ETV Bharat / bharat

Border Dispute : সীমান্ত বিবাদ মেটাতে অসমের বিজেপি সাংসদদের সঙ্গে কথা মোদির

আজ বিজেপি সাংসদদের তরফে প্রধানমন্ত্রীর কাছে পেশ করা স্মারকলিপিতে কংগ্রেসের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে ৷ যেখানে সীমানা নিয়ে দুই রাজ্যের মধ্যে চলা সংঘর্ষে কংগ্রেস ভূমিকা হিংসাত্মক এবং সন্দেহজনক বলে উল্লেখ করা হয়েছে ৷ প্রসঙ্গত, আজ সকালে মিজোরামের রাজ্যপাল হরি বাবু কামভামপতি প্রধানমন্ত্রীর সঙ্গে একান্তে দেখা করেন ৷

pm-narendra modi-meets-assam-mps-over-assam-mizoram-border-dispute
অসম-মিজোরাম সীমানা বিবাদে অসমের বিজেপি সাংসদদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর
author img

By

Published : Aug 2, 2021, 3:09 PM IST

Updated : Aug 2, 2021, 4:24 PM IST

নয়াদিল্লি, 2 অগস্ট : অসম-মিজোরাম সীমানা সংক্রান্ত সমস্যা (Assam Mizoram border dispute) নিয়ে অসমের সাংসদদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (NARENDRA MODI) ৷ আজ সংসদ ভবনে অসমের দুই কক্ষের সাংসদদের নিয়ে জরুরি এই বৈঠক হয় বলে সূত্রের খবর ৷ যেখানে দুই রাজ্যের সীমানাকে কেন্দ্র করে গত 26 জুলাই অসম ও মিজোরাম পুলিশের মধ্যে হওয়া সংঘর্ষ নিয়ে আলোচনা হয় ৷ পাশাপাশি উত্তর-পূর্ব ভারতের বিজেপি সাংসদরা প্রধানমন্ত্রীর কাছে একটি স্মারকলিপি জমা দেন ৷ যেখানে অসম-মিজোরাম সীমানা সহ উত্তর-পূর্ব ভারতের একাধিক সমস্য়াকে তুলে ধরা হয়েছে ৷

আজ বিজেপি সাংসদদের তরফে প্রধানমন্ত্রীর কাছে পেশ করা স্মারকলিপিতে কংগ্রেসের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে ৷ যেখানে সীমানা নিয়ে দুই রাজ্যের মধ্যে চলা সংঘর্ষে কংগ্রেস ভূমিকা হিংসাত্মক এবং সন্দেহজনক বলে উল্লেখ করা হয়েছে ৷ প্রসঙ্গত, আজ সকালে মিজোরামের রাজ্যপাল হরি বাবু কামভামপতি প্রধানমন্ত্রীর সঙ্গে একান্তে দেখা করেন ৷ যেখানে অসম-মিজোরাম সীমানা পরিস্থিতি নিয়ে দু’জনের কথা হয় বলে সূত্রের খবর ৷ আজ সন্ধ্যায় এ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র সঙ্গেও তাঁর বৈঠক করার কথা ৷

প্রসঙ্গত, অসমের মুখ্য়মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং মিজোরাম এর মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গার সঙ্গে ফোনে কথা বলেন ৷ যেখানে দুই রাজ্যের মুখ্যমন্ত্রীদের আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সীমানা সংক্রান্ত বিবাদের মীমাংসা করতে নির্দেশ দেন অমিত শাহ ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশের পরেই দুই রাজ্যের মুখ্যমন্ত্রী শান্তির বার্তা দিয়ে, আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের কথা বলেন ৷ যেখানে হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছিলেন, অসম-মিজোরাম সীমানায় পরিস্থিতি উত্তপ্ত করার অভিযোগে মিজোরাম এর রাজ্যসভার সাংসদ কে ভানলালভেনার বিরুদ্ধে যে এফআইআর দায়ের করা হয়েছিল, তা প্রত্যাহার করা হবে ৷

আরও পড়ুন : Border Clash : মিজ়ো সাংসদের বিরুদ্ধে এফআইআর প্রত্যাহারের নির্দেশ অসমের মুখ্যমন্ত্রীর

পাশাপাশি হিমন্ত বিশ্ব শর্মা এ নিয়ে একটি টুইট করেন ৷ যেখানে তিনি লিখেছিলেন, ‘‘অসম-মিজোরাম সীমানায় যা ঘটেছে তা দুই রাজ্যের মানুষের কাছে গ্রহণযোগ্য নয় ৷ মিজোরাম এর মুখ্যমন্ত্রী আমাকে ফোন করে এ নিয়ে আশ্বস্থ্য করেছেন ৷ যেখানে সীমানা নিয়ে তৈরি হওয়া সমস্যার সমাধান শুধুমাত্র আলোচনার মাধ্যমেই করা হবে ৷’’ হিমন্ত বিশ্ব শর্মার করা এই টুইটটি পরে মিজোরাম এর মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা শেয়ারও করেন ৷

নয়াদিল্লি, 2 অগস্ট : অসম-মিজোরাম সীমানা সংক্রান্ত সমস্যা (Assam Mizoram border dispute) নিয়ে অসমের সাংসদদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (NARENDRA MODI) ৷ আজ সংসদ ভবনে অসমের দুই কক্ষের সাংসদদের নিয়ে জরুরি এই বৈঠক হয় বলে সূত্রের খবর ৷ যেখানে দুই রাজ্যের সীমানাকে কেন্দ্র করে গত 26 জুলাই অসম ও মিজোরাম পুলিশের মধ্যে হওয়া সংঘর্ষ নিয়ে আলোচনা হয় ৷ পাশাপাশি উত্তর-পূর্ব ভারতের বিজেপি সাংসদরা প্রধানমন্ত্রীর কাছে একটি স্মারকলিপি জমা দেন ৷ যেখানে অসম-মিজোরাম সীমানা সহ উত্তর-পূর্ব ভারতের একাধিক সমস্য়াকে তুলে ধরা হয়েছে ৷

আজ বিজেপি সাংসদদের তরফে প্রধানমন্ত্রীর কাছে পেশ করা স্মারকলিপিতে কংগ্রেসের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে ৷ যেখানে সীমানা নিয়ে দুই রাজ্যের মধ্যে চলা সংঘর্ষে কংগ্রেস ভূমিকা হিংসাত্মক এবং সন্দেহজনক বলে উল্লেখ করা হয়েছে ৷ প্রসঙ্গত, আজ সকালে মিজোরামের রাজ্যপাল হরি বাবু কামভামপতি প্রধানমন্ত্রীর সঙ্গে একান্তে দেখা করেন ৷ যেখানে অসম-মিজোরাম সীমানা পরিস্থিতি নিয়ে দু’জনের কথা হয় বলে সূত্রের খবর ৷ আজ সন্ধ্যায় এ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র সঙ্গেও তাঁর বৈঠক করার কথা ৷

প্রসঙ্গত, অসমের মুখ্য়মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং মিজোরাম এর মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গার সঙ্গে ফোনে কথা বলেন ৷ যেখানে দুই রাজ্যের মুখ্যমন্ত্রীদের আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সীমানা সংক্রান্ত বিবাদের মীমাংসা করতে নির্দেশ দেন অমিত শাহ ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশের পরেই দুই রাজ্যের মুখ্যমন্ত্রী শান্তির বার্তা দিয়ে, আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের কথা বলেন ৷ যেখানে হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছিলেন, অসম-মিজোরাম সীমানায় পরিস্থিতি উত্তপ্ত করার অভিযোগে মিজোরাম এর রাজ্যসভার সাংসদ কে ভানলালভেনার বিরুদ্ধে যে এফআইআর দায়ের করা হয়েছিল, তা প্রত্যাহার করা হবে ৷

আরও পড়ুন : Border Clash : মিজ়ো সাংসদের বিরুদ্ধে এফআইআর প্রত্যাহারের নির্দেশ অসমের মুখ্যমন্ত্রীর

পাশাপাশি হিমন্ত বিশ্ব শর্মা এ নিয়ে একটি টুইট করেন ৷ যেখানে তিনি লিখেছিলেন, ‘‘অসম-মিজোরাম সীমানায় যা ঘটেছে তা দুই রাজ্যের মানুষের কাছে গ্রহণযোগ্য নয় ৷ মিজোরাম এর মুখ্যমন্ত্রী আমাকে ফোন করে এ নিয়ে আশ্বস্থ্য করেছেন ৷ যেখানে সীমানা নিয়ে তৈরি হওয়া সমস্যার সমাধান শুধুমাত্র আলোচনার মাধ্যমেই করা হবে ৷’’ হিমন্ত বিশ্ব শর্মার করা এই টুইটটি পরে মিজোরাম এর মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা শেয়ারও করেন ৷

Last Updated : Aug 2, 2021, 4:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.