শ্রীনগর, 29 সেপ্টেম্বর : আবারও তাঁকে গৃহবন্দি করে রাখা হয়েছে ৷ বুধবার এমনই অভিযোগ করেছেন পিডিপি (Jammu and Kashmir Peoples Democratic Party) নেত্রী তথা জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি (Mehbooba Mufti) ৷ এদিন টুইটারে এই প্রসঙ্গে পোস্টও করেন তিনি ৷ মেহবুবার দাবি, শুধুমাত্র যে তাঁকেই বাড়িতে আটকে রাখা হয়েছে, তা নয় ৷ একইসঙ্গে, ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে নিরীহ গ্রামবাসীর উপর অত্যাচারের অভিযোগও তুলেছেন তিনি ৷ মেহবুবা জানিয়েছেন, শীঘ্রই আক্রান্ত পরিবারগুলির সদস্যদের সঙ্গে দেখা করতে ত্রালে যাবেন তিনি ৷
আরও পড়ুন : Jammu and Kashmir : কেন্দ্রের সঙ্গে বৈঠক শেষে জম্মু ও কাশ্মীরের পূর্ণ রাজ্যের অধিকারের দাবি ওমরের
এদিন মেহবুবার করা একটি টুইটে দেখা যায়, তাঁর বাড়ির ফটক আটকে দাঁড়িয়ে রয়েছে পুলিশের ভ্য়ান ৷ সেই ছবির সঙ্গে মেহবুবা লেখেন, ‘‘ত্রালের যে গ্রামে সেনাবাহিনী অত্যাচার চালিয়েছে, সেখানে যাওয়ার পরিকল্পনা করেছিলাম ৷ সেই কারণেই আজ ফের আমাকে গৃহবন্দি করে রাখা হয়েছে ৷ এটাই হল কাশ্মীরের প্রকৃত ছবি ৷ যাঁরা কাশ্মীর পরিদর্শনে আসেন, তাঁদের এটাই দেখানো দরকার ৷ কেন্দ্রীয় সরকারের ঠিক করে দেওয়া পরিদর্শন এবং পিকনিক ট্যুর করে কোনও লাভ নেই ৷’’
-
Locked up in my house today yet again for attempting to visit the village in Tral allegedly ransacked by army. This is the real picture of Kashmir that visiting dignitaries must be shown instead of GOIs sanitised & guided picnic tours. pic.twitter.com/Hp9wcuw1qT
— Mehbooba Mufti (@MehboobaMufti) September 29, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Locked up in my house today yet again for attempting to visit the village in Tral allegedly ransacked by army. This is the real picture of Kashmir that visiting dignitaries must be shown instead of GOIs sanitised & guided picnic tours. pic.twitter.com/Hp9wcuw1qT
— Mehbooba Mufti (@MehboobaMufti) September 29, 2021Locked up in my house today yet again for attempting to visit the village in Tral allegedly ransacked by army. This is the real picture of Kashmir that visiting dignitaries must be shown instead of GOIs sanitised & guided picnic tours. pic.twitter.com/Hp9wcuw1qT
— Mehbooba Mufti (@MehboobaMufti) September 29, 2021
প্রসঙ্গত, সোমবারই ভারতীয় সেনাবাহিনীর সদস্যদের বিরুদ্ধে হামলার অভিযোগ তোলেন পুলওয়ামা জেলার ত্রালের একটি পরিবারের সদস্যরা ৷ তাঁদের দাবি, বাড়িতে ঢুকে তাঁদের মারধর করেছেন সেনাবাহিনীর জওয়ানরা ৷ এই সংক্রান্ত একটি ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ তবে এখনও পর্যন্ত সেনাবাহিনীর তরফে এ নিয়ে কোনও বিবৃতি জারি করা হয়নি ৷ গত মঙ্গলবার এই ঘটনা নিয়ে টুইটারে পোস্ট করেন মেহবুবা মুফতি ৷
-
Army from Yagwani camp in Tral ransacked homes & ruthlessly thrashed a family last night.The daughter owing to her serious injuries was admitted to hospital.Not the first time that civilians from this village have been beaten up by army in this area @ChinarcorpsIA @adgpi
— Mehbooba Mufti (@MehboobaMufti) September 28, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Army from Yagwani camp in Tral ransacked homes & ruthlessly thrashed a family last night.The daughter owing to her serious injuries was admitted to hospital.Not the first time that civilians from this village have been beaten up by army in this area @ChinarcorpsIA @adgpi
— Mehbooba Mufti (@MehboobaMufti) September 28, 2021Army from Yagwani camp in Tral ransacked homes & ruthlessly thrashed a family last night.The daughter owing to her serious injuries was admitted to hospital.Not the first time that civilians from this village have been beaten up by army in this area @ChinarcorpsIA @adgpi
— Mehbooba Mufti (@MehboobaMufti) September 28, 2021
আরও পড়ুন : পুলওয়ামায় পরিবার-সহ পুলিশ আধিকারিকের হত্যার তীব্র নিন্দায় জম্মু-কাশ্মীরের সব দল
মঙ্গলবার ত্রালের ঘটনা প্রসঙ্গে মেহবুবা টুইটারে লেখেন, ‘‘যগওয়ানি শিবিরের সেনাবাহিনী গত রাতে ত্রালে তাণ্ডব তালিয়েছে ৷ স্থানীয় বাসিন্দাদের বাড়িতে ঢুকে তাঁদের বেধড়ক মারধর করেছে তারা ৷ আক্রান্ত পরিবারের একটি মেয়ে এই ঘটনায় গুরুতর জখম হয়েছে ৷ তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ তবে এই ধরনের প্রথম ঘটনা এটাই নয় ৷ আগেও এই এলাকার বাসিন্দাদের উপর সেনাবাহিনী এভাবেই অত্যাচার করেছে ৷’’