নয়াদিল্লি, 21 জুন : রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদের প্রার্থী হচ্ছেন যশবন্ত সিনহা (Opposition Parties decide Yashwant Sinha name as Candidate of Presidential Election 2022) ৷ মঙ্গলবার নয়াদিল্লিতে বিরোধীদের ডাকা বৈঠকে সর্বসম্মতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে ৷
রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদের তরফে সর্বসম্মত প্রার্থী নির্ধারণ করতে প্রথমেই উদ্যোগ নিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (TMC Chief Mamata Banerjee) ৷ গত সপ্তাহে নয়াদিল্লিতে তৃণমূল-সহ 17টি বিরোধী দলের নেতারা বৈঠক করেন ৷ সেখানে একাধিক নাম নিয়ে আলোচনা হলেও শেষ পর্যন্ত কারও নাম চূড়ান্ত হয়নি ৷
-
I would like to congratulate Shri @YashwantSinha on becoming the consensus candidate, supported by all progressive opposition parties, for the upcoming Presidential Election.
— Mamata Banerjee (@MamataOfficial) June 21, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
A man of great honour and acumen, who would surely uphold the values that represent our great nation!
">I would like to congratulate Shri @YashwantSinha on becoming the consensus candidate, supported by all progressive opposition parties, for the upcoming Presidential Election.
— Mamata Banerjee (@MamataOfficial) June 21, 2022
A man of great honour and acumen, who would surely uphold the values that represent our great nation!I would like to congratulate Shri @YashwantSinha on becoming the consensus candidate, supported by all progressive opposition parties, for the upcoming Presidential Election.
— Mamata Banerjee (@MamataOfficial) June 21, 2022
A man of great honour and acumen, who would surely uphold the values that represent our great nation!
মঙ্গলবার নয়াদিল্লিতে আবার বৈঠক হয় বিরোধীদের ৷ সেখানে তৃণমূলের তরফে উপস্থিত ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (TMC MP Abhishek Banerjee) ৷ ওই বৈঠকেই যশবন্তের নাম চূড়ান্ত হয় ৷
তার পরই টুইট করে যশবন্তকে শুভেচ্ছা জানান ৷ পরে সাংবাদিকদের তিনি জানান, যশবন্ত সিনহাকে বিরোধীদের সর্বসম্মত প্রার্থী করতে পেরে সম্মানিত ৷ তিনি দীর্ঘ সময় তৃণমূলের সঙ্গে যুক্ত ছিলেন ৷ মতাদর্শের ফারাক সরিয়ে এমন একজনকে প্রার্থী করতে হবে, যিনি ভারতের সংবিধানকে রক্ষা করবেন ৷
-
Heartiest congratulations to @YashwantSinha ji for being chosen as the joint Opposition candidate for the upcoming Presidential Elections.
— Abhishek Banerjee (@abhishekaitc) June 21, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
It is my firm belief that for all progressive parties who share the same vision for our nation, there could not have been a better choice!
">Heartiest congratulations to @YashwantSinha ji for being chosen as the joint Opposition candidate for the upcoming Presidential Elections.
— Abhishek Banerjee (@abhishekaitc) June 21, 2022
It is my firm belief that for all progressive parties who share the same vision for our nation, there could not have been a better choice!Heartiest congratulations to @YashwantSinha ji for being chosen as the joint Opposition candidate for the upcoming Presidential Elections.
— Abhishek Banerjee (@abhishekaitc) June 21, 2022
It is my firm belief that for all progressive parties who share the same vision for our nation, there could not have been a better choice!
এখানে উল্লেখ করা প্রয়োজন, যশবন্ত সিনহা যে রাষ্ট্রপতি পদে প্রার্থী হতে পারেন, সেই খবর সোমবারই পাওয়া গিয়েছিল ৷ তৃণমূলের শীর্ষস্তর থেকে জানা গিয়েছিল যে বিরোধীপক্ষ থেকেই যশবন্তকে প্রার্থী করার প্রস্তাব এসেছে ৷ সবাই একমত হলে তারাও রাজি ৷
মঙ্গলবার দেখা যায় যে তৃণমূল ছাড়ার ঘোষণা করেন যশবন্ত ৷ তখনই তাঁর রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়া নিয়ে জল্পনা বেড়েছিল ৷ যাতে কয়েক ঘণ্টা পর সিলমোহর পড়ল ৷
আরও পড়ুন : Presidential Election 2022 : রাষ্ট্রপতি পদে যশবন্তকে প্রার্থী করতে প্রস্তাব এল তৃণমূলের কাছে