনে করেন কৃষক আন্দোলনের অন্যতম নেতা রাকেশ টিকায়েত ৷ তিনি তাঁর এই মত জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও ৷

গতকাল, বুধবার নবান্নে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন রাকেশ টিকায়েত-সহ বেশ কয়েকজন কৃষক নেতা ৷ তার পর বৃহস্পতিবার দেশের বিরোধী শক্তি নিয়েই মন্তব্য করলেন ভারতীয় কিষাণ ইউনিয়নের এই নেতা ৷

টিকায়েতের দাবি যে তিনি মমতাকে বলেছেন, ‘‘আমরা (কৃষক) রাস্তায় বসে প্রতিবাদ করছি ৷ যদি বিরোধীরা শক্তিশালী হত, তাহলে এটা আমাদের করতে হত না ৷ বিরোধীদের শক্তিশালী হতে হবে ৷’’

তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে তাঁর বৈঠক তৃণমূল নেত্রী মমতার সঙ্গে ছিল না ৷ তিনি দেখা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার সঙ্গে ৷ ইতিমধ্যেই তিনি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে বৈঠক করে ফেলেছেন ৷ দেশের অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গেও তিনি বৈঠক করতে চান ৷ সেই তালিকায় বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরাও রয়েছেন বলে তিনি জানিয়েছেন ৷

আরও পড়ুন : কেন্দ্রের বিভ্রান্ত টিকা নীতির জন্যই প্রাণ গিয়েছে তরুণদের, তোপ মমতার

টিকায়েত জানিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের আন্দোলনকে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন ৷ এর জন্য তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছেন ৷

গাজিয়াবাদ (উত্তর প্রদেশ), 10 জুন : দেশে বিরোধীদের অবস্থা খুবই দুর্বল ৷ এমনটাই মনে করেন কৃষক আন্দোলনের অন্যতম নেতা রাকেশ টিকায়েত ৷ তিনি তাঁর এই মত জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও ৷

গতকাল, বুধবার নবান্নে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন রাকেশ টিকায়েত-সহ বেশ কয়েকজন কৃষক নেতা ৷ তার পর বৃহস্পতিবার দেশের বিরোধী শক্তি নিয়েই মন্তব্য করলেন ভারতীয় কিষাণ ইউনিয়নের এই নেতা ৷

টিকায়েতের দাবি যে তিনি মমতাকে বলেছেন, ‘‘আমরা (কৃষক) রাস্তায় বসে প্রতিবাদ করছি ৷ যদি বিরোধীরা শক্তিশালী হত, তাহলে এটা আমাদের করতে হত না ৷ বিরোধীদের শক্তিশালী হতে হবে ৷’’

তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে তাঁর বৈঠক তৃণমূল নেত্রী মমতার সঙ্গে ছিল না ৷ তিনি দেখা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার সঙ্গে ৷ ইতিমধ্যেই তিনি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে বৈঠক করে ফেলেছেন ৷ দেশের অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গেও তিনি বৈঠক করতে চান ৷ সেই তালিকায় বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরাও রয়েছেন বলে তিনি জানিয়েছেন ৷

আরও পড়ুন : কেন্দ্রের বিভ্রান্ত টিকা নীতির জন্যই প্রাণ গিয়েছে তরুণদের, তোপ মমতার

টিকায়েত জানিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের আন্দোলনকে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন ৷ এর জন্য তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.