ETV Bharat / bharat

Bengali Criminal Arrested in Kerala তৃণমূল নেতা সহ বঙ্গে 3 খুনে জড়িত কুখ্যাত দুষ্কৃতী ধরা পড়ল কেরালায় - কেরালায় গ্রেফতার

তৃণমূল নেতা সহ পশ্চিমবঙ্গে 3টি খুনের সঙ্গে জড়িত কুখ্যাত দুষ্কৃতী ধরা পড়ল কেরালার কোঝিকোড়েতে (Bengali Criminal Arrested in Kerala)৷ তাকে বাংলার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে ৷

Notorious Bengali criminal, wanted in the murder of a TMC leader and two others, arrested from Kozhikode
তৃণমূল নেতা সহ বঙ্গে 3 খুনের অভিযুক্ত ধরা পড়ল কেরালায়
author img

By

Published : Aug 26, 2022, 4:27 PM IST

কোঝিকোড়ে, 26 অগস্ট: পশ্চিমবঙ্গে এক তৃণমূল নেতা-সহ তিনটি খুনের ঘটনায় জড়িত কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করা হল কেরালা থেকে (Bengali Criminal Arrested in Kerala)৷ কোঝিকোড়েতে তার ডেরায় হানা দিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ ৷

ধৃতের নাম রবিকুল সর্দার (Ravikul Sardar)৷ তার বাড়ি উত্তর 24 পরগনায় ৷ কোঝিকোড়ের মীনচানথা এলাকায় অন্যান্য বেশ কয়েকজন বাঙালি পরিযায়ী শ্রমিকের সঙ্গে থাকত রবিকুল ৷ তার ফোনের লোকেশন ট্র্যাক করে পুলিশ জানতে পারে যে, মীনচানথা এলাকার কাছে পান্নিয়াংকারাতে রয়েছে সে ৷ সেখানে অতর্কিতে হানা দিয়ে রবিকুলকে গ্রেফতার করে সাইবার সেল পুলিশ ৷ তাকে গোপন আস্তানা খুঁজে দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে আরও তিনজনকে ৷

এই ঘটনায় পশ্চিমবঙ্গ পুলিশের সঙ্গে যোগাযোগ রেখে তদন্ত চালিয়েছে কোঝিকোড়ে পুলিশ (Kozhikode Arrest)৷ রবিকুলের খোঁজ চলাকালীন তার বিষয়ে নানা তথ্য তারা সংগ্রহ করে বাংলার পুলিশের থেকে ৷

আরও পড়ুন: পুলিশের নামে সোশাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট খুলে তোলাবাজি, সত্যতা স্বীকার মালদা পুলিশ সুপারের

গত 7 জুলাই এক তৃণমূল নেতাকে সে খুন করেছে বলে অভিযোগ ৷ এ ছাড়াও আরও দুজনকে খুন করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে ৷ তিনটি হত্যা করার পর সে পশ্চিমবঙ্গ ছেড়ে কেরালায় গিয়ে গা ঢাকা দেয় বলে দাবি পুলিশের ৷ তার বিরুদ্ধে আরও বেশকয়েকটি ফৌজদারি মামলা ঝুলছে বলে জানিয়েছে পুলিশ ৷ কোঝিকোড়ে থেকে গ্রেফতার করে রবিকুল সর্দারকে পশ্চিমবঙ্গ পুলিশের (West Bengal Police) হাতে তুলে দেওয়া হয়েছে ৷

কোঝিকোড়ে, 26 অগস্ট: পশ্চিমবঙ্গে এক তৃণমূল নেতা-সহ তিনটি খুনের ঘটনায় জড়িত কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করা হল কেরালা থেকে (Bengali Criminal Arrested in Kerala)৷ কোঝিকোড়েতে তার ডেরায় হানা দিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ ৷

ধৃতের নাম রবিকুল সর্দার (Ravikul Sardar)৷ তার বাড়ি উত্তর 24 পরগনায় ৷ কোঝিকোড়ের মীনচানথা এলাকায় অন্যান্য বেশ কয়েকজন বাঙালি পরিযায়ী শ্রমিকের সঙ্গে থাকত রবিকুল ৷ তার ফোনের লোকেশন ট্র্যাক করে পুলিশ জানতে পারে যে, মীনচানথা এলাকার কাছে পান্নিয়াংকারাতে রয়েছে সে ৷ সেখানে অতর্কিতে হানা দিয়ে রবিকুলকে গ্রেফতার করে সাইবার সেল পুলিশ ৷ তাকে গোপন আস্তানা খুঁজে দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে আরও তিনজনকে ৷

এই ঘটনায় পশ্চিমবঙ্গ পুলিশের সঙ্গে যোগাযোগ রেখে তদন্ত চালিয়েছে কোঝিকোড়ে পুলিশ (Kozhikode Arrest)৷ রবিকুলের খোঁজ চলাকালীন তার বিষয়ে নানা তথ্য তারা সংগ্রহ করে বাংলার পুলিশের থেকে ৷

আরও পড়ুন: পুলিশের নামে সোশাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট খুলে তোলাবাজি, সত্যতা স্বীকার মালদা পুলিশ সুপারের

গত 7 জুলাই এক তৃণমূল নেতাকে সে খুন করেছে বলে অভিযোগ ৷ এ ছাড়াও আরও দুজনকে খুন করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে ৷ তিনটি হত্যা করার পর সে পশ্চিমবঙ্গ ছেড়ে কেরালায় গিয়ে গা ঢাকা দেয় বলে দাবি পুলিশের ৷ তার বিরুদ্ধে আরও বেশকয়েকটি ফৌজদারি মামলা ঝুলছে বলে জানিয়েছে পুলিশ ৷ কোঝিকোড়ে থেকে গ্রেফতার করে রবিকুল সর্দারকে পশ্চিমবঙ্গ পুলিশের (West Bengal Police) হাতে তুলে দেওয়া হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.