ETV Bharat / bharat

উন্নাওয়ে দুই নাবালিকার মৃত্যুতে খুনের মামলা রুজু উত্তর প্রদেশ পুলিশের - UP

ফের উন্নাও৷ এবার তিন নাবালিকাকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হল৷ তার মধ্যে দু’জনের মৃত্যু হয়েছে৷ একজনের অবস্থা আশঙ্কাজনক৷ পুলিশের খুনের মামলা রুজু করেছে৷

উন্নাওয়ে দুই নাবালিকার মৃত্যুতে খুনের মামলা রুজু উত্তর প্রদেশ পুলিশের
উন্নাওয়ে দুই নাবালিকার মৃত্যুতে খুনের মামলা রুজু উত্তর প্রদেশ পুলিশের
author img

By

Published : Feb 18, 2021, 11:05 PM IST

দিল্লি, 18 ফেব্রুয়ারি : গলায় ওড়না জড়ানো ছিল৷ আর মুখ দিয়ে গ্যাঁজলা বের হচ্ছিল৷ উত্তর প্রদেশের উন্নাওয়ে উদ্ধার হওয়া দুই মৃত নাবালিকার বাবা এমনই দাবি করেছেন৷ তিনি পুলিশের কাছে দেওয়া বয়ানে এই কথাই জানিয়েছেন৷ বৃহস্পতিবার এই ঘটনায় অজ্ঞাতপরিচয় অভিযুক্তদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে পুলিশ৷ মৃত নাবালিকাদের বাবার বয়ান পাওয়ার পরই এই মামলা রুজু করেছে পুলিশ৷

উন্নাওয়ের আশোহা এলাকার ঘটনাটি ঘটেছে৷ পুলিশ আগেই জানিয়েছিল যে আশোহা থানা এলাকার একটি মাঠে অচৈতন্য অবস্থায় পাওয়া যায় তিন কিশোরীকে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়। তবে দু’জনকে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক তদন্তে জানা যায়, ওই তিনজনের বয়স 13, 16 ও 17৷ তারা তফশিলি জাতিভুক্ত৷ ঘাস কাটতে তারা বাড়ি থেকে বেরিয়ে বুধবার মাঠে গিয়েছিল। তার পর তাদের অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়৷

আরও পড়ুন : উন্নাওয়ে মাঠে উদ্ধার 2 দলিত কিশোরীর দেহ, জখম আরও এক

পুলিশ জানিয়েছেন, ময়নাতদন্তের রিপোর্টে জানা গিয়েছে যে বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে ওই দু’জনের৷ কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি৷ পুলিশ 6টি তদন্তাকারী দল তৈরি করে তদন্ত করছে৷ কোনও সম্ভাবনাই উড়িয়ে দেওয়া হচ্ছে না৷ ঘটনাটি অনার কিলিং বা সম্মানরক্ষার্থে খুন কি না, সেটাও খতিয়ে দেখা হচ্ছে৷

দিল্লি, 18 ফেব্রুয়ারি : গলায় ওড়না জড়ানো ছিল৷ আর মুখ দিয়ে গ্যাঁজলা বের হচ্ছিল৷ উত্তর প্রদেশের উন্নাওয়ে উদ্ধার হওয়া দুই মৃত নাবালিকার বাবা এমনই দাবি করেছেন৷ তিনি পুলিশের কাছে দেওয়া বয়ানে এই কথাই জানিয়েছেন৷ বৃহস্পতিবার এই ঘটনায় অজ্ঞাতপরিচয় অভিযুক্তদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে পুলিশ৷ মৃত নাবালিকাদের বাবার বয়ান পাওয়ার পরই এই মামলা রুজু করেছে পুলিশ৷

উন্নাওয়ের আশোহা এলাকার ঘটনাটি ঘটেছে৷ পুলিশ আগেই জানিয়েছিল যে আশোহা থানা এলাকার একটি মাঠে অচৈতন্য অবস্থায় পাওয়া যায় তিন কিশোরীকে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়। তবে দু’জনকে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক তদন্তে জানা যায়, ওই তিনজনের বয়স 13, 16 ও 17৷ তারা তফশিলি জাতিভুক্ত৷ ঘাস কাটতে তারা বাড়ি থেকে বেরিয়ে বুধবার মাঠে গিয়েছিল। তার পর তাদের অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়৷

আরও পড়ুন : উন্নাওয়ে মাঠে উদ্ধার 2 দলিত কিশোরীর দেহ, জখম আরও এক

পুলিশ জানিয়েছেন, ময়নাতদন্তের রিপোর্টে জানা গিয়েছে যে বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে ওই দু’জনের৷ কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি৷ পুলিশ 6টি তদন্তাকারী দল তৈরি করে তদন্ত করছে৷ কোনও সম্ভাবনাই উড়িয়ে দেওয়া হচ্ছে না৷ ঘটনাটি অনার কিলিং বা সম্মানরক্ষার্থে খুন কি না, সেটাও খতিয়ে দেখা হচ্ছে৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.