ETV Bharat / bharat

Narendra Modi : দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা প্রধানমন্ত্রীর, যাবেন এলওসি - লাইন অফ কন্ট্রোল

দেশের অন্যতম সর্বব্যাপী উৎসব দীপাবলিতে সবার জীবন যেন সুখে, সম্পদে ভরে ওঠে, এই কামনা করে টুইট করলেন প্রধানমন্ত্রী ৷ তবে আজ তিনি উৎসবে মাতবেন দেশের সীমান্তে জওয়ানদের সঙ্গে ৷

জওয়ানদের সঙ্গে প্রধানমন্ত্রী
জওয়ানদের সঙ্গে প্রধানমন্ত্রী
author img

By

Published : Nov 4, 2021, 10:25 AM IST

নয়াদিল্লি, 4 নভেম্বর : দেশজুড়ে দীপাবলি পালিতে হচ্ছে বৃহস্পতিবার ৷ সকাল সকাল ভারতবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ দীপাবলির টুইটে তিনি লেখেন, "পবিত্র দীপাবলি উৎসবে দেশবাসীকে হার্দিক শুভকামনা জানাই ৷ আপনাদের সকলের জীবন যেন সুখ, সমৃদ্ধি আর সৌভাগ্যময় হয়ে ওঠে, এই ইচ্ছা রইল ৷"

  • दीपावली के पावन अवसर पर देशवासियों को हार्दिक शुभकामनाएं। मेरी कामना है कि यह प्रकाश पर्व आप सभी के जीवन में सुख, संपन्नता और सौभाग्य लेकर आए।

    Wishing everyone a very Happy Diwali.

    — Narendra Modi (@narendramodi) November 4, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কথিত আছে, হিন্দুদের অন্যতম উল্লেখযোগ্য এই উৎসবের দিনে ভগবান রাম রাবণকে পরাজিত করে স্ত্রী সীতা ও ভাই লক্ষ্মণকে নিয়ে অযোধ্যা ফিরে এসেছিলেন ৷ এদিনটি অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির জয়ের প্রতীক হিসেবে পালন করা হয় ৷

আরও পড়ুন : Petrol-Diesel Price : দাম কমল পেট্রল-ডিজ়েলের, মধ্যরাত থেকে কার্যকর

আজ প্রধানমন্ত্রী দেশের সীমান্ত প্রহরায় থাকা জওয়ানদের সঙ্গে দেখা করতে যাবেন ৷ মোদি জম্মু-কাশ্মীরের 'লাইন অফ কন্ট্রোল'-এর (Line of Control, LOC) রাজৌরিতে (Rajouri) দীপাবলি কাটাবেন ৷ সূত্র অনুযায়ী, প্রথমে জম্মুতে নেমে সেখান থেকে রাজৌরির নোশেরায় (Nowshera) যাওয়ার কথা তাঁর ৷ সেখানে এলওসি-তে পাহারায় থাকা সেনা জওয়ানদের সঙ্গে উৎসবে সামিল হবেন দেশের প্রধানমন্ত্রী ৷

2014 সালে প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে দীপাবালিতে নরেন্দ্র মোদি সীমান্তবর্তী অঞ্চলে জওয়ানদের সঙ্গে বহুবার উৎসবে মেতেছেন ৷ এদিন তিনি তাঁদের মিষ্টি আর নানা রকম উপহারও দেন ৷ 2019 সালের দীপাবলিতেও তিনি রাজৌরিতে ছিলেন ৷

প্রধানমন্ত্রীর সফর ঘিরে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে ৷ আজ তাঁর সঙ্গে সেনা আধিকারিক ও অন্য আধিকারিকরা থাকবেন ৷

নয়াদিল্লি, 4 নভেম্বর : দেশজুড়ে দীপাবলি পালিতে হচ্ছে বৃহস্পতিবার ৷ সকাল সকাল ভারতবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ দীপাবলির টুইটে তিনি লেখেন, "পবিত্র দীপাবলি উৎসবে দেশবাসীকে হার্দিক শুভকামনা জানাই ৷ আপনাদের সকলের জীবন যেন সুখ, সমৃদ্ধি আর সৌভাগ্যময় হয়ে ওঠে, এই ইচ্ছা রইল ৷"

  • दीपावली के पावन अवसर पर देशवासियों को हार्दिक शुभकामनाएं। मेरी कामना है कि यह प्रकाश पर्व आप सभी के जीवन में सुख, संपन्नता और सौभाग्य लेकर आए।

    Wishing everyone a very Happy Diwali.

    — Narendra Modi (@narendramodi) November 4, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কথিত আছে, হিন্দুদের অন্যতম উল্লেখযোগ্য এই উৎসবের দিনে ভগবান রাম রাবণকে পরাজিত করে স্ত্রী সীতা ও ভাই লক্ষ্মণকে নিয়ে অযোধ্যা ফিরে এসেছিলেন ৷ এদিনটি অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির জয়ের প্রতীক হিসেবে পালন করা হয় ৷

আরও পড়ুন : Petrol-Diesel Price : দাম কমল পেট্রল-ডিজ়েলের, মধ্যরাত থেকে কার্যকর

আজ প্রধানমন্ত্রী দেশের সীমান্ত প্রহরায় থাকা জওয়ানদের সঙ্গে দেখা করতে যাবেন ৷ মোদি জম্মু-কাশ্মীরের 'লাইন অফ কন্ট্রোল'-এর (Line of Control, LOC) রাজৌরিতে (Rajouri) দীপাবলি কাটাবেন ৷ সূত্র অনুযায়ী, প্রথমে জম্মুতে নেমে সেখান থেকে রাজৌরির নোশেরায় (Nowshera) যাওয়ার কথা তাঁর ৷ সেখানে এলওসি-তে পাহারায় থাকা সেনা জওয়ানদের সঙ্গে উৎসবে সামিল হবেন দেশের প্রধানমন্ত্রী ৷

2014 সালে প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে দীপাবালিতে নরেন্দ্র মোদি সীমান্তবর্তী অঞ্চলে জওয়ানদের সঙ্গে বহুবার উৎসবে মেতেছেন ৷ এদিন তিনি তাঁদের মিষ্টি আর নানা রকম উপহারও দেন ৷ 2019 সালের দীপাবলিতেও তিনি রাজৌরিতে ছিলেন ৷

প্রধানমন্ত্রীর সফর ঘিরে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে ৷ আজ তাঁর সঙ্গে সেনা আধিকারিক ও অন্য আধিকারিকরা থাকবেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.