নয়াদিল্লি, 23 জানুয়ারি : নেতাজি সভাষচন্দ্র বসুর 125তম জন্ম জয়ন্তী উপলক্ষে রবিবার দিল্লির ইন্ডিয়া গেটে নেতাজির থ্রি-ডি হলোগ্রাম মূর্তির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi unveils hologram statue of Netaji Subhas Chandra Bose at India Gate) ৷ এদিনের মঞ্চ থেকে নাম না করেই ফের কংগ্রেসকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী ৷ এদিন তিনি বলেন, "এটা দুর্ভাগ্যজনক যে দেশে স্বাধীন হওয়ার পর অনেক মহান ব্যক্তির অবদানকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে ৷ দেশের স্বাধীনতা সংগ্রামে লাখ লাখ দেশবাসীর অবদান ছিল কিন্তু তাঁদের ইতিহাসও ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে ৷ কিন্তু আজ সেই ভুল সংশোধন করছে দেশ ৷ "
বিজেপির তরফ থেকে মাঝে মাঝেই বলা হয় কংগ্রেস শুধুমাত্র গান্ধি-নেহেরু পরিবার ও তাঁদের ঘনিষ্ঠদেরই এতবছর ধরে প্রাধান্য দিয়ে এসেছে, দেশের স্বাধীনতার ইতিহাসের বর্ণনাতেও সকলকে প্রাপ্য সম্মান দেয়নি কংগ্রেস ৷ এদিন মঞ্চ থেকে প্রধানমন্ত্রী কার্যত ফের একবার সেই দিকেই ইঙ্গিত করলেন বলে মনে করা হচ্ছে ৷ নেতেজির পাশাপাশি এদিন তাঁর মুখে আম্বেদকর, সর্দার বল্লব ভাই প্যাটেল, বিরষা মুন্ডার নাম শোনা গেলেও জওহরলাল নেহেরুর নাম শোনা যায়নি ৷ 2 দিন আগেই নিভিয়ে দেওয়া হয়েছে ইন্দির গান্ধির আমলে তৈরি হওয়া ইন্ডিয়া গেটের অমর জওয়ান জ্যোতি ৷ যা নিয়ে প্রধানমন্ত্রীকে একহাত নিয়েছিল কংগ্রেস ৷ দেশের ইতিহাস মেটাতে চাইছেন মোদি এই অভিযোগ উঠেছিল, মনে করা হচ্ছে এদিন তারই জবাব দিলেন প্রধানমন্ত্রী ৷
-
#WATCH | Prime Minister Narendra Modi unveiled hologram statue of Netaji Subhas Chandra Bose at India Gate on his 125th birth anniversary #ParakramDiwas pic.twitter.com/vGQMSzLgfc
— ANI (@ANI) January 23, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#WATCH | Prime Minister Narendra Modi unveiled hologram statue of Netaji Subhas Chandra Bose at India Gate on his 125th birth anniversary #ParakramDiwas pic.twitter.com/vGQMSzLgfc
— ANI (@ANI) January 23, 2022#WATCH | Prime Minister Narendra Modi unveiled hologram statue of Netaji Subhas Chandra Bose at India Gate on his 125th birth anniversary #ParakramDiwas pic.twitter.com/vGQMSzLgfc
— ANI (@ANI) January 23, 2022
ইন্ডিয়া গেটের কাছে আপাতত নেতাজির হলোগ্রাম মূর্তি থাকলেও, ভবিষ্যতে সেখানে গ্রাফাইটের নেতাজি মূর্তি বসবে বলে এদিন নরেন্দ্র মোদি জানান ৷ তিনি বলেন, "নেতাজি স্বাধীনতা ভিক্ষা পাওয়া নয়, তা অর্জন করায় বিশ্বাসী ছিলেন ৷ সেটা করে দেখিয়েছিলেন ৷ তাঁর নেতৃত্বেই প্রথম স্বাধীন সরকার গঠিত হয়েছিল ৷ তাঁর এই আদর্শ নিয়ে দেশ এগিয়ে চলেছে ৷ নেতাজির স্বপ্নের ভারত একদিন গড়ে উঠবে ৷ স্বাধীনতার 100 বছর পূর্তির আগে নতুন ভারত জন্ম নেবে৷ তাঁর এই মূর্তি দেশের প্রতি আমাদের কর্তব্য মনে করাবে, আমাদের প্রেরণা দেবে ৷ রাষ্ট্রবাদ ও রাষ্ট্রচেতনাকে জাগিয়ে তুলতে হবে৷ "
আরও পড়ুন : বাংলায় হবে যোজনা কমিশন, নেতাজির জন্মদিনে কেন্দ্রকে বিঁধলেন মমতা
নেতাজি সম্পর্কিত গোপন ফাইল প্রকাশ করতে পেরে তাঁর সরকার গর্বিত বলেও এদিন মন্তব্য করেন প্রধানমন্ত্রী ৷ এদিন প্রধানমন্ত্রী দাবি করেন, তিনি গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন ভুজে যে ভূমিকম্প হয় তারপরেই বিপর্যয় মোকাবিলায় গুরুত্ব দেওয়া শুরু হয় ৷ পরে গুজরাত মডেল দেখেই 2005 সালে দেশে কংগ্রেস সরকার বিপর্যয় মোকাবিলা আইন ও বাহিনী গড়ে তোলে ৷ 2014 সালের পর এই বাহিনার ক্ষমতা আরও বেড়েছে বলে তাঁর দাবি ৷