রাষ্ট্রসংঘ, 31 অগস্ট: দুর্যোগের আবহে ভারতের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে, এতটাও আশা করে না প্রতিবেশী পাকিস্তান (India Pakistan Relation) ! এই দাবি করেছেন পাক বিদেশ মন্ত্রকের (Pakistan Foreign Ministry) মুখপাত্র (Spokesperson) আসিম ইফতিখার (Asim Iftikhar) ৷ মঙ্গলবার এই প্রসঙ্গে তিনি বলেন, পাকিস্তানের বন্যা পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই টুইট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ সেই টুইটে পাকিস্তানের প্রতি সহানুভূতি থাকলেও তাতে বিশেষ আশাবাদী নয় ইসলামাবাদ ৷ আসিম বলেন, সাধারণত দুর্যোগ বা কোনও বিপদের সময় অন্য় সমস্ত বিরোধিতা দূরে সরিয়ে রেখে প্রতিবেশী রাষ্ট্রগুলি পরস্পরের পাশে দাঁড়ায় ৷ সেটাই হওয়া উচিত ৷ কিন্তু, বর্তমান প্রেক্ষাপটে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের উন্নতি হবে, সেই সম্ভাবনা বিশেষ নেই ৷
কিন্তু, কেন এমনটা মনে করছেন আসিম ইফতিখার ? তাঁর বক্তব্য হল, ভারত-পাক সম্পর্ক মেরামত করতে হলে প্রথমেই কাশ্মীর সমস্যা মিটিয়ে ফেলা দরকার ৷ তা না করে শুধুমাত্র প্রতিবেশীর প্রতি সহানুভূতিমূলক টুইট করে কোনও লাভ হবে না ৷ প্রসঙ্গত, মঙ্গলবার রাষ্ট্রসংঘের সদর কার্যালয়ে একটি ভার্চুয়াল বৈঠকের আয়োজন করা হয় ৷ ইসলামাবাদ থেকেই সেই বৈঠকে যোগ দেন আসিম ৷ পাকিস্তানের সাম্প্রতিক বন্যা পরিস্থিতির বিস্তারিত বিবরণ দেন তিনি ৷ সেই সময়েই তাঁকে প্রশ্ন করা হয়, পাকিস্তান কি মনে করছে যে তার প্রতিবেশী ভারত এই দুর্দিনে তাকে যত বেশি সম্ভব সহযোগিতা করবে ? কারণ, বহু ক্ষেত্রেই দেখা গিয়েছে, এই ধরনের দুর্যোগ অনেক সময় দ্বিপাক্ষিক সম্পর্ক মেরামতের সিঁড়ি হয় ৷
আরও পড়ুন: শ্রীলঙ্কার বায়ুসেনার হাতে গ্রেফতার 6 ভারতীয় মৎস্যজীবী
এর জবাবে আসিম বলেন, "আপনারা নিশ্চয় নরেন্দ্র মোদির টুইট বার্তা দেখেছেন ৷ আমি বলতে চাই, এটি একটি মানবিক পরিস্থিতি ৷ এবং এই পরিস্থিতি খুবই স্বাভাবিক ৷ এইরকম একটি সময় বিবাদ দূরে সরিয়ে রেখে একে অপরের পাশে দাঁড়ানো উচিত ৷ এটিই একমাত্র যুক্তিসঙ্গত বিষয় ৷ আমরাও তা বুঝি ৷"
-
Saddened to see the devastation caused by the floods in Pakistan. We extend our heartfelt condolences to the families of the victims, the injured and all those affected by this natural calamity and hope for an early restoration of normalcy.
— Narendra Modi (@narendramodi) August 29, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Saddened to see the devastation caused by the floods in Pakistan. We extend our heartfelt condolences to the families of the victims, the injured and all those affected by this natural calamity and hope for an early restoration of normalcy.
— Narendra Modi (@narendramodi) August 29, 2022Saddened to see the devastation caused by the floods in Pakistan. We extend our heartfelt condolences to the families of the victims, the injured and all those affected by this natural calamity and hope for an early restoration of normalcy.
— Narendra Modi (@narendramodi) August 29, 2022
পাকিস্তানের বন্য়া প্রসঙ্গে নরেন্দ্র মোদি একটি টুইট করেছিলেন ৷ তাতে ভারতের প্রধানমন্ত্রী লেখেন, "পাকিস্তানে বন্যার জেরে যে বিধ্বস্ত পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে আমি মর্মাহত ৷ দুর্গত, আহত এবং আক্রান্তদের সকলের পরিবারের প্রতি আমাদের সকলের আন্তরিক সহমর্মিতা রয়েছে ৷ আমাদের আশা, এই দুর্যোগ কাটিয়ে খুব দ্রুত পাকিস্তানের জনজীবন স্বাভাবিক ছন্দে ফিরবে ৷"
এই টুইটের কথা উল্লেখ করেই আসিম ইফতিখার বলেন, "আমরা যদি বৃহত্তর পরিসরে ছবিটি দেখি, তাহলে সেটি অত্যন্ত দুর্ভাগ্যজনক ৷ আমার মনে হয়, আপানারাও সেই ইতিবাচক ভূমিকা দেখতে পাবেন না, যা ভরসা জোগাতে পারে ৷ যা দু'টি দেশের মধ্যে সম্পর্ক মেরামত করতে পারে ৷"