ETV Bharat / bharat

Nipah virus : কোঝিকোড়ে মৃত বালকের সংস্পর্শে আসা সকলের রিপোর্ট নেগেটিভ

author img

By

Published : Sep 7, 2021, 12:56 PM IST

কেরালায় নিপা ভাইরাসের সংক্রমণে মৃত 12 বছরের বালকের ঘনিষ্ঠ সংস্পর্শে আসা 8 জনের রক্ত পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে ৷ গত রবিবার কোঝিকোড়ে ওই বালকের মৃত্যু হয় ৷ তার পরই ওই বালকের মা-বাবা এবং তাঁর চিকিৎসা করা 6 স্বাস্থ্যকর্মীর রক্তের নমুনা পরীক্ষা করা হয় ৷

nipah-virus-close-contacts-of-deceased-child-test-negative
কোঝিকোড় মৃত কিশোরের সংস্পর্শে আসা সকলের রিপোর্ট নেগেটিভ

কোঝিকোড়, 7 সেপ্টেম্বর : কোঝিকোড় জেলায় নিপা ভাইরাসের সংক্রমণে মৃত 12 বছরের বালকের সংস্পর্শে আসা সকলের রিপোর্ট নেগেটিভ ৷ মোট 8 জন ব্যক্তি নিপা ভাইরাসে আক্রান্ত ওই বালকের ঘনিষ্ঠ সংস্পর্শে এসেছিলেন ৷ ওই 8 জনের নিপা ভাইরাস পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসার পর স্বস্তির নিশ্বাস ফেলেছে কেরালা প্রশাসন ৷ এ নিয়ে কেরালার স্বাস্থ্য মন্ত্রী বীণা জর্জ বলেন, ‘‘ওই বাচ্চাটির সংস্পর্শে আসা তার মা-বাবা এবং স্বাস্থ্যকর্মীরা, যাঁরা তার চিকিৎসা করেছিলেন ৷ সবার রিপোর্ট নেগেটিভ এসেছে ৷ এই মুহূর্তের জন্য একটু স্বস্তি পাওয়া গেল ৷ কারণ যাঁরা ওই বাচ্চাটির খুব কাছে গিয়েছিলেন তাঁদের সবার রিপোর্ট নেগেটিভ এসেছে ৷ মঙ্গলবার আরও স্যাম্পেল পরীক্ষা করা হবে ৷’’

কেরালা স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছিল, মোট 251 জন ওই বালকের সংস্পর্শে এসেছিলেন ৷ যাঁদের মধ্যে 129 জন স্বাস্থ্যকর্মী ৷ মোট 54 জনকে কোঝিকোড় মেডিক্যাল কলেজে আইসোলেশনে রাখা হয়েছে ৷ কারণ, তাঁদের সবার সংক্রমিত হওয়ার খুব বেশি সম্ভাবনা রয়েছে ৷ ওই 54 জনের মধ্যে 30 জন স্বাস্থ্যকর্মী রয়েছেন ৷ অন্যদিকে, এই 54 জনের মধ্যে সংক্রমণের লক্ষণ দেখা দিয়েছিল, তাঁরা সবাই এই মুহূর্তে সুস্থ রয়েছেন ৷ এই পরিস্থিতিতে নিপা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ করতে কেরালা সরকার তাদের স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে চূড়ান্ত সতর্কতা জারি করেছে ৷ স্বাস্থ্য দফতরের তরফে কোঝিকোড়, কন্নৌর, মালাপ্পুরম এবং ওয়েনাড় জেলায় চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে ৷

আরও পড়ুন : Corona Update India : আরও কমল দৈনিক সংক্রমণ, সক্রিয় রোগী চার লাখের নিচে

পাশাপাশি এই চার জেলার স্থানীয় প্রশাসনকে নিপা ভাইরাসের সংক্রমণের উৎস খোঁজার বিষয়টি আরও জোরদার করতে বলা হয়েছে ৷ যাতে এর সংক্রমণ আর ছড়িয়ে পড়তে না পারে ৷ প্রসঙ্গত, নিপা ভাইরাসের সংক্রমণে মৃত বালককে গত 27 অগস্ট প্রথমবার স্থানীয় এক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করানো হয়েছিল ৷ পরবর্তী সময়ে ওমাসেরিতে এক বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয় ৷ সেখান থেকে কোঝিকোড় মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ পরবর্তী সময়ে ফের তাকে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয় ৷ যেখানে গত রবিবার তার মৃত্যু হয় ৷ ওই বালকের রক্তের নমুনা পরীক্ষার জন্য পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি-তে পাঠানো হয়েছিল ৷ সেখান থেকে আসা রিপোর্টে তার শরীরে নিপা ভাইরাসের সংক্রমণের বিষয়টি নিশ্চিত করা হয় ৷ 2018 সালে প্রথম দক্ষিণ ভারতে নিপা ভাইরাসের সংক্রমণ সামনে আসে ৷ সেই সময় কেরালায় মোট 17 জনের মৃত্যু হয়েছিল এবং পরবর্তী সময়ে আরও 18 জনের শীরের এই ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছিল ৷

আরও পড়ুন : West Bengal corona update : টেস্ট কমতেই একধাক্কায় সংক্রমণ কমে পাঁচশোর ঘরে, বাড়ল মৃত্যু

কোঝিকোড়, 7 সেপ্টেম্বর : কোঝিকোড় জেলায় নিপা ভাইরাসের সংক্রমণে মৃত 12 বছরের বালকের সংস্পর্শে আসা সকলের রিপোর্ট নেগেটিভ ৷ মোট 8 জন ব্যক্তি নিপা ভাইরাসে আক্রান্ত ওই বালকের ঘনিষ্ঠ সংস্পর্শে এসেছিলেন ৷ ওই 8 জনের নিপা ভাইরাস পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসার পর স্বস্তির নিশ্বাস ফেলেছে কেরালা প্রশাসন ৷ এ নিয়ে কেরালার স্বাস্থ্য মন্ত্রী বীণা জর্জ বলেন, ‘‘ওই বাচ্চাটির সংস্পর্শে আসা তার মা-বাবা এবং স্বাস্থ্যকর্মীরা, যাঁরা তার চিকিৎসা করেছিলেন ৷ সবার রিপোর্ট নেগেটিভ এসেছে ৷ এই মুহূর্তের জন্য একটু স্বস্তি পাওয়া গেল ৷ কারণ যাঁরা ওই বাচ্চাটির খুব কাছে গিয়েছিলেন তাঁদের সবার রিপোর্ট নেগেটিভ এসেছে ৷ মঙ্গলবার আরও স্যাম্পেল পরীক্ষা করা হবে ৷’’

কেরালা স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছিল, মোট 251 জন ওই বালকের সংস্পর্শে এসেছিলেন ৷ যাঁদের মধ্যে 129 জন স্বাস্থ্যকর্মী ৷ মোট 54 জনকে কোঝিকোড় মেডিক্যাল কলেজে আইসোলেশনে রাখা হয়েছে ৷ কারণ, তাঁদের সবার সংক্রমিত হওয়ার খুব বেশি সম্ভাবনা রয়েছে ৷ ওই 54 জনের মধ্যে 30 জন স্বাস্থ্যকর্মী রয়েছেন ৷ অন্যদিকে, এই 54 জনের মধ্যে সংক্রমণের লক্ষণ দেখা দিয়েছিল, তাঁরা সবাই এই মুহূর্তে সুস্থ রয়েছেন ৷ এই পরিস্থিতিতে নিপা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ করতে কেরালা সরকার তাদের স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে চূড়ান্ত সতর্কতা জারি করেছে ৷ স্বাস্থ্য দফতরের তরফে কোঝিকোড়, কন্নৌর, মালাপ্পুরম এবং ওয়েনাড় জেলায় চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে ৷

আরও পড়ুন : Corona Update India : আরও কমল দৈনিক সংক্রমণ, সক্রিয় রোগী চার লাখের নিচে

পাশাপাশি এই চার জেলার স্থানীয় প্রশাসনকে নিপা ভাইরাসের সংক্রমণের উৎস খোঁজার বিষয়টি আরও জোরদার করতে বলা হয়েছে ৷ যাতে এর সংক্রমণ আর ছড়িয়ে পড়তে না পারে ৷ প্রসঙ্গত, নিপা ভাইরাসের সংক্রমণে মৃত বালককে গত 27 অগস্ট প্রথমবার স্থানীয় এক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করানো হয়েছিল ৷ পরবর্তী সময়ে ওমাসেরিতে এক বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয় ৷ সেখান থেকে কোঝিকোড় মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ পরবর্তী সময়ে ফের তাকে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয় ৷ যেখানে গত রবিবার তার মৃত্যু হয় ৷ ওই বালকের রক্তের নমুনা পরীক্ষার জন্য পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি-তে পাঠানো হয়েছিল ৷ সেখান থেকে আসা রিপোর্টে তার শরীরে নিপা ভাইরাসের সংক্রমণের বিষয়টি নিশ্চিত করা হয় ৷ 2018 সালে প্রথম দক্ষিণ ভারতে নিপা ভাইরাসের সংক্রমণ সামনে আসে ৷ সেই সময় কেরালায় মোট 17 জনের মৃত্যু হয়েছিল এবং পরবর্তী সময়ে আরও 18 জনের শীরের এই ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছিল ৷

আরও পড়ুন : West Bengal corona update : টেস্ট কমতেই একধাক্কায় সংক্রমণ কমে পাঁচশোর ঘরে, বাড়ল মৃত্যু

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.