ETV Bharat / bharat

Agnipath Recruitment Scheme: বিদ্রোহে জ্বলেছে ট্রেন! অগ্নিপথে জমা পড়ল সাড়ে সাত লক্ষ আবেদনপত্র - অগ্নিপথে জমা পড়ল সাড়ে সাত লক্ষ আবেদনপত্র

ভারতীয় বায়ুসেনা পরিচালিত অগ্নিপথ প্রকল্পের অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে ৷ অতীতে 6 লক্ষ 31 হাজার 528 জন আবেদন করেছিলেন ৷ সেই সংখ্যা ছাপিয়ে এবার 7 লক্ষ 49 হাজার 899 জনের আবেদনপত্র গৃহীত হয়েছে (Over 7 lakh applications have been received in Agnipath Recruitment Scheme by IAF) ৷

Agnipath
Agnipath
author img

By

Published : Jul 6, 2022, 8:52 AM IST

Updated : Jul 6, 2022, 10:47 AM IST

নয়াদিল্লি, 6 জুলাই: অগ্নিপথ প্রকল্পে সেনা নিয়োগে আবেদন পাঠিয়েছেন প্রায় সাড়ে সাত লক্ষ প্রার্থী৷ এমনটাই জানিয়েছে ভারতীয় বায়ু সেনা৷ আইএএফ একটি টুইট করেছে৷ সেখানে জানানো হয়েছে, "ভারতীয় বায়ুসেনা পরিচালিত অগ্নিপথ প্রকল্পের অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে ৷ অতীতে 6 লক্ষ 31 হাজার 528 জন আবেদন করেছিলেন ৷ সেই সংখ্যা ছাপিয়ে এবার 7 লক্ষ 49 হাজার 899 জনের আবেদনপত্র গৃহীত হয়েছে (Over 7 lakh applications have been received in Agnipath Recruitment Scheme by IAF) ৷"

দেশজুড়ে বিক্ষোভের মাঝেই ভারতীয় বায়ু সেনা অগ্নিপথ প্রকল্পে নিয়োগের বিস্তারিত প্রকাশ করেছিল ৷ বায়ু সেনায় এই প্রকল্পের আওতায় নিযুক্ত জওয়ানদের 'ইন্ডিয়ান এয়ারফোর্স অ্যাক্ট 1950' অনুযায়ী পরিচালনা করা হবে ৷ বিবৃতিতে স্পষ্ট জানানো হয়েছিল, 4 বছরের মেয়াদ শেষে অগ্নিবীররা সমাজে ফিরে যাবেন ৷

কী পাবেন অগ্নিবীর ?

ভারতীয় বায়ুসেনার প্রকাশিত এই বিস্তারিত বিবৃতিতে প্রার্থীদের বয়সসীমা, ফিজিক্যাল ফিটনেস, মেডিক্যাল পরীক্ষা, চাকরির শর্ত, ট্রেনিং এবং মূল্যায়ন সম্বন্ধে জানানো হয়েছে ৷ অগ্নিবীররা বছরে 30 দিন ছুটি পাবেন ৷ এছাড়া কোনও অগ্নিবীর অসুস্থ হলে, তাঁর শারীরিক অবস্থা অনুযায়ী ছুটি মঞ্জুর করা হবে ৷ চাকরির শুরুতেই প্রতি মাসে 30 হাজার টাকা বেতন পাবেন তাঁরা ৷ প্রতি বছরে বেতন বৃদ্ধিও হবে ৷ এছাড়া ঝুঁকিপ্রবণ পরিস্থিতি, পোশাক, যাতায়াতের প্রয়োজনে আলাদা করে টাকা পাবেন প্রত্যেক অগ্নিবীর ৷

  • The online registration process conducted by IAF towards the #AgnipathRecruitmentScheme has been completed. Compared to 6,31,528 applications in the past, which was the highest in any recruitment cycle, this time 7,49,899 applications have been received: Indian Air Force (IAF) pic.twitter.com/BVidF3lfaf

    — ANI (@ANI) July 6, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : অগ্নিপথ বিক্ষোভকারীদের সেনার চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের সমস্যা হবে: বায়ুসেনা প্রধান

প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে 'অগ্নিবীর করপাস ফান্ড' নামের একটি তহবিল থাকবে ৷ প্রতি মাসে অগ্নিবীরদের বেতনের থেকে 30 শতাংশ টাকা যাবে ওই করপাস ফান্ডে ৷ জমা টাকার উপর কেন্দ্রীয় সরকার পাবলিক প্রফিডেন্ট ফান্ডের সম পরিমাণ সুদ দেবে ৷ 4 বছর শেষে ওই ফান্ডে প্রত্যেক অগ্নিবীরের অনুদান থাকবে 5 লক্ষ 2 হাজার টাকা ৷ কেন্দ্রও এই সমান অর্থ দেবে ৷ চাকরি শেষে সেবা নিধি প্রকল্পের (Seve Nidhi Package) আওতায় প্রত্যেক অগ্নিবীরের হাতে 10 লক্ষ 4 হাজার টাকা তুলে দেওয়া হবে ৷

নয়াদিল্লি, 6 জুলাই: অগ্নিপথ প্রকল্পে সেনা নিয়োগে আবেদন পাঠিয়েছেন প্রায় সাড়ে সাত লক্ষ প্রার্থী৷ এমনটাই জানিয়েছে ভারতীয় বায়ু সেনা৷ আইএএফ একটি টুইট করেছে৷ সেখানে জানানো হয়েছে, "ভারতীয় বায়ুসেনা পরিচালিত অগ্নিপথ প্রকল্পের অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে ৷ অতীতে 6 লক্ষ 31 হাজার 528 জন আবেদন করেছিলেন ৷ সেই সংখ্যা ছাপিয়ে এবার 7 লক্ষ 49 হাজার 899 জনের আবেদনপত্র গৃহীত হয়েছে (Over 7 lakh applications have been received in Agnipath Recruitment Scheme by IAF) ৷"

দেশজুড়ে বিক্ষোভের মাঝেই ভারতীয় বায়ু সেনা অগ্নিপথ প্রকল্পে নিয়োগের বিস্তারিত প্রকাশ করেছিল ৷ বায়ু সেনায় এই প্রকল্পের আওতায় নিযুক্ত জওয়ানদের 'ইন্ডিয়ান এয়ারফোর্স অ্যাক্ট 1950' অনুযায়ী পরিচালনা করা হবে ৷ বিবৃতিতে স্পষ্ট জানানো হয়েছিল, 4 বছরের মেয়াদ শেষে অগ্নিবীররা সমাজে ফিরে যাবেন ৷

কী পাবেন অগ্নিবীর ?

ভারতীয় বায়ুসেনার প্রকাশিত এই বিস্তারিত বিবৃতিতে প্রার্থীদের বয়সসীমা, ফিজিক্যাল ফিটনেস, মেডিক্যাল পরীক্ষা, চাকরির শর্ত, ট্রেনিং এবং মূল্যায়ন সম্বন্ধে জানানো হয়েছে ৷ অগ্নিবীররা বছরে 30 দিন ছুটি পাবেন ৷ এছাড়া কোনও অগ্নিবীর অসুস্থ হলে, তাঁর শারীরিক অবস্থা অনুযায়ী ছুটি মঞ্জুর করা হবে ৷ চাকরির শুরুতেই প্রতি মাসে 30 হাজার টাকা বেতন পাবেন তাঁরা ৷ প্রতি বছরে বেতন বৃদ্ধিও হবে ৷ এছাড়া ঝুঁকিপ্রবণ পরিস্থিতি, পোশাক, যাতায়াতের প্রয়োজনে আলাদা করে টাকা পাবেন প্রত্যেক অগ্নিবীর ৷

  • The online registration process conducted by IAF towards the #AgnipathRecruitmentScheme has been completed. Compared to 6,31,528 applications in the past, which was the highest in any recruitment cycle, this time 7,49,899 applications have been received: Indian Air Force (IAF) pic.twitter.com/BVidF3lfaf

    — ANI (@ANI) July 6, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : অগ্নিপথ বিক্ষোভকারীদের সেনার চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের সমস্যা হবে: বায়ুসেনা প্রধান

প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে 'অগ্নিবীর করপাস ফান্ড' নামের একটি তহবিল থাকবে ৷ প্রতি মাসে অগ্নিবীরদের বেতনের থেকে 30 শতাংশ টাকা যাবে ওই করপাস ফান্ডে ৷ জমা টাকার উপর কেন্দ্রীয় সরকার পাবলিক প্রফিডেন্ট ফান্ডের সম পরিমাণ সুদ দেবে ৷ 4 বছর শেষে ওই ফান্ডে প্রত্যেক অগ্নিবীরের অনুদান থাকবে 5 লক্ষ 2 হাজার টাকা ৷ কেন্দ্রও এই সমান অর্থ দেবে ৷ চাকরি শেষে সেবা নিধি প্রকল্পের (Seve Nidhi Package) আওতায় প্রত্যেক অগ্নিবীরের হাতে 10 লক্ষ 4 হাজার টাকা তুলে দেওয়া হবে ৷

Last Updated : Jul 6, 2022, 10:47 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.