যোধপুর, 5 অক্টোবর: "দ্য ভ্যাকসিন ওয়ার" সিনেমার প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বৃহস্পতিবার ছবির নির্মাতাদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী জানান, সিনেমাটি প্রত্যেক ভারতীয়কে গর্বিত করেছে ৷
বিবেক অগ্নিহোত্রী পরিচালিত এই সিনেমা গত 28 সেপ্টেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ৷ ভারতীয় বিজ্ঞানীদের সত্য গল্প, কোভিড-19 মহামারীর বিরুদ্ধে তাদের লড়াই এবং কীভাবে তারা ভারত এবং গোটা বিশ্বের জন্য একটি সাশ্রয়ী মূল্যের ভ্যাকসিন তৈরি করেছে তার উপর ভিত্তি করেই তৈরি করা হয়েছে সিনেমাটি।
এদিন এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী মোদি বলেন, "'দ্য ভ্যাকসিন ওয়ার' নামে একটি চলচ্চিত্র গত মাসেই মুক্তি পেয়েছে। আমি শুনেছি যে ভারতে কোভিডের বিরুদ্ধে লড়াই করার জন্য আমাদের বিজ্ঞানীরা দিনরাত যে কঠোর পরিশ্রম করেছেন তা এই ছবিতে চিত্রিত করা হয়েছে। ছবিটি দেখার পর প্রত্যেক ভারতীয় সত্যিই গর্বিত বোধ করছেন ৷"
দেশের বিজ্ঞানীদের গুরুত্ব দেওয়ার জন্য প্রধানমন্ত্রী চলচ্চিত্র নির্মাতাদেরও এদিন অভিনন্দন জানান। প্রধানমন্ত্রী বলেন, "আমি এই ছবির নির্মাতাদেরও অভিনন্দন জানাই ৷ আপনারা ছবিটি তৈরি করে দেশের বিজ্ঞানী এবং বিজ্ঞানকে গুরুত্ব দিয়েছেন। এটি আগামী প্রজন্মের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ হবে ৷"
"হেট স্টোরি", "চকলেট", "দ্য তাসখন্দ ফাইলস" এবং "দ্য কাশ্মীর ফাইলস"-এর মতো চলচ্চিত্র পরিচালনার জন্য পরিচিত পরিচালক বিবেক অগ্নিহোত্রী ৷ "দ্য ভ্যাকসিন ওয়ার"-এর প্রশংসা করার জন্য প্রধানমন্ত্রীর প্রতি পালটা এদিন কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
আরও পড়ুন: কংগ্রেসের দুর্নীতি প্রকাশ্যে আনতে রাজস্থানে প্রয়োজন বিজেপির সরকারের, দাবি নরেন্দ্র মোদির
এক্স- হ্যান্ডেলে চলচ্চিত্র নির্মাতা লিখেছেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর নেতৃত্বে দেশীয় ভ্যাকসিন তৈরিতে ভারতীয় বিজ্ঞানীদের, বিশেষ করে মহিলা বিজ্ঞানীদের অবদানের কথা স্বীকার করেছেন শুনে আনন্দিত হয়েছি। মহিলা বিজ্ঞানীরা ফোন করেছিলেন এবং আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন ৷ তাদের কথায়, 'প্রথমবার একজন প্রধানমন্ত্রী ভাইরোলজিস্টদের প্রশংসা করেছেন'। কৃতজ্ঞতা জানাই প্রধানমন্ত্রীকে ৷" এই একই ব্যানারে স্ত্রী পল্লবী যোশী দ্বারা প্রযোজিত 'আই অ্যাম বুদ্ধ' ছবিতে অনুপম খের, নানা পাটেকর, সপ্তমী গৌড়া এবং জোশী অভিনয় করেছেন। (পিটিআই)