ETV Bharat / bharat

Shashi Tharoor Reacts on Mahua Issue: 'সস্তার রাজনীতি হচ্ছে', ছবি ভাইরাল ইস্যুতে মুখ খুললেন থারুর - কংগ্রেস সাংসদ শশী থারুর

সংসদে প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবসায়ী হিরনন্দানির থেকে মহুয়ার ঘুষ নেওয়ার ইস্যুতে রাজনৈতিক মহল যখন তোলপাড় সেই সময়ই মহুয়ার সঙ্গে থারুরের একাধিক ব্যক্তিগত মুহূর্তের ছবি ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায় ৷ কোনও ছবিতে দু'জনকে একসঙ্গে হাতে পানীয়ের গ্লাস নিয়ে দেখা যাচ্ছে, তো কোনও ছবিতে উভয়কেই ঘনিষ্ঠ হয়ে থাকতে দেকা গিয়েছে ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 23, 2023, 6:28 PM IST

নয়াদিল্লি, 23 অক্টোবর: বিতর্ক পিছু ছাড়ছে না তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের ৷ 'ক্যাশ ফর কোয়ারি' ইস্যুর মধ্যেই কংগ্রেস সাংসদ শশী থারুরের সঙ্গে মহুয়ার ব্যক্তিগত মুহূর্তের ছবি ভাইরাল হয় সোশাল মিডিয়ায় ৷ যা নিয়ে ফের নতুন করে বিতর্ক তৈরি হয়েছে মহুয়াকে ঘিরে ৷ যদিও ভাইরাল হওয়া ছবি নিয়ে তেমন কোনও প্রতিক্রিয়া দেখা যায়নি তৃণমূল সাংসদের ৷ তবে এবার তা নিয়েই মুখ খুললেন কংগ্রেস সাংসদ থারুর ৷

সম্প্রতি, মহুয়ার বিরুদ্ধে ঘুষ নিয়ে সংসদে প্রশ্ন করার অভিযোগ উঠেছে ৷ অভিযোগ করেছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে ৷ বিষয়টি নিয়ে লোকসভার অধ্যক্ষের পাশাপাশি সিবিআই-এর কাছেও অভিযোগ দায়ের করা হয়েছে ৷ তৃণমূল সাংসদের বিরুদ্ধে অভিযোগ, আদানি ইস্যুতে সংসদে প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবসায়ী হিরনন্দানির থেকে ঘুষ নিয়েছেন মহুয়া ৷ এরপরই ঘটনার তদন্তভার এথিক্স কমিটির কাছে পাঠিয়েছে লোকসভার স্পিকার ওম বিড়লা ৷ আর এই ইস্যুতে রাজনৈতিক মহল যখন তোলপাড় সেই সময়ই মহুয়ার সঙ্গে থারুরের একাধিক ব্যক্তিগত মুহূর্তের ছবি ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায় ৷ কোনও ছবিতে দু'জনকে একসঙ্গে হাতে পানীয়ের গ্লাস নিয়ে দেখা যাচ্ছে, তো কোনও ছবিতে উভয়কেই ঘনিষ্ট হয়ে থাকতে দেখা গিয়েছে ৷

আর তৃণমূল সাংসদ মহুয়া মিত্রের সঙ্গে তাঁর ভাইরাল হওয়া এই সব ছবি নিয়ে এবার মুখ খুললেন কংগ্রেস সাংসদ শশী থারুর ৷ তিনি বলেন, "আমার জীবন জনগণের জন্য উৎর্গীকৃত। এই ধরনের ট্রল সস্তা রাজনীতির একটি অংশ মাত্র। আমার মতে, এটি কোনও গুরুতর সমস্যা নয়।" তবে শশী থারুরের সঙ্গে মহুয়ার ছবি নিয়ে কংগ্রেস বা তৃণমূল কোনও তরফ থেকেই কোনও মন্তব্য করা হয়নি ৷ অন্যদিকে, মহুয়ার 'ক্যাশ ফর কোয়ারি' ইস্যুতেও খানিক নিশ্চুপ থাকতেই চাইছে তৃণমূল ৷

আরও পড়ুন: 'চব্বিশের নির্বাচনে বিজেপিকে হারানো দেশপ্রেমের কাজ', মন্তব্য কেজরিওয়ালের

রবিবারই তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও ব্রায়েন জানিয়েছেন, দল এই মুহূর্তে এই বিষয়ে আগ বাড়িয়ে কোনও পদক্ষেপ নেওয়ার পক্ষপাতি নয় ৷ তাঁর কথায়, "সংসদীয় কমিটির সিদ্ধান্তের পরই মহুয়া ইস্যুতে পদক্ষেপ করবে দল ৷" অন্যদিকে, মহুয়া অবশ্য জানিয়েছেন, ঘুষ নিয়ে প্রশ্ন করার বিষয়ে সংসদীয় কমিটি বা সিবিআইয়ের প্রশ্নের মুখোমুখি হতে তিনি প্রস্তুত ৷ (এএনআই)

নয়াদিল্লি, 23 অক্টোবর: বিতর্ক পিছু ছাড়ছে না তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের ৷ 'ক্যাশ ফর কোয়ারি' ইস্যুর মধ্যেই কংগ্রেস সাংসদ শশী থারুরের সঙ্গে মহুয়ার ব্যক্তিগত মুহূর্তের ছবি ভাইরাল হয় সোশাল মিডিয়ায় ৷ যা নিয়ে ফের নতুন করে বিতর্ক তৈরি হয়েছে মহুয়াকে ঘিরে ৷ যদিও ভাইরাল হওয়া ছবি নিয়ে তেমন কোনও প্রতিক্রিয়া দেখা যায়নি তৃণমূল সাংসদের ৷ তবে এবার তা নিয়েই মুখ খুললেন কংগ্রেস সাংসদ থারুর ৷

সম্প্রতি, মহুয়ার বিরুদ্ধে ঘুষ নিয়ে সংসদে প্রশ্ন করার অভিযোগ উঠেছে ৷ অভিযোগ করেছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে ৷ বিষয়টি নিয়ে লোকসভার অধ্যক্ষের পাশাপাশি সিবিআই-এর কাছেও অভিযোগ দায়ের করা হয়েছে ৷ তৃণমূল সাংসদের বিরুদ্ধে অভিযোগ, আদানি ইস্যুতে সংসদে প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবসায়ী হিরনন্দানির থেকে ঘুষ নিয়েছেন মহুয়া ৷ এরপরই ঘটনার তদন্তভার এথিক্স কমিটির কাছে পাঠিয়েছে লোকসভার স্পিকার ওম বিড়লা ৷ আর এই ইস্যুতে রাজনৈতিক মহল যখন তোলপাড় সেই সময়ই মহুয়ার সঙ্গে থারুরের একাধিক ব্যক্তিগত মুহূর্তের ছবি ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায় ৷ কোনও ছবিতে দু'জনকে একসঙ্গে হাতে পানীয়ের গ্লাস নিয়ে দেখা যাচ্ছে, তো কোনও ছবিতে উভয়কেই ঘনিষ্ট হয়ে থাকতে দেখা গিয়েছে ৷

আর তৃণমূল সাংসদ মহুয়া মিত্রের সঙ্গে তাঁর ভাইরাল হওয়া এই সব ছবি নিয়ে এবার মুখ খুললেন কংগ্রেস সাংসদ শশী থারুর ৷ তিনি বলেন, "আমার জীবন জনগণের জন্য উৎর্গীকৃত। এই ধরনের ট্রল সস্তা রাজনীতির একটি অংশ মাত্র। আমার মতে, এটি কোনও গুরুতর সমস্যা নয়।" তবে শশী থারুরের সঙ্গে মহুয়ার ছবি নিয়ে কংগ্রেস বা তৃণমূল কোনও তরফ থেকেই কোনও মন্তব্য করা হয়নি ৷ অন্যদিকে, মহুয়ার 'ক্যাশ ফর কোয়ারি' ইস্যুতেও খানিক নিশ্চুপ থাকতেই চাইছে তৃণমূল ৷

আরও পড়ুন: 'চব্বিশের নির্বাচনে বিজেপিকে হারানো দেশপ্রেমের কাজ', মন্তব্য কেজরিওয়ালের

রবিবারই তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও ব্রায়েন জানিয়েছেন, দল এই মুহূর্তে এই বিষয়ে আগ বাড়িয়ে কোনও পদক্ষেপ নেওয়ার পক্ষপাতি নয় ৷ তাঁর কথায়, "সংসদীয় কমিটির সিদ্ধান্তের পরই মহুয়া ইস্যুতে পদক্ষেপ করবে দল ৷" অন্যদিকে, মহুয়া অবশ্য জানিয়েছেন, ঘুষ নিয়ে প্রশ্ন করার বিষয়ে সংসদীয় কমিটি বা সিবিআইয়ের প্রশ্নের মুখোমুখি হতে তিনি প্রস্তুত ৷ (এএনআই)

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.