ETV Bharat / bharat

Amritpal Singh Arrested: মোগায় পুলিশি অভিযানে গ্রেফতার খালিস্তানি নেতা অমৃতপাল সিং - ওয়ারিস পঞ্জাব দে

শেষমেশ পুলিশের জালে ধরা পড়লেন অমৃতপাল সিং ৷ 18 মার্চ থেকে বিভিন্ন ছদ্মবেশে পালিয়ে বেড়াচ্ছিলেন ৷ মোগায় পুলিশি অভিযানে তাঁকে গ্রেফতার করল পুলিশ ৷

Amrit Pal Singh
অমৃতপাল সিং
author img

By

Published : Apr 23, 2023, 7:33 AM IST

Updated : Apr 23, 2023, 9:06 AM IST

মোগা, 23 এপ্রিল: ধরা পড়লেন অমৃতপাল সিং ৷ মোগার একটি গুরুদ্বারের সামনে থেকে তাঁকে গ্রেফতার করা হয়। 18 মার্চ থেকে তাঁকে খুঁজছিল পুলিশ ৷ আর তিনি ক্রমগাত পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন ৷ সূত্রের খবর, বিশেষ অভিযান চালিয়ে খালিস্তানি নেতাকে পাকড়াও করেছে পুলিশ ৷ তিনি খালিস্তানি সংগঠন ওয়ারিস পঞ্জাব দে-র প্রধান ৷ পঞ্জাব পুলিশ ও গোয়েন্দা সংস্থার যৌথ অভিযানে মোগা থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে ৷ সম্ভবত খালিস্তানি নেতাকে অসমের ডিব্রুগড়ে নিয়ে যাওয়া হবে ৷ অমৃতপাল সিংকে ধরতে সাতটি জেলার পুলিশ একসঙ্গে অভিযানে নেমেছিল ৷

গোপন সূত্রে খবর পেয়ে শনিবার থেকেই পুলিশে 50টিরও বেশি পুলিশের গাড়ি মোগা ও তার আশপাশের এলাকায় খালিস্তানপন্থী নেতা-কর্মীদের ধাওয়া করছিল ৷ সে সময় অমৃতপাল জলন্ধরের সাখোট তেহসিলের দিকে যাচ্ছিলেন বলে পুলিশ সূত্রে খবর ৷ শেষ পর্যন্ত বাইকে চড়ে পালানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন ৷ রাস্তাগুলি সরু হওয়ায় প্রথম দিকে তার সুবিধে হচ্ছিল বলে জানিয়েছে পুলিশ ৷ অমৃত পাল বারে বারে গাড়িও বদলাচ্ছিল ৷ কিন্তু আজ সকালে তাঁর সব চেষ্টা ব্যর্থ হল ৷ মোগার রোডেওয়াল গুরুদ্বারার সামনে থেকে ওয়ারিস পঞ্জাব দে-র প্রধানকে গ্রেফতার করে পঞ্জাব পুলিশ ৷

এর আগে 20 এপ্রিল অমৃত পাল সিংয়ের স্ত্রী কিরণদীপ কৌরকে আটক করে পুলিশ ৷ তিনি অমৃতসরের শ্রীগুরু রাম দাস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন ৷ বিমানবন্দর তাঁকে আটক করে পুলিশ ৷ প্রসঙ্গত তিনি ব্রিটিশ নাগরিক ৷ এ বছরের ফেব্রুয়ারিতে অমৃত পাল সিংয়ের সঙ্গে তাঁর বিয়ে হয় ৷

আরও পড়ুন: কোনও ভুল করেননি অমৃতপাল, বলছেন তাঁর এনআরআই স্ত্রী

শনিবারই অমৃতপাল সিং সক্রান্ত এক প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ বলেন, "কখনও কখনও এমনটা হয় ৷ আগে তিনি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছিলেন ৷ এখন আর তিনি এভাবে তাঁর কাজকর্ম চালাতে পারবেন না ৷" এরপরই গ্রেফতার হলেন অমৃতপাল । এর আগে 18 এপ্রিল পঞ্জাব ও দিল্লি পুলিশের যৌথ অভিযানে চরমপন্থী নেতা অমৃত পালের দুই সহযোগী মোহালি থেকে গ্রেফতার হয় ৷ আরও আগে 15 এপ্রিল পুলিশ ফতেহগড় সাহিব জেলার সারহিন্দ থেকে তাঁর ঘনিষ্ঠ সহযোগী যোগা সিংকে গ্রেফতার করে পুলিশ ৷ 10 এপ্রিল খালিস্তানপন্থী নেতা ও সহযোগী পাপলপ্রীত সিং পুলিশের হাতে ধরা পড়ে ৷

18 মার্চের পরে পুলিশ তাঁর সন্ধানে হন্যে হয়ে ঘুরছিল ৷ সেই সময় তাঁকে 'পলাতক' বলে ঘোষণা করে ৷ তাঁর দু'টি গাড়ি বাজেয়াপ্ত করে পুলিশ ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, অমৃত পাল সিংকে ধরতে গিয়ে পুলিশ এখনও পর্যন্ত 78 জনকে গ্রেফতার করেছে ৷ মাসখানেক আগে ওয়ারিস পঞ্জাব দে প্রধানের বিরুদ্ধে পঞ্জাব পুলিশ লুকআউট সারকুলার এবং জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল ৷

আরও পড়ুন: কীভাবে জনপ্রিয়তার শিখরে পৌঁছলেন অমৃতপাল ?

মোগা, 23 এপ্রিল: ধরা পড়লেন অমৃতপাল সিং ৷ মোগার একটি গুরুদ্বারের সামনে থেকে তাঁকে গ্রেফতার করা হয়। 18 মার্চ থেকে তাঁকে খুঁজছিল পুলিশ ৷ আর তিনি ক্রমগাত পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন ৷ সূত্রের খবর, বিশেষ অভিযান চালিয়ে খালিস্তানি নেতাকে পাকড়াও করেছে পুলিশ ৷ তিনি খালিস্তানি সংগঠন ওয়ারিস পঞ্জাব দে-র প্রধান ৷ পঞ্জাব পুলিশ ও গোয়েন্দা সংস্থার যৌথ অভিযানে মোগা থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে ৷ সম্ভবত খালিস্তানি নেতাকে অসমের ডিব্রুগড়ে নিয়ে যাওয়া হবে ৷ অমৃতপাল সিংকে ধরতে সাতটি জেলার পুলিশ একসঙ্গে অভিযানে নেমেছিল ৷

গোপন সূত্রে খবর পেয়ে শনিবার থেকেই পুলিশে 50টিরও বেশি পুলিশের গাড়ি মোগা ও তার আশপাশের এলাকায় খালিস্তানপন্থী নেতা-কর্মীদের ধাওয়া করছিল ৷ সে সময় অমৃতপাল জলন্ধরের সাখোট তেহসিলের দিকে যাচ্ছিলেন বলে পুলিশ সূত্রে খবর ৷ শেষ পর্যন্ত বাইকে চড়ে পালানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন ৷ রাস্তাগুলি সরু হওয়ায় প্রথম দিকে তার সুবিধে হচ্ছিল বলে জানিয়েছে পুলিশ ৷ অমৃত পাল বারে বারে গাড়িও বদলাচ্ছিল ৷ কিন্তু আজ সকালে তাঁর সব চেষ্টা ব্যর্থ হল ৷ মোগার রোডেওয়াল গুরুদ্বারার সামনে থেকে ওয়ারিস পঞ্জাব দে-র প্রধানকে গ্রেফতার করে পঞ্জাব পুলিশ ৷

এর আগে 20 এপ্রিল অমৃত পাল সিংয়ের স্ত্রী কিরণদীপ কৌরকে আটক করে পুলিশ ৷ তিনি অমৃতসরের শ্রীগুরু রাম দাস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন ৷ বিমানবন্দর তাঁকে আটক করে পুলিশ ৷ প্রসঙ্গত তিনি ব্রিটিশ নাগরিক ৷ এ বছরের ফেব্রুয়ারিতে অমৃত পাল সিংয়ের সঙ্গে তাঁর বিয়ে হয় ৷

আরও পড়ুন: কোনও ভুল করেননি অমৃতপাল, বলছেন তাঁর এনআরআই স্ত্রী

শনিবারই অমৃতপাল সিং সক্রান্ত এক প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ বলেন, "কখনও কখনও এমনটা হয় ৷ আগে তিনি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছিলেন ৷ এখন আর তিনি এভাবে তাঁর কাজকর্ম চালাতে পারবেন না ৷" এরপরই গ্রেফতার হলেন অমৃতপাল । এর আগে 18 এপ্রিল পঞ্জাব ও দিল্লি পুলিশের যৌথ অভিযানে চরমপন্থী নেতা অমৃত পালের দুই সহযোগী মোহালি থেকে গ্রেফতার হয় ৷ আরও আগে 15 এপ্রিল পুলিশ ফতেহগড় সাহিব জেলার সারহিন্দ থেকে তাঁর ঘনিষ্ঠ সহযোগী যোগা সিংকে গ্রেফতার করে পুলিশ ৷ 10 এপ্রিল খালিস্তানপন্থী নেতা ও সহযোগী পাপলপ্রীত সিং পুলিশের হাতে ধরা পড়ে ৷

18 মার্চের পরে পুলিশ তাঁর সন্ধানে হন্যে হয়ে ঘুরছিল ৷ সেই সময় তাঁকে 'পলাতক' বলে ঘোষণা করে ৷ তাঁর দু'টি গাড়ি বাজেয়াপ্ত করে পুলিশ ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, অমৃত পাল সিংকে ধরতে গিয়ে পুলিশ এখনও পর্যন্ত 78 জনকে গ্রেফতার করেছে ৷ মাসখানেক আগে ওয়ারিস পঞ্জাব দে প্রধানের বিরুদ্ধে পঞ্জাব পুলিশ লুকআউট সারকুলার এবং জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল ৷

আরও পড়ুন: কীভাবে জনপ্রিয়তার শিখরে পৌঁছলেন অমৃতপাল ?

Last Updated : Apr 23, 2023, 9:06 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.