ETV Bharat / bharat

Nirmala Sitharaman on New Tax Regime: নতুন করকাঠামোয় মানুষের হাতে খরচের টাকা বাড়বে, দাবি নির্মলার - করছাড়

লোকসভার আলোচনা পর্বে নয়া করকাঠামোর ভূয়সী প্রশংসা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman on New Tax Regime) ৷ কী বললেন তিনি ?

Nirmala Sitharaman claims People will have more Disposable Income under New Tax Regime
ফাইল ছবি
author img

By

Published : Feb 10, 2023, 8:13 PM IST

নয়াদিল্লি, 10 ফেব্রুয়ারি: কেন্দ্রের নতুন কর কাঠামোয় উপকৃত হবে দেশের আমজনতা ৷ তাদের হাতে খরচ করার মতো অর্থের (People will have more Disposable Income) জোগান আরও বাড়বে ৷ শুক্রবার এমনটাই দাবি করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman on New Tax Regime) ৷ তাঁর বক্তব্য হল, নতুন কর কাঠামোয় বার্ষিক 7 লক্ষ টাকা পর্যন্ত রোজগারের উপর কোনও আয়কর দিতে হবে না ৷ ফলে করবাবদ বিরাট অর্থ বাঁচানোর সুযোগ পাবেন উপার্জনকারীরা ৷ সেই বেঁচে যাওয়া অর্থ অন্য়ান্য খাতে খরচ করতে পারবেন তাঁরা ৷ অর্থাৎ, এতে তাঁদের ক্রয়ক্ষমতাও বাড়বে ৷

এদিন লোকসভায় কেন্দ্রীয় বাজেটের (Union Budget 2023) উপর আলোচনা করা হয় ৷ তখনই একটি প্রশ্নের জবাবে নির্মলা বলেন, এবারের বাজেট আদতে ভারসাম্যের বাজেট ৷ এই বাজেট নির্ধারিত আর্থিক সীমাবদ্ধতার মধ্যে থেকেও উন্নয়নের প্রয়োজনীয়তাগুলির মধ্যে ভারসাম্য বজায় রাখতে সক্ষম হয়েছে ৷

আরও পড়ুন: কথার কারসাজিতে আয়কর ছাড় নিয়ে মিথ্যে স্বপ্ন দেখিয়েছে কেন্দ্র, অভিযোগ মমতার

কেন্দ্রীয় অর্থমন্ত্রীর দাবি, এবারের বাজেট নির্দিষ্ট কয়েকটি বিষয়কে মাথায় রেখে তৈরি করা হয়েছে ৷ বাজেট প্রস্তুত করার সময় মধ্যবিত্তের স্বার্থ, কর্মনিয়োগের সুযোগ তৈরি, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নতি, কৃষির উন্নয়ন, গ্রামীণ জনজীবন, স্বাস্থ্য পরিকাঠামো এবং পরিবেশবান্ধব উন্নয়নের মতো বিষয়গুলিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে ৷

এই প্রসঙ্গেই নির্মলা বলেন, এবারের বাজেটে যে করকাঠামো ঘোষণা করা হয়েছে, তা 'অত্যন্ত আকর্ষণীয়' ! কারণ, এবারের বাজেটে করছাড়ের ঊর্ধ্বসীমা 3 লক্ষ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে ৷ যা আগে 2 লক্ষ 50 হাজার টাকা পর্যন্ত ছিল ৷ একইসঙ্গে, নয়া করকাঠামোয় 50 হাজার টাকা কেটে নেওয়ার ব্যবস্থাও বজায় থাকছে ৷ এর ফলে মধ্যবিত্ত করদাতাদের মধ্যে অধিকাংশই উপকৃত হবেন ৷ কারণ, আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা বাড়িয়ে বছরে 7 লক্ষ টাকা করা হয়েছে ৷ ফলে মানুষের হাতে খরচ করার মতো টাকার জোগান অনেকটাই বাড়বে ৷ আগামী আর্থিক বছর থেকেই ভারতে নয়া করকাঠামো কার্যকর করা হবে ৷

নয়াদিল্লি, 10 ফেব্রুয়ারি: কেন্দ্রের নতুন কর কাঠামোয় উপকৃত হবে দেশের আমজনতা ৷ তাদের হাতে খরচ করার মতো অর্থের (People will have more Disposable Income) জোগান আরও বাড়বে ৷ শুক্রবার এমনটাই দাবি করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman on New Tax Regime) ৷ তাঁর বক্তব্য হল, নতুন কর কাঠামোয় বার্ষিক 7 লক্ষ টাকা পর্যন্ত রোজগারের উপর কোনও আয়কর দিতে হবে না ৷ ফলে করবাবদ বিরাট অর্থ বাঁচানোর সুযোগ পাবেন উপার্জনকারীরা ৷ সেই বেঁচে যাওয়া অর্থ অন্য়ান্য খাতে খরচ করতে পারবেন তাঁরা ৷ অর্থাৎ, এতে তাঁদের ক্রয়ক্ষমতাও বাড়বে ৷

এদিন লোকসভায় কেন্দ্রীয় বাজেটের (Union Budget 2023) উপর আলোচনা করা হয় ৷ তখনই একটি প্রশ্নের জবাবে নির্মলা বলেন, এবারের বাজেট আদতে ভারসাম্যের বাজেট ৷ এই বাজেট নির্ধারিত আর্থিক সীমাবদ্ধতার মধ্যে থেকেও উন্নয়নের প্রয়োজনীয়তাগুলির মধ্যে ভারসাম্য বজায় রাখতে সক্ষম হয়েছে ৷

আরও পড়ুন: কথার কারসাজিতে আয়কর ছাড় নিয়ে মিথ্যে স্বপ্ন দেখিয়েছে কেন্দ্র, অভিযোগ মমতার

কেন্দ্রীয় অর্থমন্ত্রীর দাবি, এবারের বাজেট নির্দিষ্ট কয়েকটি বিষয়কে মাথায় রেখে তৈরি করা হয়েছে ৷ বাজেট প্রস্তুত করার সময় মধ্যবিত্তের স্বার্থ, কর্মনিয়োগের সুযোগ তৈরি, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নতি, কৃষির উন্নয়ন, গ্রামীণ জনজীবন, স্বাস্থ্য পরিকাঠামো এবং পরিবেশবান্ধব উন্নয়নের মতো বিষয়গুলিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে ৷

এই প্রসঙ্গেই নির্মলা বলেন, এবারের বাজেটে যে করকাঠামো ঘোষণা করা হয়েছে, তা 'অত্যন্ত আকর্ষণীয়' ! কারণ, এবারের বাজেটে করছাড়ের ঊর্ধ্বসীমা 3 লক্ষ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে ৷ যা আগে 2 লক্ষ 50 হাজার টাকা পর্যন্ত ছিল ৷ একইসঙ্গে, নয়া করকাঠামোয় 50 হাজার টাকা কেটে নেওয়ার ব্যবস্থাও বজায় থাকছে ৷ এর ফলে মধ্যবিত্ত করদাতাদের মধ্যে অধিকাংশই উপকৃত হবেন ৷ কারণ, আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা বাড়িয়ে বছরে 7 লক্ষ টাকা করা হয়েছে ৷ ফলে মানুষের হাতে খরচ করার মতো টাকার জোগান অনেকটাই বাড়বে ৷ আগামী আর্থিক বছর থেকেই ভারতে নয়া করকাঠামো কার্যকর করা হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.