পটনা, 3 ডিসেম্বর: চার রাজ্যের বিধানসভা ভোটের ফল বেরোতেই বিরোধী জোটে চিড় ক্রমে স্পষ্ট হতে শুরু করেছে ! বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের অন্যতম ঘনিষ্ট সহযোগী রবিবার বিধানসভা নির্বাচনের ফলে 'জাতীয় রাজনীতির জন্য ইতিবাচক সংকেত' দেখেছেন ৷ তাৎপর্যপূর্ণভাবে জাতীয় রাজনাতিতে ইতিবাচক বলে যখন ভোটের ফলকে মূল্যায়ন করছে নীতীশের দল, সেখানে দেখা যাচ্ছে তিন রাজ্যেই প্রচণ্ড ম্যান্ডেট নিয়ে বিজেপি ক্যাষমতায় এসেছে ৷ যা কংগ্রেসের জন্য অনেকাংশেই হতাশার ৷
প্রবীণ জেডিইউ নেতা বিজয় কুমার চৌধুরী নীতীশ মন্ত্রিসভার একজন গুরুত্বপূর্ণ সদস্যও বটে ৷ তাঁকে রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ে বিজেপির জয়ের প্রবণতা সম্পর্কে প্রশ্ন করলে, তিনি স্পষ্টতই জানান, "সাধারণত সম্পূরণ ফলাফল বের হওয়ার পরেই প্রশ্ন করা উচিত ৷ যখন আমাদের কাছে শুধুমাত্র প্রবণতা থাকে তখন প্রশ্ন করা ঠিক নয়। তবুও, এটা বলা যেতেই পারে যে, প্রবণতাগুলি জাতীয় রাজনীতির জন্য একটি ইতিবাচক সংকেতের দিকে নির্দেশ করছে ৷" সুতরাং তাঁর স্পষ্ট দাবি, যে ফল সামনে এসেছে অর্থাৎ তিন রাজ্যেই কংগ্রেসের ভরাডুবি আদতে জাতীয় রাজনীতির পক্ষে ইতিবাচক !
একই সঙ্গে, তিনি এও জানিয়েছেন, তিনি বিশ্বাস করেন যে, কংগ্রেস 'ইন্ডিয়া' জোটের সবকটি জোট শরিকদের নিয়ে রাজ্যের নির্বাচনে না যাওয়ার ক্ষেত্রে ভুল করেছে ৷ কংগ্রেস মূলত সবকটি বিধানসভা ভোটেই নিজের জোরে লড়াই করার জন্য বেছে নিয়েছিল। তবে বিজয় চৌধুরীর রহস্যময় মন্তব্য জেডিইউ-এর সর্বোচ্চ নেতা নীতীশ কুমারের ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে ৷ 'বিরোধী ঐক্য'কে পিছনে ফেলে দিয়ে বিধানসভা ভোটে একলা লড়াইয়ের জন্য কংগ্রেসকে তিরস্কারও করেছিলেন নীতীশ ৷ গত মাসে 'ইন্ডিয়া' জোটের অন্যতম অংশীদার সিপিআইয়ের একটি সমাবেশে নীতীশ কুমার বিধানসভা নির্বাচনে কংগ্রেসের একলা চলার বিষয়ে নিজের ক্ষোভ প্রকাশ করেছিলেন ৷ তাঁর মতে, বিজেপি-বিরোধী জোটের স্বাভাবিক গতি গড়ে তুলতে কংগ্রেসের এই মনোভাব বাধা দিচ্ছে।
উল্লেখ্য, গত বছর বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে এনডিএ থেকে বেরিয়ে এসেছিলেন নীতীশ কুমার ৷ একই সঙ্গে বিজেপি বিরোধীদের একত্রিত করে লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদিকে হারানোর প্রতিশ্রুতিও দিয়েছিলেন নীতীশ।
(পিটিআই)
আরও পড়ুন