ETV Bharat / bharat

Narwal Twin Blasts: নরওয়ালে তিনটি বিস্ফোরণের তদন্তে এনআইএ - পাকিস্তানের জঙ্গি

শনিবার জম্মুর নরওয়ালে দু'টি গাড়িতে দু'টি বিস্ফোরণ হয় ৷ পরে আরেকটি বিস্ফোরণের কথা জানা গিয়েছে ৷ এবার ঘটনাস্থলে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (National Investigation Agency team in Narwal Blasts) ৷

Jammu Narwal Blasts
নরওয়ালে বোমা বিস্ফোরণ
author img

By

Published : Jan 22, 2023, 12:47 PM IST

নরওয়াল, 22 জানুয়ারি: কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দল পৌঁছল জম্মুর বাজালতা এলাকায় ৷ জম্মুর বাজালতায় তিনটি বিস্ফোরণে এক কনস্টেবল-সহ 10 জনের মৃত্যু হয়েছিল শনিবার ৷ তার তদন্তে রবিবার ঘটনাস্থলে পৌঁছল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি ৷ এখনও পর্যন্ত স্থানীয় পুলিশ স্টেশন এর তদন্তে ছিল ৷ তবে এই বিস্ফোরণের ঘটনার দায়িত্ব এনআইএ-র হাতে যাওয়ার সম্ভাবনা আছে (National Investigation Agency team in Jammu to probe three blasts) ৷

প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, ভারত-পাকিস্তান সীমান্তে সন্ত্রাসবাদী হামলার ফলে এই বিস্ফেরণ ৷ পাকিস্তানে বসে এই সমস্ত জঙ্গিদের যাঁরা নির্দেশ দেন তাঁদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে (Pakistan-based handlers) ৷ অতিরিক্ত ডিজিপি মুকেশ সিং (জম্মু), জানান, শনিবার জম্মু শহরের নরওয়ালে দু'টি গাড়িতে দু'টি বিস্ফেরণ হয় ৷ তাতে 6 জন জখম হন ৷ পরে আবার একটা বিস্ফোরণের ঘটনার কথা জানতে পারা যায় ৷

কনস্টেবল সুরিন্দর সিং সিধরা চৌকে তাঁর ডিউটিতে ছিলেন ৷ সেই সময় একটি বালিভর্তি ডাম্পার এসে দাঁড়ায় ৷ পুলিশ সেটি চেক করার জন্য থামায় ৷ হঠাৎ তাতে বিস্ফোরণ হয় ৷ ঘটনাস্থলে উপস্থিত সবাই আহত হন ৷ এনআইএ-র দল সেখানে গিয়ে প্রমাণ সংগ্রহ করবে বলে জানা গিয়েছে ৷ এর আগেও উপত্যকায় একাধিক বিস্ফোরণের ঘটনার তদন্ত করেছেন এনআইএ । এবারও আবারও বিস্ফোেরণের তদন্ত করছে তারা । 2008 সালে মুম্বই হামলা পর দেশেরে বিভিন্ন প্রান্তে নাশকতা রুখতে এই তদন্ত সংস্থাটি তৈরি হয়। যে কোনও রকম নাশকতামূলক কাজকর্ম রুখতে আগাম ব্যবস্থা নিয়ে থাকে এই তদন্ত সংস্থা । সম্প্রতি কেন্দ্রীয় সরকার এনআইএ-ক্ষমতাও অনেকটাই বাড়িয়েছে । সরকারের অনুমান, এর ফলে আরও সাফল্যের সঙ্গে কাজ করতে পারবে এই সংস্থা । তবে তদন্তকারী সংস্থার ক্ষমতা এভাবে বাড়িয়ে দেওয়া নিয়ে রাজনৈতিক মহলে বিতর্কও কম হয়নি ।

আরও পড়ুন: জম্মু নরওয়ালে জোড়া বিস্ফোরণে আহত বেশ কয়েকজন

নরওয়াল, 22 জানুয়ারি: কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দল পৌঁছল জম্মুর বাজালতা এলাকায় ৷ জম্মুর বাজালতায় তিনটি বিস্ফোরণে এক কনস্টেবল-সহ 10 জনের মৃত্যু হয়েছিল শনিবার ৷ তার তদন্তে রবিবার ঘটনাস্থলে পৌঁছল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি ৷ এখনও পর্যন্ত স্থানীয় পুলিশ স্টেশন এর তদন্তে ছিল ৷ তবে এই বিস্ফোরণের ঘটনার দায়িত্ব এনআইএ-র হাতে যাওয়ার সম্ভাবনা আছে (National Investigation Agency team in Jammu to probe three blasts) ৷

প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, ভারত-পাকিস্তান সীমান্তে সন্ত্রাসবাদী হামলার ফলে এই বিস্ফেরণ ৷ পাকিস্তানে বসে এই সমস্ত জঙ্গিদের যাঁরা নির্দেশ দেন তাঁদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে (Pakistan-based handlers) ৷ অতিরিক্ত ডিজিপি মুকেশ সিং (জম্মু), জানান, শনিবার জম্মু শহরের নরওয়ালে দু'টি গাড়িতে দু'টি বিস্ফেরণ হয় ৷ তাতে 6 জন জখম হন ৷ পরে আবার একটা বিস্ফোরণের ঘটনার কথা জানতে পারা যায় ৷

কনস্টেবল সুরিন্দর সিং সিধরা চৌকে তাঁর ডিউটিতে ছিলেন ৷ সেই সময় একটি বালিভর্তি ডাম্পার এসে দাঁড়ায় ৷ পুলিশ সেটি চেক করার জন্য থামায় ৷ হঠাৎ তাতে বিস্ফোরণ হয় ৷ ঘটনাস্থলে উপস্থিত সবাই আহত হন ৷ এনআইএ-র দল সেখানে গিয়ে প্রমাণ সংগ্রহ করবে বলে জানা গিয়েছে ৷ এর আগেও উপত্যকায় একাধিক বিস্ফোরণের ঘটনার তদন্ত করেছেন এনআইএ । এবারও আবারও বিস্ফোেরণের তদন্ত করছে তারা । 2008 সালে মুম্বই হামলা পর দেশেরে বিভিন্ন প্রান্তে নাশকতা রুখতে এই তদন্ত সংস্থাটি তৈরি হয়। যে কোনও রকম নাশকতামূলক কাজকর্ম রুখতে আগাম ব্যবস্থা নিয়ে থাকে এই তদন্ত সংস্থা । সম্প্রতি কেন্দ্রীয় সরকার এনআইএ-ক্ষমতাও অনেকটাই বাড়িয়েছে । সরকারের অনুমান, এর ফলে আরও সাফল্যের সঙ্গে কাজ করতে পারবে এই সংস্থা । তবে তদন্তকারী সংস্থার ক্ষমতা এভাবে বাড়িয়ে দেওয়া নিয়ে রাজনৈতিক মহলে বিতর্কও কম হয়নি ।

আরও পড়ুন: জম্মু নরওয়ালে জোড়া বিস্ফোরণে আহত বেশ কয়েকজন

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.