নয়াদিল্লি, 28 অগস্ট: দেশের ফার্মাসিউটিক্যাল ও অটোমোবাইল শিল্পের অগ্রগতি হচ্ছে দ্রুত ৷ এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সোমবার রোজগার মেলা থেকে নিয়োগপত্র তুলে দেওয়ার অনুষ্ঠান বক্তৃতা করতে গিয়ে তিনি এই কথা বলেন ৷ কেন দ্রুতগতিতে এগোচ্ছে এই দুই শিল্প, সেই ব্যাখ্যাও দিয়েছেন প্রধানমন্ত্রী ৷ তিনি জানিয়েছেন, ভারতের অর্থনীতি একাধিক ক্ষেত্রে তরুণ প্রজন্মের এগিয়ে যাওয়ার অনেক পথ তৈরি করছে ৷ সেই কারণে এই অগ্রগতি হচ্ছে ৷
সোমবার পঞ্জাবের জলন্ধরে আয়োজিত হয়েছিল রোজগার মেলা ৷ গত বছর অক্টোবরে শুরু হওয়া এই মেলার এটা 46তম সংস্করণ ৷ নয়াদিল্লি থেকে ভার্চুয়ালি এই মেলায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ৷ তিনি ভার্চুয়ালি উপস্থিত থেকে চাকরি পাওয়া 51 হাজার জনকে নিয়োগপত্র দেন ৷ তার পর ভাষণ দিতে গিয়ে দেশের ফার্মাসিউটিক্যাল ও অটোমোবাইল শিল্পের অগ্রগতির কথা বলেন ৷
প্রধানমন্ত্রী আরও জানান, ফার্মা ও অটোমোবাইল সেক্টরের পাশাপাশি পর্যটনও প্রচুর সুযোগ তৈরি করছে ৷ 2030 সালের মধ্যে ভারতীয় অর্থনীতিতে 20 লক্ষ কোটি টাকারও বেশি অবদান রাখতে পারে পর্যটন শিল্প । প্রায় 13 থেকে 14 কোটি নতুন কর্মসংস্থান তৈরি হতে পারে এই শিল্পে । তিনি আরও জানান, ভারত এই দশকে বিশ্বের শীর্ষ তিনটি অর্থনীতির মধ্যে একটি হয়ে উঠবে ৷ এই লক্ষ্যে যাতে পৌঁছানো যায়, তা নিশ্চিত করার দায়িত্ব তিনি নিজের কাঁধে নিচ্ছেন ।
এ দিন যাঁদের হাতে নিয়োগপত্র দেওয়া হল, তাঁদের অমৃত রক্ষক বলে অবিহিত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ কারণ, আগামী 25 বছর স্বাধীনতার শতবর্ষের পৌঁছানোর এই অমৃতকালে তাঁরা দেশের সেবা করার সুযোগ পেতে চলেছেন নিজেদের কাজের মাধ্যমে ৷
এই নতুন নিয়োগপ্রাপ্তদের বিভিন্ন কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীতে (সিএপিএফ) নিয়োগ করা হয়েছে৷ তালিকায় রয়েছে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ), সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ), বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ), সশস্ত্র সীমা বল (এসএসবি), অসম রাইফেলস, আইটিবিপি ও নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)৷ পাশাপাশি দিল্লি পুলিশেও অনেকে নিয়োগ পেয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে বিভিন্ন বাহিনীতে কনস্টেবল (জেনারেল ডিউটি), সাব-ইন্সপেক্টর (জেনারেল ডিউটি) এবং নন-জেনারেল ডিউটি ক্যাডার পদে নিয়োগ করা হয়েছে এই 51 হাজারকে ৷
আরও পড়ুন: 'দারিদ্র্যতা থেকে উঠেছেন সাড়ে 13 কোটি মানুষ ', বি-20 সামিটে দাবি প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে আধাসামরিক বাহিনীতে তরুণদের জন্য নিয়োগের জন্য বেশ কিছু পরিবর্তন করা হয়েছে । যাঁরা চাকরি পেলেন, তাঁরা অনলাইনে প্রশিক্ষণের সুযোগ পাবেন ৷ ভারত সরকারের যে কর্মযোগী পোর্টাল রয়েছে, সেই পোর্টালের কর্মযোগী প্রারম্ভ-এর মাধ্যমে প্রশিক্ষণের সুযোগ পাবেন চাকরি প্রাপকরা ৷ সেখানে 673টিরও বেশি ই-লার্নিং কোর্স রয়েছে ৷