ETV Bharat / bharat

Companies Shut Down in India: গত দু'বছরে দেশে বন্ধ হয়েছে 60 হাজারের বেশি সংস্থা, জানাল কেন্দ্র

কেন্দ্রের দাবি, করোনার কারণে গত 2 বছরে দেশে 60 হাজারের বেশি সংস্থা বন্ধ হলেও (Companies Shut Down in India), 3 লাখের বেশি সংস্থা নথিভুক্ত হয়েছে ৷

author img

By

Published : Aug 2, 2022, 10:48 PM IST

corona affect in companies
Etv Bharatদেশে বন্ধ হয়েছে 60 হাজারের বেশি সংস্থা

নয়াদিল্লি, 2 অগস্ট: করোনা সংক্রমণ পর্বে 2 বছরে দেশে বন্ধ হয়েছে 62 হাজার 173টি সংস্থা ৷ মঙ্গলবার রাজ্যসভায় এই তথ্য জানিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ রাজ্যসভায় এক প্রশ্নের উত্তরে এদিন কর্পোরেট বিষয়ক মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী রাও ইন্দ্রজিৎ সিং জানান, 2020 সালের 1 মার্চ থেকে 2022 সালের 30 জুন পর্যন্ত দেশে এই বিপুল সংখ্যক সংস্থা বন্ধ হয়েছে (Over 60000 companies shut down operations from Mar 2020 to June 2022) ৷ এই একই সময়পর্বে দেশে 3.69 লাখ নতুন সংস্থা নথিভুক্তও হয়েছে ৷ করোনা সংক্রমণের কারণে দেশে কতগুলি সংস্থা বন্ধ হয়েছে সেই সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে এই তথ্য জানিয়েছে কেন্দ্র ৷

আরও পড়ুন: তিন বছরে 386টি অ্যাসিড হামলার শিকার মহিলারা, লোকসভায় জানাল কেন্দ্র

কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী, গত 2 বছরে সর্বাধিক নতুন সংস্থার নাম নথিভুক্ত হয়েছে মহারাষ্ট্রে ৷ সংখ্যাটা 67 হাজার, 628টি ৷ এরপরে রয়েছে উত্তরপ্রদেশ (38 হাজার 80টি) ও দিল্লি (37 হাজার 329টি) ৷ ওই একই সময়পর্বে দিল্লি, মহারাষ্ট্র ও উত্তরপ্রদেশে বন্ধ হয়েছে যথাক্রমে 12 হাজার 478, 10 হাজার 121 ও 7 হাজার 495টি সংস্থা ৷

নয়াদিল্লি, 2 অগস্ট: করোনা সংক্রমণ পর্বে 2 বছরে দেশে বন্ধ হয়েছে 62 হাজার 173টি সংস্থা ৷ মঙ্গলবার রাজ্যসভায় এই তথ্য জানিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ রাজ্যসভায় এক প্রশ্নের উত্তরে এদিন কর্পোরেট বিষয়ক মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী রাও ইন্দ্রজিৎ সিং জানান, 2020 সালের 1 মার্চ থেকে 2022 সালের 30 জুন পর্যন্ত দেশে এই বিপুল সংখ্যক সংস্থা বন্ধ হয়েছে (Over 60000 companies shut down operations from Mar 2020 to June 2022) ৷ এই একই সময়পর্বে দেশে 3.69 লাখ নতুন সংস্থা নথিভুক্তও হয়েছে ৷ করোনা সংক্রমণের কারণে দেশে কতগুলি সংস্থা বন্ধ হয়েছে সেই সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে এই তথ্য জানিয়েছে কেন্দ্র ৷

আরও পড়ুন: তিন বছরে 386টি অ্যাসিড হামলার শিকার মহিলারা, লোকসভায় জানাল কেন্দ্র

কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী, গত 2 বছরে সর্বাধিক নতুন সংস্থার নাম নথিভুক্ত হয়েছে মহারাষ্ট্রে ৷ সংখ্যাটা 67 হাজার, 628টি ৷ এরপরে রয়েছে উত্তরপ্রদেশ (38 হাজার 80টি) ও দিল্লি (37 হাজার 329টি) ৷ ওই একই সময়পর্বে দিল্লি, মহারাষ্ট্র ও উত্তরপ্রদেশে বন্ধ হয়েছে যথাক্রমে 12 হাজার 478, 10 হাজার 121 ও 7 হাজার 495টি সংস্থা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.