ETV Bharat / bharat

18th ASEAN-India Summit : আসিয়ান সম্মেলনে গোষ্ঠীভুক্ত দেশগুলির সঙ্গে মত বিনিময় প্রধানমন্ত্রীর

author img

By

Published : Oct 28, 2021, 8:08 PM IST

18তম আসিয়ান-ভারত সম্মেলনে গোষ্ঠীভুক্ত দেশগুলির সঙ্গে মত বিনিময় করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বৃহস্পতিবার এই ভার্চুয়াল সম্মেলনের আয়োজন করা হয় ৷

PM Narendra Modi exchanged views on regional and global issues with ASEAN partners at 18th ASEAN-India Summit
18th ASEAN-India Summit : আসিয়ান সম্মেলনে গোষ্ঠীভুক্ত দেশগুলির সঙ্গে মত বিনিময় প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, 28 অক্টোবর : আঞ্চলিক বিভিন্ন বিষয়ের পাশাপাশি বিশ্বব্যাপী নানা ইস্যু নিয়েও নিজের মত প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ বৃহস্পতিবার 18তম আসিয়ান-ভারত সম্মেলনে (ASEAN-India Summit) যোগদান করেন তিনি ৷ সেখানেই আসিয়ান গোষ্ঠীভুক্ত দেশগুলির প্রতিনিধিদের সঙ্গে নিজের মত বিনিময় করেন ভারতের প্রধানমন্ত্রী ৷ এদিনের ভার্চুয়াল বৈঠকে মোদি জানান, 2022 সালটিকে ‘ভারত-আসিয়ান বন্ধুত্ব বছর’ হিসাবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ 30 বছরের সম্পর্ককে সম্মান জানাতেই এই পদক্ষেপ করা হয়েছে ৷

আরও পড়ুন : Narendra Modi : জি-20 সম্মেলনের আগেই পোপ ফ্রান্সিসের সঙ্গে দেখা করতে পারেন মোদি

এদিন এই প্রসঙ্গে একটি টুইট করেন নরেন্দ্র মোদি ৷ তিনি লেখেন, ‘‘আজকে 18তম আসিয়ান-ভারত সম্মেলনে অংশগ্রহণ করলাম ৷ আঞ্চলিক এবং বিশ্বের সমস্যাগুলি নিয়ে আমাদের সহযোগী দেশগুলির সঙ্গে মত বিনিময় হল ৷ আসিয়ানের সঙ্গে কৌশলী সম্পর্ককে ভারত অত্যন্ত গুরুত্ব দেয় ৷ 30 বছরের এই সম্পর্ককে সম্মান জানাতেই 2022 সালটিকে আমরা ‘ভারত-আসিয়ান বন্ধুত্ব বছর’ হিসাবে পালন করার সিদ্ধান্ত নিয়েছি ৷’’

প্রসঙ্গত, 2005 সাল থেকে পূর্ব এশিয়ায় বিভিন্ন দেশের নীতি নির্ধারণের ক্ষেত্রে আসিয়ান গোষ্ঠীভুক্ত দেশগুলি অত্যন্ত গুরুত্ব ভূমিকা পালন করেছে ৷ ভারত-প্রশান্ত মহাসাগরীয় এলাকাতেও আসিয়ান-ভারত সম্মেলনের প্রভাব অনস্বীকার্য ৷ 10টি আসিয়ান রাষ্ট্র ছাড়াও এই গোষ্ঠীতে রয়েছে ভারত, চিন, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া ৷

আরও পড়ুন : PM Narendra Modi : এবার গোটা বিশ্ব ভারতকে করোনা সুরক্ষিত ভাববে : নরেন্দ্র মোদি

এর আগে গত বছরের নভেম্বর মাসে 17তম আসিয়ান-ভারত সম্মেলনের আয়োজন করা হয়েছিল ৷ ভার্চুয়াল সেই আয়োজনেও ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তারপর চলতি বছরের অগস্ট মাসে আসিয়ান গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীরা একটি বৈঠক করেন ৷ সেখানে ভারতের প্রতিনিধিত্ব করেন বিদেশমন্ত্রী এ জয়শঙ্কর ৷

নয়াদিল্লি, 28 অক্টোবর : আঞ্চলিক বিভিন্ন বিষয়ের পাশাপাশি বিশ্বব্যাপী নানা ইস্যু নিয়েও নিজের মত প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ বৃহস্পতিবার 18তম আসিয়ান-ভারত সম্মেলনে (ASEAN-India Summit) যোগদান করেন তিনি ৷ সেখানেই আসিয়ান গোষ্ঠীভুক্ত দেশগুলির প্রতিনিধিদের সঙ্গে নিজের মত বিনিময় করেন ভারতের প্রধানমন্ত্রী ৷ এদিনের ভার্চুয়াল বৈঠকে মোদি জানান, 2022 সালটিকে ‘ভারত-আসিয়ান বন্ধুত্ব বছর’ হিসাবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ 30 বছরের সম্পর্ককে সম্মান জানাতেই এই পদক্ষেপ করা হয়েছে ৷

আরও পড়ুন : Narendra Modi : জি-20 সম্মেলনের আগেই পোপ ফ্রান্সিসের সঙ্গে দেখা করতে পারেন মোদি

এদিন এই প্রসঙ্গে একটি টুইট করেন নরেন্দ্র মোদি ৷ তিনি লেখেন, ‘‘আজকে 18তম আসিয়ান-ভারত সম্মেলনে অংশগ্রহণ করলাম ৷ আঞ্চলিক এবং বিশ্বের সমস্যাগুলি নিয়ে আমাদের সহযোগী দেশগুলির সঙ্গে মত বিনিময় হল ৷ আসিয়ানের সঙ্গে কৌশলী সম্পর্ককে ভারত অত্যন্ত গুরুত্ব দেয় ৷ 30 বছরের এই সম্পর্ককে সম্মান জানাতেই 2022 সালটিকে আমরা ‘ভারত-আসিয়ান বন্ধুত্ব বছর’ হিসাবে পালন করার সিদ্ধান্ত নিয়েছি ৷’’

প্রসঙ্গত, 2005 সাল থেকে পূর্ব এশিয়ায় বিভিন্ন দেশের নীতি নির্ধারণের ক্ষেত্রে আসিয়ান গোষ্ঠীভুক্ত দেশগুলি অত্যন্ত গুরুত্ব ভূমিকা পালন করেছে ৷ ভারত-প্রশান্ত মহাসাগরীয় এলাকাতেও আসিয়ান-ভারত সম্মেলনের প্রভাব অনস্বীকার্য ৷ 10টি আসিয়ান রাষ্ট্র ছাড়াও এই গোষ্ঠীতে রয়েছে ভারত, চিন, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া ৷

আরও পড়ুন : PM Narendra Modi : এবার গোটা বিশ্ব ভারতকে করোনা সুরক্ষিত ভাববে : নরেন্দ্র মোদি

এর আগে গত বছরের নভেম্বর মাসে 17তম আসিয়ান-ভারত সম্মেলনের আয়োজন করা হয়েছিল ৷ ভার্চুয়াল সেই আয়োজনেও ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তারপর চলতি বছরের অগস্ট মাসে আসিয়ান গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীরা একটি বৈঠক করেন ৷ সেখানে ভারতের প্রতিনিধিত্ব করেন বিদেশমন্ত্রী এ জয়শঙ্কর ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.