ETV Bharat / bharat

Narendra Modi : বিশ্বব্যাপী জনপ্রিয়তায় শীর্ষে মোদি, বলছে সমীক্ষা রিপোর্ট - গ্লোবাল লিডার ট্র্যাকার

গ্লোবাল লিডার ট্র্যাকারের শীর্ষে নরেন্দ্র মোদি ৷ বিশ্বব্যাপী জনপ্রিয়তার নিরিখে এক নম্বরে রয়েছেন তিনি ৷ ‘মর্নিং কনসাল্ট গ্লোবাল লিডার অ্যাপ্রুভাল রেটিং ট্র্যাকার’-এর করা সমীক্ষায় এই তথ্য সামনে এসেছে ৷ সোশ্যাল মিডিয়ায় সেই তালিকা তুলে ধরেছেন মোদি মন্ত্রিসভার অন্যতম সদস্য পীযূষ গয়াল ৷

PM Modi world's most popular leader US President Biden at number six: Survey
Narendra Modi : বিশ্বব্যাপী জনপ্রিয়তায় শীর্ষে মোদি, সমীক্ষা রিপোর্ট তুলে ধরে জানালেন পীযূষ
author img

By

Published : Nov 7, 2021, 1:25 PM IST

নয়াদিল্লি, 7 নভেম্বর : ভারতের প্রধানমন্ত্রীর কুর্সিতে বসার পর থেকেই লাগাতার জনপ্রিয়তা বাড়ছে নরেন্দ্র মোদির (Narendra Modi) ৷ সেই ধারা অব্যাহত রয়েছে চলতি বছরও ৷ অন্তত এই চিত্রই ফুটে উঠেছে ‘মর্নিং কনসাল্ট গ্লোবাল লিডার অ্যাপ্রুভাল রেটিং ট্র্যাকার’ (Morning Consult Global Leader Approval Rating Tracker)-এর তালিকায় ৷ তাদের সমীক্ষা বলছে, জনপ্রিয়তার নিরিখে বিশ্বের তাবড় রাষ্ট্রনেতাদের পিছনে ফেলে দিয়েছেন মোদি ৷ তাঁদের মধ্যে অন্যতম মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (US President Joe Biden) এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন (UK Prime Minister Boris Johnson) ৷

আরও পড়ুন : Rahul Gandhi: মোদিকে বিঁধে এলপিজি-র দাম নিয়ে নিয়ে কবিতা রাহুলের

তথ্য অনুযায়ী, গ্লোবাল লিডার ট্র্যাকারে (Global Leader Tracker) নরেন্দ্র মোদির রেটিং সবথেকে বেশি (70 শতাংশ) ৷ 66 শতাংশ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট লোপেজ অবরাডোর (Lopez Obrador) ৷ তালিকায় তিন নম্বরে নাম রয়েছে ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘির (Mario Draghi) ৷ তাঁর প্রাপ্ত রেটিং 58 শতাংশ ৷ জনপ্রিয়তার নিরিখে তালিকার চার, পাঁচ ও ছয় নম্বরে রয়েছেন যথাক্রমে জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ৷ অন্যদিকে, তালিকায় অনেকটাই পিছিয়ে পড়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ৷ তিনি রয়েছেন জনপ্রিয়তার দশম স্থানে ৷

নরেন্দ্র মোদির এই সাফল্যের কথা প্রকাশ্য়ে এনেছেন তাঁরই মন্ত্রিসভার অন্যতম সদস্য পীযূষ গয়াল (Piyush Goyal) ৷ এই প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টও করেছেন তিনি ৷ প্রসঙ্গত, প্রতি বছর সংশ্লিষ্ট সংস্থার তরফে এই তালিকা প্রকাশ করা হয় ৷ তাতে বিশ্বের জনপ্রিয়তম 13 জন রাষ্ট্রনেতার নাম প্রকাশ করে তারা ৷ প্রতিযোগিতায় থাকেন ভারত, অস্ট্রেলিয়া, ব্রাজিল, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জাপান, মেক্সিকো, স্পেন, জার্মানি, ফ্রান্স, কানাডা-সহ বিভিন্ন দেশের প্রশাসনিক প্রধানরা ৷

আরও পড়ুন : BJP: বছর ঘুরতেই নির্বাচন 5 রাজ্যে, কৌশল রচনায় দিল্লিতে বৈঠকে বিজেপি নেতারা

মূলত, সংশ্লিষ্ট দেশগুলির প্রাপ্তবয়স্কদের উপরই এই সমীক্ষা করা হয় ৷ তাঁদের কাছে ওই দেশের প্রধান প্রশাসকের সম্পর্কে নানা প্রশ্নের উত্তর জানতে চাওয়া হয় ৷ গোটা পৃথিবীতেই এই সমীক্ষা চালান সমীক্ষকরা ৷ গত বছরও এই তালিকার শীর্ষে ছিলেন মোদি ৷ সংশ্লিষ্ট সংস্থার দাবি, চলতি বছর অনলাইনে তারা এই সমীক্ষা চালিয়েছে ৷ ভারতের ক্ষেত্রে মোট 2 হাজার 126 জনের কাছে দেশের প্রধানমন্ত্রী সম্পর্কে মতামত জানতে চাওয়া হয়েছে ৷ আর তার ভিত্তিতেই নরেন্দ্র মোদিকে জনপ্রিয়তম রাষ্ট্রনেতার খেতাব দেওয়া হয়েছে ৷

নয়াদিল্লি, 7 নভেম্বর : ভারতের প্রধানমন্ত্রীর কুর্সিতে বসার পর থেকেই লাগাতার জনপ্রিয়তা বাড়ছে নরেন্দ্র মোদির (Narendra Modi) ৷ সেই ধারা অব্যাহত রয়েছে চলতি বছরও ৷ অন্তত এই চিত্রই ফুটে উঠেছে ‘মর্নিং কনসাল্ট গ্লোবাল লিডার অ্যাপ্রুভাল রেটিং ট্র্যাকার’ (Morning Consult Global Leader Approval Rating Tracker)-এর তালিকায় ৷ তাদের সমীক্ষা বলছে, জনপ্রিয়তার নিরিখে বিশ্বের তাবড় রাষ্ট্রনেতাদের পিছনে ফেলে দিয়েছেন মোদি ৷ তাঁদের মধ্যে অন্যতম মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (US President Joe Biden) এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন (UK Prime Minister Boris Johnson) ৷

আরও পড়ুন : Rahul Gandhi: মোদিকে বিঁধে এলপিজি-র দাম নিয়ে নিয়ে কবিতা রাহুলের

তথ্য অনুযায়ী, গ্লোবাল লিডার ট্র্যাকারে (Global Leader Tracker) নরেন্দ্র মোদির রেটিং সবথেকে বেশি (70 শতাংশ) ৷ 66 শতাংশ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট লোপেজ অবরাডোর (Lopez Obrador) ৷ তালিকায় তিন নম্বরে নাম রয়েছে ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘির (Mario Draghi) ৷ তাঁর প্রাপ্ত রেটিং 58 শতাংশ ৷ জনপ্রিয়তার নিরিখে তালিকার চার, পাঁচ ও ছয় নম্বরে রয়েছেন যথাক্রমে জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ৷ অন্যদিকে, তালিকায় অনেকটাই পিছিয়ে পড়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ৷ তিনি রয়েছেন জনপ্রিয়তার দশম স্থানে ৷

নরেন্দ্র মোদির এই সাফল্যের কথা প্রকাশ্য়ে এনেছেন তাঁরই মন্ত্রিসভার অন্যতম সদস্য পীযূষ গয়াল (Piyush Goyal) ৷ এই প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টও করেছেন তিনি ৷ প্রসঙ্গত, প্রতি বছর সংশ্লিষ্ট সংস্থার তরফে এই তালিকা প্রকাশ করা হয় ৷ তাতে বিশ্বের জনপ্রিয়তম 13 জন রাষ্ট্রনেতার নাম প্রকাশ করে তারা ৷ প্রতিযোগিতায় থাকেন ভারত, অস্ট্রেলিয়া, ব্রাজিল, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জাপান, মেক্সিকো, স্পেন, জার্মানি, ফ্রান্স, কানাডা-সহ বিভিন্ন দেশের প্রশাসনিক প্রধানরা ৷

আরও পড়ুন : BJP: বছর ঘুরতেই নির্বাচন 5 রাজ্যে, কৌশল রচনায় দিল্লিতে বৈঠকে বিজেপি নেতারা

মূলত, সংশ্লিষ্ট দেশগুলির প্রাপ্তবয়স্কদের উপরই এই সমীক্ষা করা হয় ৷ তাঁদের কাছে ওই দেশের প্রধান প্রশাসকের সম্পর্কে নানা প্রশ্নের উত্তর জানতে চাওয়া হয় ৷ গোটা পৃথিবীতেই এই সমীক্ষা চালান সমীক্ষকরা ৷ গত বছরও এই তালিকার শীর্ষে ছিলেন মোদি ৷ সংশ্লিষ্ট সংস্থার দাবি, চলতি বছর অনলাইনে তারা এই সমীক্ষা চালিয়েছে ৷ ভারতের ক্ষেত্রে মোট 2 হাজার 126 জনের কাছে দেশের প্রধানমন্ত্রী সম্পর্কে মতামত জানতে চাওয়া হয়েছে ৷ আর তার ভিত্তিতেই নরেন্দ্র মোদিকে জনপ্রিয়তম রাষ্ট্রনেতার খেতাব দেওয়া হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.