ETV Bharat / bharat

ওয়াই-ফাইয়ের বিকল্প তৈরি করে চমক দিলেন ওড়িশার পড়ুয়া - জাতীয় বিজ্ঞান মেলা

Odisha Student Discovers Li-Fi: বর্তমান যুগে ইন্টারনেট পরিষেবা ছাড়া দৈনন্দিন জীবন কোনও মতেই ভাবা যায় না ৷ আর সেখানে ওয়াই-ফাইয়ের একটা বড় ভূমিকা রয়েছে ৷ কিন্তু, এই ওয়াই-ফাইয়ের একটি বিকল্প তৈরি হয়ে গিয়েছে ৷ গোয়ায় আয়োজিত জাতীয় বিজ্ঞান মেলায় এমনই এক আবিষ্কার নিয়ে এলেন ওড়িশার জাজপুরের এক পড়ুয়া ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 24, 2023, 10:34 PM IST

জজপুর, 24 নভেম্বর: ওড়িশার দ্বাদশ শ্রেণির ছাত্র জ্ঞান রঞ্জন মিশ্র ৷ এটাই শুধু তার পরিচয় নয় ৷ দ্বাদশের জ্ঞান রঞ্জন এখন পরিচিত তাঁর বৈজ্ঞানিক আবিষ্কারের জন্য ৷ গোয়ায় আয়োজিত জাতীয় বিজ্ঞান মেলায়, ভারত আন্তর্জাতিক উদ্ভাবন এবং উদ্ভাবনী শক্তির প্রতিযোগিতায় পাঁচটি সোনার পদক জিতেছে এই পড়ুয়া ৷ সে ইন্টারনেট পরিষেবার অন্যতম মাধম্য ওয়াই-ফাইয়ের বিকল্প আবিষ্কার করে চমক দিয়েছে ৷ আর সেই বিকল্পের নাম 'লাই-ফাই' ৷ প্রজেক্ট কম্পিটিশন এবং রিসার্চ বিভাগে পাঁচটি সোনার পদক জিতেছে জ্ঞান রঞ্জন মিশ্র ৷ তাঁর এই আবিষ্কারের প্রশংসা করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ৷

বর্তমান যুগে ইন্টারনেট পরিষেবা ছাড়া সাধারণ মানুষের জীবনযাত্রা ভাবাই যায় না ৷ আর সরকারি, বেসরকারি যে কোনও ক্ষেত্রে ইন্টারনেট এখন বাধ্যতামূলক ৷ আর অধিকাংশ ক্ষেত্রে ব্রডব্যান্ড এবং ওয়াই-ফাইয়ের মাধ্যমে ইন্টারনেট পরিষেবা দেওয়া হয় ৷ কিন্তু, এই ওয়াই-ফাইয়ের বিকল্প আবিষ্কার করে ফেলল ওড়িশার জাজপুরের জ্ঞান ৷ সে লাই-ফাই তৈরি করেছেন ৷ ওয়াই-ফাই যে হারে ব্যবহার হচ্ছে বর্তমানে, তার থেকে হওয়া রেডিয়েশন মানব শরীরের প্রভুত ক্ষতি করছে ৷

কিন্তু, জ্ঞান রঞ্জনের আবিষ্কারে জীবনের এই ঝুঁকি একেবারেই নেই ৷ রেডিয়েশন মুক্ত হওয়ায় এবং মানবজীবনের ক্ষতি না করায়, এর নামে সে রেখেছে 'লাই-ফাই' ৷ জ্ঞান জানিয়েছে এই লাই-ফাইয়ের কোনও রেডিয়েশনের প্রভাব নেই মানুষের উপর ৷ তার কথায়, ‘‘লাই-ফাই হল একটি দ্বিমুখী তারবিহীন ব্যবস্থা, যা এলইডি বা ইনফ্রারেড আলোর মাধ্যমে ডেটা পরিষেবা দেয় ৷’’

উল্লেখ্য, 2020 সালে করোনার শুরুতে জ্ঞান রঞ্জন মিশ্র নবম শ্রেণিতে পড়ত ৷ সেই সময় বাড়ি বন্দি অবস্থায় তাঁর খেলাধূলা এবং অন্যান্য সব কাজ বন্ধ হয়ে গিয়েছিল ৷ শুধুমাত্র অনলাইন ক্লাস বাদে ৷ এই পরিস্থিতিতে দু’বছর ধরে বাড়িতে থাকা বৈদ্যুৎতিন সামগ্রীর ভাঙাচোরা অংশ নিয়ে নানান গবেষণা করতে শুরু করে জ্ঞান ৷ সেই সময় হঠাৎ তার মাথায় ওয়াই-ফাইয়ের বিকল্প আবিষ্কারের কথা মাথায় আসে ৷ সেই থেকে লাই-ফাইয়ের উপর গবেষণা শুরু করে সে ৷ 2 বছরের চেষ্টায় সফল হয় জ্ঞান ৷ এবার সেই আবিষ্কার জাতীয় বিজ্ঞান মেলায় তাঁর হাতে দিনের আলো দেখলো ৷

আরও পড়ুন:

  1. চলতি বছরে এই পাসওয়ার্ডেই ভরসা রেখেছেন অধিকাংশ ভারতীয়, আপনিও তালিকায় আছেন নাকি ?
  2. 11 বছর বয়সেই গ্রহাণু আবিষ্কার, মহাকাশ গবেষণায় নজির হায়দরাবাদের পল্লম সিদ্ধিক্ষার
  3. ডিফল্ট সার্চ ইঞ্জিন গুগল, টেক-ফার্মকে অর্থপ্রদানেও রাজি পিচাই

জজপুর, 24 নভেম্বর: ওড়িশার দ্বাদশ শ্রেণির ছাত্র জ্ঞান রঞ্জন মিশ্র ৷ এটাই শুধু তার পরিচয় নয় ৷ দ্বাদশের জ্ঞান রঞ্জন এখন পরিচিত তাঁর বৈজ্ঞানিক আবিষ্কারের জন্য ৷ গোয়ায় আয়োজিত জাতীয় বিজ্ঞান মেলায়, ভারত আন্তর্জাতিক উদ্ভাবন এবং উদ্ভাবনী শক্তির প্রতিযোগিতায় পাঁচটি সোনার পদক জিতেছে এই পড়ুয়া ৷ সে ইন্টারনেট পরিষেবার অন্যতম মাধম্য ওয়াই-ফাইয়ের বিকল্প আবিষ্কার করে চমক দিয়েছে ৷ আর সেই বিকল্পের নাম 'লাই-ফাই' ৷ প্রজেক্ট কম্পিটিশন এবং রিসার্চ বিভাগে পাঁচটি সোনার পদক জিতেছে জ্ঞান রঞ্জন মিশ্র ৷ তাঁর এই আবিষ্কারের প্রশংসা করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ৷

বর্তমান যুগে ইন্টারনেট পরিষেবা ছাড়া সাধারণ মানুষের জীবনযাত্রা ভাবাই যায় না ৷ আর সরকারি, বেসরকারি যে কোনও ক্ষেত্রে ইন্টারনেট এখন বাধ্যতামূলক ৷ আর অধিকাংশ ক্ষেত্রে ব্রডব্যান্ড এবং ওয়াই-ফাইয়ের মাধ্যমে ইন্টারনেট পরিষেবা দেওয়া হয় ৷ কিন্তু, এই ওয়াই-ফাইয়ের বিকল্প আবিষ্কার করে ফেলল ওড়িশার জাজপুরের জ্ঞান ৷ সে লাই-ফাই তৈরি করেছেন ৷ ওয়াই-ফাই যে হারে ব্যবহার হচ্ছে বর্তমানে, তার থেকে হওয়া রেডিয়েশন মানব শরীরের প্রভুত ক্ষতি করছে ৷

কিন্তু, জ্ঞান রঞ্জনের আবিষ্কারে জীবনের এই ঝুঁকি একেবারেই নেই ৷ রেডিয়েশন মুক্ত হওয়ায় এবং মানবজীবনের ক্ষতি না করায়, এর নামে সে রেখেছে 'লাই-ফাই' ৷ জ্ঞান জানিয়েছে এই লাই-ফাইয়ের কোনও রেডিয়েশনের প্রভাব নেই মানুষের উপর ৷ তার কথায়, ‘‘লাই-ফাই হল একটি দ্বিমুখী তারবিহীন ব্যবস্থা, যা এলইডি বা ইনফ্রারেড আলোর মাধ্যমে ডেটা পরিষেবা দেয় ৷’’

উল্লেখ্য, 2020 সালে করোনার শুরুতে জ্ঞান রঞ্জন মিশ্র নবম শ্রেণিতে পড়ত ৷ সেই সময় বাড়ি বন্দি অবস্থায় তাঁর খেলাধূলা এবং অন্যান্য সব কাজ বন্ধ হয়ে গিয়েছিল ৷ শুধুমাত্র অনলাইন ক্লাস বাদে ৷ এই পরিস্থিতিতে দু’বছর ধরে বাড়িতে থাকা বৈদ্যুৎতিন সামগ্রীর ভাঙাচোরা অংশ নিয়ে নানান গবেষণা করতে শুরু করে জ্ঞান ৷ সেই সময় হঠাৎ তার মাথায় ওয়াই-ফাইয়ের বিকল্প আবিষ্কারের কথা মাথায় আসে ৷ সেই থেকে লাই-ফাইয়ের উপর গবেষণা শুরু করে সে ৷ 2 বছরের চেষ্টায় সফল হয় জ্ঞান ৷ এবার সেই আবিষ্কার জাতীয় বিজ্ঞান মেলায় তাঁর হাতে দিনের আলো দেখলো ৷

আরও পড়ুন:

  1. চলতি বছরে এই পাসওয়ার্ডেই ভরসা রেখেছেন অধিকাংশ ভারতীয়, আপনিও তালিকায় আছেন নাকি ?
  2. 11 বছর বয়সেই গ্রহাণু আবিষ্কার, মহাকাশ গবেষণায় নজির হায়দরাবাদের পল্লম সিদ্ধিক্ষার
  3. ডিফল্ট সার্চ ইঞ্জিন গুগল, টেক-ফার্মকে অর্থপ্রদানেও রাজি পিচাই
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.