ETV Bharat / bharat

Raju Srivastava Demise: কৌতুক শিল্পী রাজু শ্রীবাস্তবের প্রয়াণে শোকজ্ঞাপন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর

কৌতুক শিল্পী রাজু শ্রীবাস্তবের প্রয়াণে (Demise of Comedian Raju Srivastava) শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী ৷ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁর প্রয়াণে (Raju Srivastava Demise) শোকজ্ঞাপন করেছেন ৷

author img

By

Published : Sep 21, 2022, 3:20 PM IST

PM Narendra Modi Condoled The Demise of Comedian Raju Srivastava
PM Narendra Modi Condoled The Demise of Comedian Raju Srivastava

নয়াদিল্লি, 21 সেপ্টেম্বর: কৌতুক শিল্পী রাজু শ্রীবাস্তবের প্রয়াণে শোকজ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর স্মৃতিতে এ দিন প্রধানমন্ত্রী লেখেন, ‘‘রাজু শ্রীবাস্তব (Comedian Raju Srivastava) তাঁর ইতিবাচক, বুদ্ধিদীপ্ত উপস্থাপনা এবং হাসিতে আমাদের জীবন আলোকিত করে রেখেছিলেন ৷’’ এ দিন সকালে দিল্লির এইমস হাসপাতালে তাঁর মৃত্যু হয় (Demise of Comedian Raju Srivastava) ৷ হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন ৷ তাঁর প্রয়াণে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শোকজ্ঞাপন করেছেন ৷ উত্তরপ্রদেশ বিধানসভাতেও শিল্পীর প্রয়াণে শোকপ্রকাশ করে 2 মিনিটের নিরবতা পালন করা হয় ৷

এ দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) প্রয়াত শিল্পীকে টুইটারে শ্রদ্ধা জানিয়ে লেখেন, ‘‘রাজু শ্রীবাস্তব তাঁর ইতিবাচক, বুদ্ধিদীপ্ত উপস্থাপনা এবং হাসিতে আমাদের জীবন আলোকিত করে রেখেছিলেন ৷ তিনি হয়তো খুব তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে গেলেন ৷ কিন্তু, তাঁর মহান কাজের মাধ্যমে অগণিত মানুষের মনে সবসময় জায়গা করে নিয়েছেন ৷ তাঁর মৃত্যু খুবই দুঃখের ৷ তাঁর পরিবার এবং অনুরাগীদের আমার সমবেদনা জানাই ৷ ওম শান্তি ৷’’

  • Raju Srivastava brightened our lives with laughter, humour and positivity. He leaves us too soon but he will continue to live in the hearts of countless people thanks to his rich work over the years. His demise is saddening. Condolences to his family and admirers. Om Shanti. pic.twitter.com/U9UjGcfeBK

    — Narendra Modi (@narendramodi) September 21, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ শিল্পীর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন ৷ তিনি টুইটারে লেখেন, ‘‘বিখ্যাত কৌতুক অভিনেতা রাজু শ্রীবাস্তবের এক অনন্য বৈশিষ্ট্য ছিল ৷ তিনি তাঁর অসাধারণ প্রতিভার মাধ্যমে সকলকে প্রভাবিত করেছিলেন ৷ তাঁর প্রয়াণ শিল্পীমহলে একটি বড় ক্ষতি ৷ আমি তাঁর পরিবার এবং প্রশংসকদের প্রতি আমার সমবেদনা ব্যক্ত করছি ৷ ঈশ্বর তাঁদের এই দুঃখের সময় মনোবল জোগান, এটাই প্রার্থনা করি ৷’’

  • #WATCH | Lucknow: Uttar Pradesh Assembly observes a 2-minute silence to pay respect to comedian Raju Srivastava who passed away today at the age of 58 years. pic.twitter.com/v2WQFdUJLI

    — ANI UP/Uttarakhand (@ANINewsUP) September 21, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: দীর্ঘ লড়াইয়ের অবসান, ঘুমের দেশে হাসির রাজা

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল শিল্পীর প্রয়াণে, শোকপ্রকাশ করেছেন ৷ যেখানে তিনি লেখেন, ‘‘বিখ্যাত কৌতুক শিল্পী রাজু শ্রীবাস্তবের প্রয়াণের খবর খুবই বেদনা দায়ক ৷ ঈশ্বর তাঁর আত্মাকে শান্তি প্রদান করুক ৷ তাঁর প্রিয়জন এবং অনুরাগীদের আমার সমবেদনা ৷’’

  • सुप्रसिद्ध हास्य कलाकार राजू श्रीवास्तव जी का एक विशिष्ट अंदाज था, उन्होंने अपनी अद्भुत प्रतिभा से सभी को प्रभावित किया। उनका निधन कला जगत के लिए एक बड़ी क्षति है। मैं उनके परिजनों व प्रशंसकों के प्रति संवेदना व्यक्त करता हूँ। ईश्वर उन्हें यह दुःख सहने की शक्ति दें। ॐ शांति शांति

    — Amit Shah (@AmitShah) September 21, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: ছবিতে ফিরে দেখা রাজুর বর্ণময় বলিউড সফর

এ দিন প্রায়ত শিল্পীকে সম্মান জানিয়েছে উত্তরপ্রদেশ বিধানসভা ৷ এ দিন সমাবেশের মাঝে শিল্পীর প্রয়াণে শোকপ্রকাশ করে 2 মিনিটের নিরবতা পালন করা হয় উত্তরপ্রদেশ বিধানসভায় ৷ দীর্ঘ কয়েকদিন ধরেই হৃদরোগের সমস্যায় দিল্লির এইমস হাসপাতালে ভর্তি ছিলেন রাজু শ্রীবাস্তব ৷ কয়েকদিন আগে তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়েছিল ৷ কিন্তু, এ দিন সকালে তিনি শেষ নিশ্বাসত্যাগ করেন (Raju Srivastava Demise) ৷

  • मशहूर हास्य कलाकार राजू श्रीवास्तव जी का निधन बेहद दुखद। ईश्वर दिवंगत आत्मा को अपने श्रीचरणों में स्थान दें। इस दुख की घड़ी में उनके परिजनों एवं सभी प्रशंसकों के प्रति मेरी संवेदनाएँ। pic.twitter.com/l7cPK1bCAS

    — Arvind Kejriwal (@ArvindKejriwal) September 21, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

নয়াদিল্লি, 21 সেপ্টেম্বর: কৌতুক শিল্পী রাজু শ্রীবাস্তবের প্রয়াণে শোকজ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর স্মৃতিতে এ দিন প্রধানমন্ত্রী লেখেন, ‘‘রাজু শ্রীবাস্তব (Comedian Raju Srivastava) তাঁর ইতিবাচক, বুদ্ধিদীপ্ত উপস্থাপনা এবং হাসিতে আমাদের জীবন আলোকিত করে রেখেছিলেন ৷’’ এ দিন সকালে দিল্লির এইমস হাসপাতালে তাঁর মৃত্যু হয় (Demise of Comedian Raju Srivastava) ৷ হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন ৷ তাঁর প্রয়াণে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শোকজ্ঞাপন করেছেন ৷ উত্তরপ্রদেশ বিধানসভাতেও শিল্পীর প্রয়াণে শোকপ্রকাশ করে 2 মিনিটের নিরবতা পালন করা হয় ৷

এ দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) প্রয়াত শিল্পীকে টুইটারে শ্রদ্ধা জানিয়ে লেখেন, ‘‘রাজু শ্রীবাস্তব তাঁর ইতিবাচক, বুদ্ধিদীপ্ত উপস্থাপনা এবং হাসিতে আমাদের জীবন আলোকিত করে রেখেছিলেন ৷ তিনি হয়তো খুব তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে গেলেন ৷ কিন্তু, তাঁর মহান কাজের মাধ্যমে অগণিত মানুষের মনে সবসময় জায়গা করে নিয়েছেন ৷ তাঁর মৃত্যু খুবই দুঃখের ৷ তাঁর পরিবার এবং অনুরাগীদের আমার সমবেদনা জানাই ৷ ওম শান্তি ৷’’

  • Raju Srivastava brightened our lives with laughter, humour and positivity. He leaves us too soon but he will continue to live in the hearts of countless people thanks to his rich work over the years. His demise is saddening. Condolences to his family and admirers. Om Shanti. pic.twitter.com/U9UjGcfeBK

    — Narendra Modi (@narendramodi) September 21, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ শিল্পীর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন ৷ তিনি টুইটারে লেখেন, ‘‘বিখ্যাত কৌতুক অভিনেতা রাজু শ্রীবাস্তবের এক অনন্য বৈশিষ্ট্য ছিল ৷ তিনি তাঁর অসাধারণ প্রতিভার মাধ্যমে সকলকে প্রভাবিত করেছিলেন ৷ তাঁর প্রয়াণ শিল্পীমহলে একটি বড় ক্ষতি ৷ আমি তাঁর পরিবার এবং প্রশংসকদের প্রতি আমার সমবেদনা ব্যক্ত করছি ৷ ঈশ্বর তাঁদের এই দুঃখের সময় মনোবল জোগান, এটাই প্রার্থনা করি ৷’’

  • #WATCH | Lucknow: Uttar Pradesh Assembly observes a 2-minute silence to pay respect to comedian Raju Srivastava who passed away today at the age of 58 years. pic.twitter.com/v2WQFdUJLI

    — ANI UP/Uttarakhand (@ANINewsUP) September 21, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: দীর্ঘ লড়াইয়ের অবসান, ঘুমের দেশে হাসির রাজা

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল শিল্পীর প্রয়াণে, শোকপ্রকাশ করেছেন ৷ যেখানে তিনি লেখেন, ‘‘বিখ্যাত কৌতুক শিল্পী রাজু শ্রীবাস্তবের প্রয়াণের খবর খুবই বেদনা দায়ক ৷ ঈশ্বর তাঁর আত্মাকে শান্তি প্রদান করুক ৷ তাঁর প্রিয়জন এবং অনুরাগীদের আমার সমবেদনা ৷’’

  • सुप्रसिद्ध हास्य कलाकार राजू श्रीवास्तव जी का एक विशिष्ट अंदाज था, उन्होंने अपनी अद्भुत प्रतिभा से सभी को प्रभावित किया। उनका निधन कला जगत के लिए एक बड़ी क्षति है। मैं उनके परिजनों व प्रशंसकों के प्रति संवेदना व्यक्त करता हूँ। ईश्वर उन्हें यह दुःख सहने की शक्ति दें। ॐ शांति शांति

    — Amit Shah (@AmitShah) September 21, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: ছবিতে ফিরে দেখা রাজুর বর্ণময় বলিউড সফর

এ দিন প্রায়ত শিল্পীকে সম্মান জানিয়েছে উত্তরপ্রদেশ বিধানসভা ৷ এ দিন সমাবেশের মাঝে শিল্পীর প্রয়াণে শোকপ্রকাশ করে 2 মিনিটের নিরবতা পালন করা হয় উত্তরপ্রদেশ বিধানসভায় ৷ দীর্ঘ কয়েকদিন ধরেই হৃদরোগের সমস্যায় দিল্লির এইমস হাসপাতালে ভর্তি ছিলেন রাজু শ্রীবাস্তব ৷ কয়েকদিন আগে তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়েছিল ৷ কিন্তু, এ দিন সকালে তিনি শেষ নিশ্বাসত্যাগ করেন (Raju Srivastava Demise) ৷

  • मशहूर हास्य कलाकार राजू श्रीवास्तव जी का निधन बेहद दुखद। ईश्वर दिवंगत आत्मा को अपने श्रीचरणों में स्थान दें। इस दुख की घड़ी में उनके परिजनों एवं सभी प्रशंसकों के प्रति मेरी संवेदनाएँ। pic.twitter.com/l7cPK1bCAS

    — Arvind Kejriwal (@ArvindKejriwal) September 21, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.