ETV Bharat / bharat

Uttar Pradesh: রক্তারক্তি কাণ্ড অযোধ্যায়, দুর্গাপুজোর প্যান্ডেলে এলোপাথাড়ি গুলিতে মৃত 1, জখম 3 - Firing

একের পর এক হিংসার ঘটনা উঠে আসছে উত্তরপ্রদেশ থেকে । লখিমপুর খেরিতে কৃষকদের মিছিলে গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনা এখনও তরতাজা । তার মধ্যেই দুর্গাপুজোর প্যান্ডেলে ঢুকে এলোপাথাড়ি গুলিবর্ষণ ।

one killed, three injured in ayodhya after assailants entered a durga puja pandal while firing
দুর্গাপুজোর প্যান্ডেলেই এ বার খুন যোগী-রাজ্যে
author img

By

Published : Oct 14, 2021, 10:29 AM IST

অযোধ্যা, 14 অক্টোবর: যোগী-রাজ্যে উৎসবের আবহেও এ বার রক্তারক্তি কাণ্ড ৷ তাও আবার খাস অযোধ্যার পুণ্যভূমিতে ৷ অষ্টমীর রাতে সেখানে একটি দুর্গাপুজোর প্যান্ডেলে ঢুকে পড়ে দুষ্কৃতীরা ৷ একব্যক্তিকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় ৷ তাতে প্যান্ডেলের ভিতরেই মৃত্যুর কোলে ঢলে পড়েন এক ব্যক্তি ৷ গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি দুই নাবালিকা এবং এক যুবক ৷

বুধবার রাতে অযোধ্যার ফৈজাবাদ কোতোয়ালির অন্তর্গত নীল গুদাম এলাকায় আয়োজিত দুর্গাপুজোর প্যান্ডেলে এই ঘটনা ঘটেছে ৷ অযোধ্যার এসএসপি শৈলেশ পান্ডে জানিয়েছেন, রাতে মোটরসাইকেলে চেপে প্যান্ডেলে হাজির হয় দুই আততায়ী ৷ কেউ কিছু বুঝে ওঠার আগেই প্যান্ডেলে উপস্থিত মনজিৎ যাদব নামের এক ব্যক্তিকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে দুষ্কৃতীরা ৷

আরও পড়ুন: BSF : 50 কিমি পর্যন্ত গ্রেফতারি, বাজেয়াপ্ত, তল্লাশির ক্ষমতা পেল বিএসএফ

আচমকা এই হামলায় ঘটনাস্থলেই মৃত্যু হয় মনজিতের ৷ গুলি লাগে তাঁর পাশে চেয়ারে বসে থাকা দুই নাবালিকা এবং এক যুবকের শরীরে ৷ স্থানীয় একটি হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে । গুলিবিদ্ধ দুই নাবালিকাকে লখনউয়ের কিং জর্জ’স মেডিক্যাল ইউনিভার্সিটি ট্রমা সেন্টারে নিয়ে যাওয়ার সুপারিশ করেছেন চিকিৎসকরা ৷ পুলিশ জানিয়েছে, উৎসবের আবহে আচমকা গুলির শব্দে ওই প্যান্ডেলে শোরগোল পড়ে যায় ৷ দু’চোখ যে দিকে যায় দৌড়তে শুরু করেন দর্শনার্থীরা ৷ সেই সুযোগেই মোটরসাইকেল ফেলে রেখে চম্পট দেয় আততায়ীরা । সেটি বাজেয়াপ্ত করেছে পুলিশ । সন্দেহভাজন এক ব্যক্তিকে জেরা করা হচ্ছ ।

আরও পড়ুন: Kedarnath Dham : কেদারনাথে গিয়ে মৃত্যু বাঙালি তীর্থযাত্রীর

গত কয়েক দিন ধরে একের পর এক ঘটনায় উত্তরপ্রদেশের আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে । দুর্গাপুজোর প্যান্ডেলে হামলার এই ঘটনায় তাই নড়েচড়ে বসেছে পুলিশ । লখনউ জোনের এডিজি এসএন সাবাত জানিয়েছেন, ব্যক্তিগত শত্রুতা থেকই এই হামলা বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে । সম্প্রতি এক ব্যক্তির সঙ্গে ঝামেলায় জড়ান মনজিৎ । তবে এ বিষয়ে নিশ্চিত হতে চারটি তদন্তকারী দল গঠন করা হয়েছে ।

অযোধ্যা, 14 অক্টোবর: যোগী-রাজ্যে উৎসবের আবহেও এ বার রক্তারক্তি কাণ্ড ৷ তাও আবার খাস অযোধ্যার পুণ্যভূমিতে ৷ অষ্টমীর রাতে সেখানে একটি দুর্গাপুজোর প্যান্ডেলে ঢুকে পড়ে দুষ্কৃতীরা ৷ একব্যক্তিকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় ৷ তাতে প্যান্ডেলের ভিতরেই মৃত্যুর কোলে ঢলে পড়েন এক ব্যক্তি ৷ গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি দুই নাবালিকা এবং এক যুবক ৷

বুধবার রাতে অযোধ্যার ফৈজাবাদ কোতোয়ালির অন্তর্গত নীল গুদাম এলাকায় আয়োজিত দুর্গাপুজোর প্যান্ডেলে এই ঘটনা ঘটেছে ৷ অযোধ্যার এসএসপি শৈলেশ পান্ডে জানিয়েছেন, রাতে মোটরসাইকেলে চেপে প্যান্ডেলে হাজির হয় দুই আততায়ী ৷ কেউ কিছু বুঝে ওঠার আগেই প্যান্ডেলে উপস্থিত মনজিৎ যাদব নামের এক ব্যক্তিকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে দুষ্কৃতীরা ৷

আরও পড়ুন: BSF : 50 কিমি পর্যন্ত গ্রেফতারি, বাজেয়াপ্ত, তল্লাশির ক্ষমতা পেল বিএসএফ

আচমকা এই হামলায় ঘটনাস্থলেই মৃত্যু হয় মনজিতের ৷ গুলি লাগে তাঁর পাশে চেয়ারে বসে থাকা দুই নাবালিকা এবং এক যুবকের শরীরে ৷ স্থানীয় একটি হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে । গুলিবিদ্ধ দুই নাবালিকাকে লখনউয়ের কিং জর্জ’স মেডিক্যাল ইউনিভার্সিটি ট্রমা সেন্টারে নিয়ে যাওয়ার সুপারিশ করেছেন চিকিৎসকরা ৷ পুলিশ জানিয়েছে, উৎসবের আবহে আচমকা গুলির শব্দে ওই প্যান্ডেলে শোরগোল পড়ে যায় ৷ দু’চোখ যে দিকে যায় দৌড়তে শুরু করেন দর্শনার্থীরা ৷ সেই সুযোগেই মোটরসাইকেল ফেলে রেখে চম্পট দেয় আততায়ীরা । সেটি বাজেয়াপ্ত করেছে পুলিশ । সন্দেহভাজন এক ব্যক্তিকে জেরা করা হচ্ছ ।

আরও পড়ুন: Kedarnath Dham : কেদারনাথে গিয়ে মৃত্যু বাঙালি তীর্থযাত্রীর

গত কয়েক দিন ধরে একের পর এক ঘটনায় উত্তরপ্রদেশের আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে । দুর্গাপুজোর প্যান্ডেলে হামলার এই ঘটনায় তাই নড়েচড়ে বসেছে পুলিশ । লখনউ জোনের এডিজি এসএন সাবাত জানিয়েছেন, ব্যক্তিগত শত্রুতা থেকই এই হামলা বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে । সম্প্রতি এক ব্যক্তির সঙ্গে ঝামেলায় জড়ান মনজিৎ । তবে এ বিষয়ে নিশ্চিত হতে চারটি তদন্তকারী দল গঠন করা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.