হায়দরাবাদ, 20 এপ্রিল : রাজ্যের ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ রুখতে এবার নাইট কার্ফু জারি করল তেলাঙ্গানা সরকার ৷ রাত 9টা থেকে ভোর 5টা অবধি জারি থাকবে এই কার্ফু ৷ আজ থেকেই লাগু হচ্ছে রাত্রিকালীন কার্ফু ৷ যা চলবে 30 এপ্রিল পর্যন্ত ৷
রাত 8টার মধ্যে যাবতীয় সরকারি, বেসরকারি অফিস, শপিং মল, দোকান বন্ধের নির্দেশ দিয়েছে তেলাঙ্গানা সরকার ৷ কার্ফুর বাইরে থাকছে হাসপাতাল, ডায়গনেস্টিক সেন্টার, ওষুধের দোকানের মতো জরুরি পরিষেবা ৷ এছাড়াও কার্ফুর বাইরে থাকছে আইটি, ইন্টারনেট পরিষেবা দানকারী সংস্থা, গ্যাস অফিস, পেট্রল পাম্পের মতো প্রয়োজনীয় পরিষেবা ৷ বিশেষ কারণে বাইরে বেরোতে হলে সঙ্গে রাখতে হবে বিমান, রেল বা বাসের টিকিট ৷ ট্যাক্সি, অটোর মতো যানবাহন চলতে পারে কেবলমাত্র জরুরি পরিষেবার ক্ষেত্রেই ৷
আরও পড়ুন: সুপ্রিম কোর্টে যোগীর স্বস্তি, উত্তরপ্রদেশের 5 শহরে হচ্ছে না লকডাউন
দেশে করোনা সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে ৷ এই পরিস্থিতিতে ইতিমধ্যে নাইট কার্ফু জারি করেছে রাজস্থান, হরিয়ানা ৷ কার্ফু জারি রয়েছে মহারাষ্ট্রে, দিল্লিতে ৷ এছাড়াও কোভিড নিয়ন্ত্রণে বেঙ্গালুরু, কানপুরের মতো বহু বড় শহরে আলাদা করে কার্ফু জারি করা হয়েছে ৷ এই অবস্থায় তেলাঙ্গানা সরকারও আজ থেকে 30 এপ্রিল পর্যন্ত নাইট কার্ফু জারি করল ৷

এদিকে, গত 24 ঘণ্টায় তেলাঙ্গানায় করোনা আক্রান্ত হয়েছেন 5 হাজার 926 জন ৷ মৃত্যু হয়েছে 18 জনের ৷ গতকালই করোনা আক্রান্ত হয়েছেন তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও ৷