ETV Bharat / bharat

Narendra Modi on Netaji Birth Anniversary : এতদিন স্বাধীনতা সংগ্রামীদের ভোলানোর চেষ্টা হয়েছে, নেতাজি স্মরণ মঞ্চ থেকে কংগ্রেসকে খোঁচা মোদির - "দেশের স্বাধীনতা সংগ্রামীদের ভোলানোর চেষ্টা হয়েছে, সেই ভুল সংশোধন হচ্ছে", নেতাজি স্মরণের মঞ্চ থেকে কংগ্রেসকে খোঁচা মোদির

এদিনের মঞ্চ থেকে নাম না করেই ফের কংগ্রেসকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী (PM Narendra Modi criticises Congress) ৷

Narendra Modi on Netaji Birth Anniversary
নেতাজি স্মরণের মঞ্চ থেকে কংগ্রেসকে খোঁচা মোদির
author img

By

Published : Jan 23, 2022, 7:20 PM IST

Updated : Jan 23, 2022, 8:51 PM IST

নয়াদিল্লি, 23 জানুয়ারি : নেতাজি সভাষচন্দ্র বসুর 125তম জন্ম জয়ন্তী উপলক্ষে রবিবার দিল্লির ইন্ডিয়া গেটে নেতাজির থ্রি-ডি হলোগ্রাম মূর্তির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi unveils hologram statue of Netaji Subhas Chandra Bose at India Gate) ৷ এদিনের মঞ্চ থেকে নাম না করেই ফের কংগ্রেসকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী ৷ এদিন তিনি বলেন, "এটা দুর্ভাগ্যজনক যে দেশে স্বাধীন হওয়ার পর অনেক মহান ব্যক্তির অবদানকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে ৷ দেশের স্বাধীনতা সংগ্রামে লাখ লাখ দেশবাসীর অবদান ছিল কিন্তু তাঁদের ইতিহাসও ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে ৷ কিন্তু আজ সেই ভুল সংশোধন করছে দেশ ৷ "

বিজেপির তরফ থেকে মাঝে মাঝেই বলা হয় কংগ্রেস শুধুমাত্র গান্ধি-নেহেরু পরিবার ও তাঁদের ঘনিষ্ঠদেরই এতবছর ধরে প্রাধান্য দিয়ে এসেছে, দেশের স্বাধীনতার ইতিহাসের বর্ণনাতেও সকলকে প্রাপ্য সম্মান দেয়নি কংগ্রেস ৷ এদিন মঞ্চ থেকে প্রধানমন্ত্রী কার্যত ফের একবার সেই দিকেই ইঙ্গিত করলেন বলে মনে করা হচ্ছে ৷ নেতেজির পাশাপাশি এদিন তাঁর মুখে আম্বেদকর, সর্দার বল্লব ভাই প্যাটেল, বিরষা মুন্ডার নাম শোনা গেলেও জওহরলাল নেহেরুর নাম শোনা যায়নি ৷ 2 দিন আগেই নিভিয়ে দেওয়া হয়েছে ইন্দির গান্ধির আমলে তৈরি হওয়া ইন্ডিয়া গেটের অমর জওয়ান জ্যোতি ৷ যা নিয়ে প্রধানমন্ত্রীকে একহাত নিয়েছিল কংগ্রেস ৷ দেশের ইতিহাস মেটাতে চাইছেন মোদি এই অভিযোগ উঠেছিল, মনে করা হচ্ছে এদিন তারই জবাব দিলেন প্রধানমন্ত্রী ৷

ইন্ডিয়া গেটের কাছে আপাতত নেতাজির হলোগ্রাম মূর্তি থাকলেও, ভবিষ্যতে সেখানে গ্রাফাইটের নেতাজি মূর্তি বসবে বলে এদিন নরেন্দ্র মোদি জানান ৷ তিনি বলেন, "নেতাজি স্বাধীনতা ভিক্ষা পাওয়া নয়, তা অর্জন করায় বিশ্বাসী ছিলেন ৷ সেটা করে দেখিয়েছিলেন ৷ তাঁর নেতৃত্বেই প্রথম স্বাধীন সরকার গঠিত হয়েছিল ৷ তাঁর এই আদর্শ নিয়ে দেশ এগিয়ে চলেছে ৷ নেতাজির স্বপ্নের ভারত একদিন গড়ে উঠবে ৷ স্বাধীনতার 100 বছর পূর্তির আগে নতুন ভারত জন্ম নেবে৷ তাঁর এই মূর্তি দেশের প্রতি আমাদের কর্তব্য মনে করাবে, আমাদের প্রেরণা দেবে ৷ রাষ্ট্রবাদ ও রাষ্ট্রচেতনাকে জাগিয়ে তুলতে হবে৷ "

আরও পড়ুন : বাংলায় হবে যোজনা কমিশন, নেতাজির জন্মদিনে কেন্দ্রকে বিঁধলেন মমতা

নেতাজি সম্পর্কিত গোপন ফাইল প্রকাশ করতে পেরে তাঁর সরকার গর্বিত বলেও এদিন মন্তব্য করেন প্রধানমন্ত্রী ৷ এদিন প্রধানমন্ত্রী দাবি করেন, তিনি গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন ভুজে যে ভূমিকম্প হয় তারপরেই বিপর্যয় মোকাবিলায় গুরুত্ব দেওয়া শুরু হয় ৷ পরে গুজরাত মডেল দেখেই 2005 সালে দেশে কংগ্রেস সরকার বিপর্যয় মোকাবিলা আইন ও বাহিনী গড়ে তোলে ৷ 2014 সালের পর এই বাহিনার ক্ষমতা আরও বেড়েছে বলে তাঁর দাবি ৷

নয়াদিল্লি, 23 জানুয়ারি : নেতাজি সভাষচন্দ্র বসুর 125তম জন্ম জয়ন্তী উপলক্ষে রবিবার দিল্লির ইন্ডিয়া গেটে নেতাজির থ্রি-ডি হলোগ্রাম মূর্তির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi unveils hologram statue of Netaji Subhas Chandra Bose at India Gate) ৷ এদিনের মঞ্চ থেকে নাম না করেই ফের কংগ্রেসকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী ৷ এদিন তিনি বলেন, "এটা দুর্ভাগ্যজনক যে দেশে স্বাধীন হওয়ার পর অনেক মহান ব্যক্তির অবদানকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে ৷ দেশের স্বাধীনতা সংগ্রামে লাখ লাখ দেশবাসীর অবদান ছিল কিন্তু তাঁদের ইতিহাসও ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে ৷ কিন্তু আজ সেই ভুল সংশোধন করছে দেশ ৷ "

বিজেপির তরফ থেকে মাঝে মাঝেই বলা হয় কংগ্রেস শুধুমাত্র গান্ধি-নেহেরু পরিবার ও তাঁদের ঘনিষ্ঠদেরই এতবছর ধরে প্রাধান্য দিয়ে এসেছে, দেশের স্বাধীনতার ইতিহাসের বর্ণনাতেও সকলকে প্রাপ্য সম্মান দেয়নি কংগ্রেস ৷ এদিন মঞ্চ থেকে প্রধানমন্ত্রী কার্যত ফের একবার সেই দিকেই ইঙ্গিত করলেন বলে মনে করা হচ্ছে ৷ নেতেজির পাশাপাশি এদিন তাঁর মুখে আম্বেদকর, সর্দার বল্লব ভাই প্যাটেল, বিরষা মুন্ডার নাম শোনা গেলেও জওহরলাল নেহেরুর নাম শোনা যায়নি ৷ 2 দিন আগেই নিভিয়ে দেওয়া হয়েছে ইন্দির গান্ধির আমলে তৈরি হওয়া ইন্ডিয়া গেটের অমর জওয়ান জ্যোতি ৷ যা নিয়ে প্রধানমন্ত্রীকে একহাত নিয়েছিল কংগ্রেস ৷ দেশের ইতিহাস মেটাতে চাইছেন মোদি এই অভিযোগ উঠেছিল, মনে করা হচ্ছে এদিন তারই জবাব দিলেন প্রধানমন্ত্রী ৷

ইন্ডিয়া গেটের কাছে আপাতত নেতাজির হলোগ্রাম মূর্তি থাকলেও, ভবিষ্যতে সেখানে গ্রাফাইটের নেতাজি মূর্তি বসবে বলে এদিন নরেন্দ্র মোদি জানান ৷ তিনি বলেন, "নেতাজি স্বাধীনতা ভিক্ষা পাওয়া নয়, তা অর্জন করায় বিশ্বাসী ছিলেন ৷ সেটা করে দেখিয়েছিলেন ৷ তাঁর নেতৃত্বেই প্রথম স্বাধীন সরকার গঠিত হয়েছিল ৷ তাঁর এই আদর্শ নিয়ে দেশ এগিয়ে চলেছে ৷ নেতাজির স্বপ্নের ভারত একদিন গড়ে উঠবে ৷ স্বাধীনতার 100 বছর পূর্তির আগে নতুন ভারত জন্ম নেবে৷ তাঁর এই মূর্তি দেশের প্রতি আমাদের কর্তব্য মনে করাবে, আমাদের প্রেরণা দেবে ৷ রাষ্ট্রবাদ ও রাষ্ট্রচেতনাকে জাগিয়ে তুলতে হবে৷ "

আরও পড়ুন : বাংলায় হবে যোজনা কমিশন, নেতাজির জন্মদিনে কেন্দ্রকে বিঁধলেন মমতা

নেতাজি সম্পর্কিত গোপন ফাইল প্রকাশ করতে পেরে তাঁর সরকার গর্বিত বলেও এদিন মন্তব্য করেন প্রধানমন্ত্রী ৷ এদিন প্রধানমন্ত্রী দাবি করেন, তিনি গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন ভুজে যে ভূমিকম্প হয় তারপরেই বিপর্যয় মোকাবিলায় গুরুত্ব দেওয়া শুরু হয় ৷ পরে গুজরাত মডেল দেখেই 2005 সালে দেশে কংগ্রেস সরকার বিপর্যয় মোকাবিলা আইন ও বাহিনী গড়ে তোলে ৷ 2014 সালের পর এই বাহিনার ক্ষমতা আরও বেড়েছে বলে তাঁর দাবি ৷

Last Updated : Jan 23, 2022, 8:51 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.