ETV Bharat / bharat

Oppositions Support Wrestlers: ‘স্বৈরাচারী শক্তি-অহংকারী রাজা’, কুস্তিগীরদের সমর্থনে বিরোধীদের নিশানায় মোদি

কুস্তিগীরদের সমর্থনে এবার কেন্দ্রকে নিশানা বিরোধীদের ৷ আজ যন্তর মন্তরকে আন্দোলনকারী কুস্তিগীরদের আটক করে নিয়ে যায় পুলিশ ৷ যে ঘটনায় পুলিশের আচরণের তীব্র নিন্দা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী ৷ স্বৈরাচারিতা বলে সমালোচনা করেছেন তিনি ৷

Oppositions Support Wrestlers ETV BHARAT
Oppositions Support Wrestlers
author img

By

Published : May 28, 2023, 5:02 PM IST

নয়াদিল্লি, 28 মে: কুস্তিগীরদের মিছিলে বাধা এবং টেনেহিঁচড়ে বাসে তোলার ঘটনায় দিল্লি পুলিশের ভূমিকার সমালোচনায় সরব বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কেন্দ্রের সমালোচনায় তাঁর মন্তব্য, ‘‘স্বৈরাচারী শক্তি অসহিষ্ণু এবং ভিন্নমতকে দমন করে বেড়ে ওঠে ৷’’ অন্যদিকে, প্রিয়াঙ্কা গান্ধি বঢরা যন্তর মন্তরের ঘটনায় মোদি সরকারকে একহাত নিয়েছে ৷ মহিলা কুস্তিগীরদের আওয়াজকে জুতোর তলায় দমিয়ে দেওয়ার চেষ্টা চলছে, বলে অভিযোগ করেছেন তিনি ৷ নাম না-করে এদিন রাহুল গান্ধি প্রধানমন্ত্রীকে নিশানা করেন কুস্তিগীরদের আটক করার ঘটনায় ৷

'মহিলা সম্মান মহাপঞ্চায়েত' স্থাপনের ডাক দিয়ে আজ নয়া সংসদ ভবনের উদ্দেশ্যে মিছিল বের করেছিলেন আন্দোলনকারী কুস্তিগীররা ৷ কিন্তু, মিছিল শুরুর আগেই যন্তর মন্তর থেকে আন্দোলনকারী কুস্তিগীরদের আটকের পর, উৎখাত করার অভিযোগ উঠেছে দিল্লি পুলিশের বিরুদ্ধে ৷ সংবাদ মাধ্যম, সোশাল মিডিয়া আন্দোলনকারী মহিলা কুস্তিগীরদের টেনেহিঁচড়ে বাসে তোলার ছবি ছেয়ে গিয়েছে ৷ যা নিয়ে এ বার কেন্দ্র এবং দিল্লি পুলিশের বিরুদ্ধে সরব হলেন, বিরোধী রাজনৈতিক ব্যক্তিক্তরা ৷

এ দিন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনার তীব্র নিন্দা করেছেন ৷ তিনি বলেন, ‘‘দিল্লি পুলিশ যেভাবে সাক্ষী মালিক, ভীনেশ ফোগত এবং অন্যান্য কুস্তিগীরদের হেনস্থা করেছে তার তীব্র নিন্দা করি ৷ আমাদের চ্যাম্পিয়নদের সঙ্গে এমন আচরণ লজ্জার ৷ গণতন্ত্র সহনশীলতার মধ্যে নিহিত ৷ কিন্তু, স্বৈরাচারী শক্তি অসহিষ্ণু এবং ভিন্ন মতকে দমন করে বেড়ে ওঠে ৷ অবিলম্বে পুলিশ যেন তাঁদের ছেড়ে দেয়, আমি সেই দাবি জানাচ্ছি ৷ আমাদের কুস্তিগীরদের সঙ্গে রয়েছি আমি ৷’’

  • Strongly condemn the way Delhi Police manhandled Sakshi Malik, Vinesh Phogat and other wrestlers. It’s shameful our champions are treated in this manner. Democracy lies in tolerance but autocratic forces thrive on intolerance and quelling of dissent. I demand they be immediately…

    — Mamata Banerjee (@MamataOfficial) May 28, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: নয়া সংসদ ভবনে কুস্তিগীরদের মিছিলে বাধা পুলিশের, আটক সাক্ষী-ভীনেশ-সঙ্গীতা

প্রিয়াঙ্কা গান্ধি বঢরা এদিনের ঘটনায় সরব হয়েছেন ৷ তিনি টুইটে লেখেন, ‘‘অ্যাথলিটদের বুকে লেগে থাকা পদক দেশের গর্ব ৷ তাঁদের মেডেল এবং পরিশ্রমের ফলে দেশের সম্মান বাড়ে ৷ কিন্তু, বিজেপি সরকারের অহংকার এতটাই বেড়ে গিয়েছে যে, তারা আমাদের মহিলা খেলোয়াড়দের আওয়াজকে পায়ের তলায় দমিয়ে দেওয়ার চেষ্টা করছে ৷ এটা খুব অন্যায় ৷ পুরো দেশ সরকারের অহংকার এবং এই অন্যায়কে দেখছে ৷’’

  • खिलाड़ियों की छाती पर लगे मेडल हमारे देश की शान होते हैं। उन मेडलों से, खिलाड़ियों की मेहनत से देश का मान बढ़ता है।

    भाजपा सरकार का अहंकार इतना बढ़ गया है कि सरकार हमारी महिला खिलाड़ियों की आवाजों को निर्ममता के साथ बूटों तले रौंद रही है।

    ये एकदम गलत है। पूरा देश सरकार के… pic.twitter.com/xjreCELXRN

    — Priyanka Gandhi Vadra (@priyankagandhi) May 28, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: কুস্তিগীরদের পাশে দাঁড়িয়ে এবার সরকারকে চূড়ান্ত সময়সীমা খাপ পঞ্চায়েত ও কৃষক নেতাদের

অন্যদিকে, রাহুল গান্ধি পুরো বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করেছেন ৷ নয়া সংসদ ভবনের উদ্ধোধন অনুষ্ঠানকে কটাক্ষ করে ‘রাজ্যাভিষেক’ বলেছিলেন রাহুল ৷ সেই মন্তব্যের পুনরাবৃত্তি করেছেন, কুস্তিগীরদের পুলিশের আটক করার ঘটনায় ৷ তিনি বলেন, ‘‘রাজ্যাভিষেক সম্পন্ন হয়েছে - ‘অহংকারী রাজা’ এবার রাস্তায় জনতার আওয়াজকে দমন করছেন ৷’’

  • सभी पहलवानों और बुजुर्गों माताओं को हिरासत में लेने के बाद अब पुलिस ने जंतर मंतर पर हमारा मोर्चा उखाड़ना शुरू कर दिया है। हमारा सामान उठाया जा रहा है। ये कैसी गुंडागर्दी है ? pic.twitter.com/EfFedqLvTW

    — Sakshee Malikkh (@SakshiMalik) May 28, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: কুস্তিগীররা নারকো টেস্টে প্রস্তুত, ব্রিজভূষণের চ্যালেঞ্জ গ্রহণ বজরং পুনিয়ার

উল্লেখ্য, এদিন সাক্ষী মালিক, ভীনেশ ফোগত, সঙ্গীতা ফোগত এবং বজরং পুনিয়াদের আটক করার পর যন্তর মন্তরে তাঁদের তাঁবুগুলি ভেঙে দেয় পুলিশ ৷ কুস্তিগীররা যে তাঁবুগুলিতে বসে বিক্ষোভ দেখাচ্ছিলেন, সেগুলি খুলে দেওয়া হয় ৷ অভিযোগ কুস্তিগীরদের জিনিসপত্র ফেলে দেওয়া হয়েছে ৷ সেই ভিডিয়ো পোস্ট করেছেন সাক্ষী মালিক ৷

  • राज्याभिषेक पूरा हुआ - 'अहंकारी राजा' सड़कों पर कुचल रहा जनता की आवाज़! pic.twitter.com/9hbEoKZeZs

    — Rahul Gandhi (@RahulGandhi) May 28, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

নয়াদিল্লি, 28 মে: কুস্তিগীরদের মিছিলে বাধা এবং টেনেহিঁচড়ে বাসে তোলার ঘটনায় দিল্লি পুলিশের ভূমিকার সমালোচনায় সরব বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কেন্দ্রের সমালোচনায় তাঁর মন্তব্য, ‘‘স্বৈরাচারী শক্তি অসহিষ্ণু এবং ভিন্নমতকে দমন করে বেড়ে ওঠে ৷’’ অন্যদিকে, প্রিয়াঙ্কা গান্ধি বঢরা যন্তর মন্তরের ঘটনায় মোদি সরকারকে একহাত নিয়েছে ৷ মহিলা কুস্তিগীরদের আওয়াজকে জুতোর তলায় দমিয়ে দেওয়ার চেষ্টা চলছে, বলে অভিযোগ করেছেন তিনি ৷ নাম না-করে এদিন রাহুল গান্ধি প্রধানমন্ত্রীকে নিশানা করেন কুস্তিগীরদের আটক করার ঘটনায় ৷

'মহিলা সম্মান মহাপঞ্চায়েত' স্থাপনের ডাক দিয়ে আজ নয়া সংসদ ভবনের উদ্দেশ্যে মিছিল বের করেছিলেন আন্দোলনকারী কুস্তিগীররা ৷ কিন্তু, মিছিল শুরুর আগেই যন্তর মন্তর থেকে আন্দোলনকারী কুস্তিগীরদের আটকের পর, উৎখাত করার অভিযোগ উঠেছে দিল্লি পুলিশের বিরুদ্ধে ৷ সংবাদ মাধ্যম, সোশাল মিডিয়া আন্দোলনকারী মহিলা কুস্তিগীরদের টেনেহিঁচড়ে বাসে তোলার ছবি ছেয়ে গিয়েছে ৷ যা নিয়ে এ বার কেন্দ্র এবং দিল্লি পুলিশের বিরুদ্ধে সরব হলেন, বিরোধী রাজনৈতিক ব্যক্তিক্তরা ৷

এ দিন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনার তীব্র নিন্দা করেছেন ৷ তিনি বলেন, ‘‘দিল্লি পুলিশ যেভাবে সাক্ষী মালিক, ভীনেশ ফোগত এবং অন্যান্য কুস্তিগীরদের হেনস্থা করেছে তার তীব্র নিন্দা করি ৷ আমাদের চ্যাম্পিয়নদের সঙ্গে এমন আচরণ লজ্জার ৷ গণতন্ত্র সহনশীলতার মধ্যে নিহিত ৷ কিন্তু, স্বৈরাচারী শক্তি অসহিষ্ণু এবং ভিন্ন মতকে দমন করে বেড়ে ওঠে ৷ অবিলম্বে পুলিশ যেন তাঁদের ছেড়ে দেয়, আমি সেই দাবি জানাচ্ছি ৷ আমাদের কুস্তিগীরদের সঙ্গে রয়েছি আমি ৷’’

  • Strongly condemn the way Delhi Police manhandled Sakshi Malik, Vinesh Phogat and other wrestlers. It’s shameful our champions are treated in this manner. Democracy lies in tolerance but autocratic forces thrive on intolerance and quelling of dissent. I demand they be immediately…

    — Mamata Banerjee (@MamataOfficial) May 28, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: নয়া সংসদ ভবনে কুস্তিগীরদের মিছিলে বাধা পুলিশের, আটক সাক্ষী-ভীনেশ-সঙ্গীতা

প্রিয়াঙ্কা গান্ধি বঢরা এদিনের ঘটনায় সরব হয়েছেন ৷ তিনি টুইটে লেখেন, ‘‘অ্যাথলিটদের বুকে লেগে থাকা পদক দেশের গর্ব ৷ তাঁদের মেডেল এবং পরিশ্রমের ফলে দেশের সম্মান বাড়ে ৷ কিন্তু, বিজেপি সরকারের অহংকার এতটাই বেড়ে গিয়েছে যে, তারা আমাদের মহিলা খেলোয়াড়দের আওয়াজকে পায়ের তলায় দমিয়ে দেওয়ার চেষ্টা করছে ৷ এটা খুব অন্যায় ৷ পুরো দেশ সরকারের অহংকার এবং এই অন্যায়কে দেখছে ৷’’

  • खिलाड़ियों की छाती पर लगे मेडल हमारे देश की शान होते हैं। उन मेडलों से, खिलाड़ियों की मेहनत से देश का मान बढ़ता है।

    भाजपा सरकार का अहंकार इतना बढ़ गया है कि सरकार हमारी महिला खिलाड़ियों की आवाजों को निर्ममता के साथ बूटों तले रौंद रही है।

    ये एकदम गलत है। पूरा देश सरकार के… pic.twitter.com/xjreCELXRN

    — Priyanka Gandhi Vadra (@priyankagandhi) May 28, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: কুস্তিগীরদের পাশে দাঁড়িয়ে এবার সরকারকে চূড়ান্ত সময়সীমা খাপ পঞ্চায়েত ও কৃষক নেতাদের

অন্যদিকে, রাহুল গান্ধি পুরো বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করেছেন ৷ নয়া সংসদ ভবনের উদ্ধোধন অনুষ্ঠানকে কটাক্ষ করে ‘রাজ্যাভিষেক’ বলেছিলেন রাহুল ৷ সেই মন্তব্যের পুনরাবৃত্তি করেছেন, কুস্তিগীরদের পুলিশের আটক করার ঘটনায় ৷ তিনি বলেন, ‘‘রাজ্যাভিষেক সম্পন্ন হয়েছে - ‘অহংকারী রাজা’ এবার রাস্তায় জনতার আওয়াজকে দমন করছেন ৷’’

  • सभी पहलवानों और बुजुर्गों माताओं को हिरासत में लेने के बाद अब पुलिस ने जंतर मंतर पर हमारा मोर्चा उखाड़ना शुरू कर दिया है। हमारा सामान उठाया जा रहा है। ये कैसी गुंडागर्दी है ? pic.twitter.com/EfFedqLvTW

    — Sakshee Malikkh (@SakshiMalik) May 28, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: কুস্তিগীররা নারকো টেস্টে প্রস্তুত, ব্রিজভূষণের চ্যালেঞ্জ গ্রহণ বজরং পুনিয়ার

উল্লেখ্য, এদিন সাক্ষী মালিক, ভীনেশ ফোগত, সঙ্গীতা ফোগত এবং বজরং পুনিয়াদের আটক করার পর যন্তর মন্তরে তাঁদের তাঁবুগুলি ভেঙে দেয় পুলিশ ৷ কুস্তিগীররা যে তাঁবুগুলিতে বসে বিক্ষোভ দেখাচ্ছিলেন, সেগুলি খুলে দেওয়া হয় ৷ অভিযোগ কুস্তিগীরদের জিনিসপত্র ফেলে দেওয়া হয়েছে ৷ সেই ভিডিয়ো পোস্ট করেছেন সাক্ষী মালিক ৷

  • राज्याभिषेक पूरा हुआ - 'अहंकारी राजा' सड़कों पर कुचल रहा जनता की आवाज़! pic.twitter.com/9hbEoKZeZs

    — Rahul Gandhi (@RahulGandhi) May 28, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.