নয়াদিল্লি, 29 এপ্রিল : কোভিড মোকাবিলায় এবার আর্মি প্রধান এম এম নারভানের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ কোভিড মোকাবিলায় সেনার তরফে কী কী ব্য়বস্থা নেওয়া হয়েছে এবং আরও কী কী ব্য়বস্থা নেওয়া যেতে পারে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে ৷ আজ ওই বৈঠকের পর সংবাদমাধ্য়মে বিষয়টি নিয়ে জানিয়েছে পিএমও ৷
পিএমও-র তরফে জানানো হয়েছে, ওই বৈঠকে এম এম নারভানে জানিয়েছেন, কোভিড মোকাবিলায় সমস্ত রকম সাহায্য় করা হবে ৷ এবং বিভিন্ন রাজ্য়ে চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য় সেনা বাহিনীর স্বাস্থ্য়কর্মীদের তৈরি থাকতে বলা হয়েছে ৷
আরও পড়ুন- রাজ্যগুলির হাতে ভ্যাকসিনের 1 কোটি ডোজ রয়েছে, দাবি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর
তিনি জানিয়েছেন, করোনা মোকাবিলায় বিভিন্ন রাজ্য়ে অস্থায়ী হাসপাতাল তৈরি করা হচ্ছে ৷ যেখানে কোভিড আক্রান্ত রোগীদের সমস্ত রকম পরিষেবা দেওয়া হবে ৷ এখানেই শেষ নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সেনা প্রধান আশ্বস্ত করেছেন দেশে যতগুলি সেনা হাসপাতাল আছে প্রয়োজন হলে সেগুলি সাধারণ মানুষের জন্য় খুলে দেওয়া হবে ৷ এমনকী, সাধারণ মানুষ সেনা হাসপাতালে গিয়ে চিকিৎসার জন্য় সরাসরি আবেদন করতে পারেন ৷
এদিকে অক্সিজেন সিলিন্ডার পেতে যাতে কোনও সমস্য়া না হয় তার জন্য়ও প্রস্তুত সেনাবাহিনী ৷ এম এম নারভানে জানিয়েছেন , অক্সিজেন সিলিন্ডার দেখাশোনা করার জন্য় বিশেষভাবে প্রশিক্ষিত স্বাস্থ্য়কর্মীদের তৈরি রাখা হচ্ছে ৷