নয়াদিল্লি, 18 মে : করোনা থেকে সুস্থ হওয়ার পর টিকার জন্য অপেক্ষা করতে হবে নয় মাস ৷ করোনা জয়ীদের টিকা নেওয়ার ক্ষেত্রে সময়সীমা বাড়ানোর প্রস্তাব দিয়েছে জাতীয় টিকাকরণ উপদেষ্টা কমিটি ৷ কিছুদিনের মধ্যে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ৷
অতীতে এই কেন্দ্রীয় কমিটি কোভিড পরবর্তী টিকা নেওয়ার সময়সীমা 6 মাস করার প্রস্তাব দিয়েছিল ৷ সেই কমিটি এখন বলছে, করোনা জয়ীদের টিকা নিতে অন্তত 9 মাস অপেক্ষা করতে হবে ৷ পাশাপাশি গর্ভবতী মহিলাদের ভ্যাকসিনের আওতায় নিয়ে আনার প্রস্তাব দেওয়া হয়েছে ৷ পার্শ্বপ্রতিক্রিয়ার কথা ভেবে এতদিন গর্ভবতী মহিলাদের করোনা ভ্যাকসিন নেওয়ার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল ৷ কিন্তু জাতীয় টিকাকরণ উপদেষ্টা কমিটি বলছে, গর্ভবতী মহিলা ও যাঁরা সদ্য মা হয়েছেন তাঁরা টিকা নিলে সমস্যা হবে না ৷
আরও পড়ুন : বেশি সংখ্যায় ভ্যাকসিন সরবরাহ করার চেষ্টা করছে কেন্দ্র : প্রধানমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রকের বর্তমান প্রটোকল অনুযায়ী, করোনা থেকে সেরে ওঠার পর চার থেকে আট সপ্তাহ পর নেওয়া যাবে কোভিড ভ্যাকসিনের প্রথম ডোজ ৷ পাশাপাশি গর্ভবতী মহিলারা ভ্যাকসিনের আওতা থেকে বাইরে রয়েছেন ৷ এই নিয়মে বদল আনতে চাইছে কেন্দ্রীয় কমিটি ৷ বর্তমানে দেশে করোনা ভ্য়াকসিনের সংকট চলছে ৷ প্রায় প্রতিটি রাজ্য ভ্যাকসিনের অভাবের কথা বলেছে ৷ এমন পরিস্থিতিতে করোনা জয়ীদের ভ্যাকসিন নেওয়ার সময়সীমা সর্বোচ্চ 9 মাস করার প্রস্তাব দিল জাতীয় টিকাকরণ উপদেষ্টা কমিটি ৷
এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ন্যাশনাল এক্সপার্ট গ্রুপ অন ভ্যাকসিন অ্যাডমিনিষ্ট্রেশন ৷ তবে অতীতে এই প্যানেল একটি প্রস্তাব বাতিল করে দিয়েছিল ৷ যাঁরা ভ্যাকসিন নিচ্ছেন তাঁদের শারীরিক পরিস্থিতির উপর নিয়মিত নজর রাখা এবং ভ্য়াকসিন নেওয়ার আগে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করার প্রস্তাব দেওয়া হয়েছিল কমিটির তরফে ৷ যদিও এই প্যানেল প্রস্তাব নাকচ করে দেয় ৷ তবে করোনা জয়ীদের টিকা নেওয়ার সময়সীমা বাড়ানোর প্রস্তাবটি নিয়ে কেন্দ্রের সিলমোহর পড়তে পারে বলেই অনুমান ৷