ETV Bharat / bharat

ফের ভারতের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল অস্ট্রেলিয়া - অস্ট্রেলিয়া

ফের সিডনি থেকে ভারতের পাঠানো হল এক হাজারেরও বেশি ভেন্টিলেটর ও 60 টি অক্সিজেন কনসেনট্রেটর ৷

once again Australia sent medical support to India
once again Australia sent medical support to India
author img

By

Published : May 14, 2021, 10:49 AM IST

সিডনি , 14 মে : করোনার কবলে গোটা ভারত ৷ প্রতিদিন রেকর্ড ভাঙছে করোনা সংক্রমণ ৷ এই অবস্থায় ফের মানবিক হল সিডনি ৷

ভারতকে সঙ্কটজনক অবস্থা থেকে রক্ষা করতে সিডনি থেকে পাঠানো হল 1056 টি ভেন্টিলেটর ও 60 টি অক্সিজেন কনসেনট্রেটর ৷

আরও পড়ুন : করোনায় আক্রান্ত মুকুল রায়, স্ত্রী ভর্তি হাসপাতালে

উল্লেখ্য , গত সপ্তাহতেই সিডনি থেকে ভারতে পাঠানো হয়েছিল এক হাজার টি ভেন্টিলেটর ও 47 টি অক্সিজেন কনসেনট্রেটর ৷ তবে লাগামহীন করোনা সংক্রমণে অক্সিজেনের অভাবে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে অনেক রোগীর ৷

ভারতকে সুস্থ ও করোনা মুক্ত করতেই এবার আমেরিকা ও ব্রিটেনের পর ভারতের দিকে সাহায্যের হাত বাড়াল সিডনি ৷

সিডনি , 14 মে : করোনার কবলে গোটা ভারত ৷ প্রতিদিন রেকর্ড ভাঙছে করোনা সংক্রমণ ৷ এই অবস্থায় ফের মানবিক হল সিডনি ৷

ভারতকে সঙ্কটজনক অবস্থা থেকে রক্ষা করতে সিডনি থেকে পাঠানো হল 1056 টি ভেন্টিলেটর ও 60 টি অক্সিজেন কনসেনট্রেটর ৷

আরও পড়ুন : করোনায় আক্রান্ত মুকুল রায়, স্ত্রী ভর্তি হাসপাতালে

উল্লেখ্য , গত সপ্তাহতেই সিডনি থেকে ভারতে পাঠানো হয়েছিল এক হাজার টি ভেন্টিলেটর ও 47 টি অক্সিজেন কনসেনট্রেটর ৷ তবে লাগামহীন করোনা সংক্রমণে অক্সিজেনের অভাবে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে অনেক রোগীর ৷

ভারতকে সুস্থ ও করোনা মুক্ত করতেই এবার আমেরিকা ও ব্রিটেনের পর ভারতের দিকে সাহায্যের হাত বাড়াল সিডনি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.