নয়াদিল্লি, 19 ফেব্রুয়ারি: করোনা আমাদের অনেক শিক্ষা দিয়েছে ৷ এই অতিমারি বুঝিয়েছে, অঙ্গ ও কলা প্রতিস্থাপন আজকের দিনে কতটা জরুরি ৷ আর সম্ভবত সেই কারণেই অতিমারি পরবর্তী সময় ভারতে (Post Covid India) অঙ্গ ও কলা প্রতিস্থাপনের হার (Organ Transplant Activities) লক্ষ্যণীয়ভাবে বেড়ে গিয়েছে ৷ বিবৃতি প্রকাশ করে একথা জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্য়াণ মন্ত্রকের সচিব রাজেশ ভূষণ (Union Health Secretary Rajesh Bhushan) ৷ তাঁর দাবি, কয়েক বছর আগেও এই অঙ্গদান নিয়ে অধিকাংশ মানুষের মনে অনেক ভ্রান্ত ধারণা, আশঙ্কা ও কুসংস্কার ছিল ৷ কিন্তু, ইদানীং সেই ছবিটা বদলাতে শুরু করেছে ৷ মানুষ এখন অঙ্গদান নিয়ে যথেষ্ট ইতিবাচক ৷ রাজেশ জানিয়েছেন, 2022 সালে ভারতে 15 হাজারেরও বেশি অঙ্গ প্রতিস্থাপন করা হয়েছে ৷ অর্থাৎ, মাত্র একবছরেই অঙ্গ প্রতিস্থাপনের হারে বৃদ্ধি হয়েছে 27 শতাংশ ৷
উল্লেখ্য, স্বাস্থ্য ও পরিবারকল্য়াণ মন্ত্রকের তরফ থেকে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ৷ যার পোশাকি নাম জাতীয় অঙ্গ ও কলা প্রতিস্থাপন সংস্থা (নোট্টো) বৈজ্ঞানিক আলোচনাসভা 2023 ৷ রবিবার সেই অনুষ্ঠানের মঞ্চ থেকেই অঙ্গ প্রতিস্থাপন নিয়ে ভারতীয়দের মন বদলের খবর দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব ৷ নোট্টোর আওতাভুক্ত সংশ্লিষ্ট সমস্ত পক্ষকে এক ছাতার নীচে এনে আলোচনা করতেই এই আলোচনাসভার আয়োজন করা হয়েছে ৷ সেখানেই বিবৃতি প্রকাশ করে রাজেশ বলেন, অঙ্গ প্রতিস্থাপনের মাধ্যমে অসংখ্য প্রাণ বাঁচানো সম্ভব ৷
আরও পড়ুন: সিঙ্গাপুরে আজ লালুর কিডনি প্রতিস্থাপন, 'রক অ্যান্ড রোলের জন্য প্রস্তুত' দাতা কন্যা
এই অনুষ্ঠানের মঞ্চ থেকে রাজেশ বলেন, অঙ্গ প্রতিস্থাপনকে যুগোপযোগী করে তুলতে পরিকাঠামোগত উন্নতি দরকার ৷ পাশাপাশি, চিকিৎসক থেকে শুরু সর্বস্তরের স্বাস্থ্যকর্মী, যাঁরা এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকেন, তাঁদের সকলের জন্য উন্নতমানের প্রশিক্ষণও দরকার ৷
এই প্রসঙ্গে রাজেশ ভূষণ বলেন, "আমাদের কাছে ইতিমধ্য়েই কিছু পরিকাঠামো মজুত রয়েছে ৷ একইসঙ্গে, জাতীয়স্তরে নোট্টোর মতো প্রশাসনিক ব্যবস্থাপনাও রয়েছে ৷ নোট্টোর মতোই রাজ্য ও আঞ্চলিকস্তরে রয়েছে সোট্টো এবং রোট্টো ৷ এই সংস্থাগুলি যাতে মসৃণভাবে কাজ করতে পারে, আমাদের সেই বিষয়টি নিশ্চিত করতে হবে ৷"