নয়াদিল্লি, 27 জুন : আজ সকাল 11 টায় দেশবাসীর উদ্দেশে বার্তা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ 'মন কি বাত' অনুষ্ঠানের মাধ্যমে তাঁর মনের কথা আজ সারা দেশের মানুষ শুনতে পাবেন ৷
প্রতি মাসের শেষ রবিবার রেডিয়োয় 'মন কি বাত' অনুষ্ঠান সম্প্রচারিত হয় ৷ প্রতিবারই এই অনুষ্ঠানে একটি নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করে থাকেন প্রধানমন্ত্রী ৷ গতকাল প্রধানমন্ত্রী নিজেই টুইট করে জানান, আজ সকাল 11 টায় 'মন কি বাত' অনুষ্ঠানের কথা ৷
গতকাল 'মন কি বাত' এর পুরনো একটি পর্বের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী তাঁর টুইটে জানান, মাদক সেবন এবং মাদকের অবৈধ পাচারের বিরুদ্ধে 'আন্তর্জাতিক মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস' এ অনেক আলোচনা হয়েছে ৷
একটি টুইটে তিনি লেখেন, "আসুন আমরা অঙ্গীকার বদ্ধ হই ৷ মাদক সম্পর্কে বিভিন্ন বিষয় আলোচনা করি এবং মাদক মুক্ত ভারত গড়ে তুলতে সচেষ্ট হই ৷" মনে করা হচ্ছে, মাদক সেবন ও মাদক পাচারের বিরুদ্ধে দেশবাসীর উদ্দেশে বার্তা দিতে পারেন মোদি ৷
কোভিড পরিস্থিতিতে সারা দেশে রেডিয়োতে এই অনুষ্ঠান শোনা যাবে ৷ অল ইন্ডিয়া রেডিয়ো ও দূরদর্শন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে ৷ এছাড়াও এআইআর নিউজের ওয়েবসাইটে www.newsonair.com ও নিউজঅনএয়ার মোবাইল অ্যাপেও শোনা যাবে প্রধানমন্ত্রীর মনের কথা ৷
আরও পড়ুন : কেএলও-বিজেপি কি হাত মিলিয়েছে বাংলা ভাগের জন্য, প্রশ্ন তৃণমূলের