ETV Bharat / bharat

Yasin Malik: কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা ইয়াসিন মালিকের মৃত্যুদণ্ড চায় এনআইএ, আর্জি আদালতে

জম্মু-কাশ্মীর লিবারেশন ফ্রন্টের প্রধান ইয়াসিন মালিকের মৃত্যুদণ্ড চায় এনআইএ ৷ দিল্লি হাইকোর্টে আবেদন জানানো হয়েছে ৷

ETV Bharat
ফাইল ছবি
author img

By

Published : May 26, 2023, 9:55 PM IST

নয়াদিল্লি, 26 মে: জেলবন্দি কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা তথা জম্মু-কাশ্মীর লিবারেশন ফ্রন্টের প্রধান ইয়াসিন মালিকের মৃত্যুদণ্ড চাইল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ ৷ সন্ত্রাসবাদে অর্থ জোগানোর অভিযোগে ধৃত জেকেএলএফ প্রধানের ফাঁসি চেয়ে শুক্রবার দিল্লি হাইকোর্টে আবেদন জানায় এনআইএ ৷ যদিও এই আবেদনের প্রেক্ষিতে আদালত জানিয়েছে, ব্যতিক্রমী অপরাধ না হলে মৃত্যুদণ্ড দেওয়া হয় না ৷ অপরাধের ধরণ, সমাজে তার প্রভাব ইত্যাদি বিষয়গুলি এক্ষেত্রে মাথায় রাখা হয় ৷ তবে এদিন কোনও রায় ঘোষণা করেনি আদালত, মামলাটির ফের শুনানি হবে সোমবার ৷

এদিন ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে দিল্লি হাইকোর্টের বিচারপতি সিদ্ধার্থ মৃদুল ও তলওয়ান্ত সিংয়ের ডিভিশন বেঞ্চের সামনে পেশ করা হয় ইয়াসিন মালিককে ৷ রুবাইয়া সাইদ অপহরণ মামলায় এদিন ইয়াসিন মালিককে বিচারপতিদের সামনে পেশ করে এনআইএ ৷ বর্তমানে সন্ত্রাসবাদে মদত দেওয়া সংক্রান্ত অন্য একটি মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ভোগ করছেন মালিক ৷ উল্লেখ্য, 2017 সালে কাশ্মীরে অশান্তি ছড়ানোর অভিযোগে গত বছর দোষী সাব্যস্ত হন এই বিচ্ছিন্নতাবাদী নেতা ৷ তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবাদে অর্থ সাহায্য জোগানো, সন্ত্রাস ছড়ানোর ষড়যন্ত্র করা ছাড়াও একাধিক অভিযোগে মামলা হয় ৷ সন্ত্রাস দমন আইনেও মামলা হয় ইয়াসিন মালিকের বিরুদ্ধে ৷ এছাড়াও ইউএপিএ ধারা, ভারতীয় দণ্ডবিধির দেশদ্রোহীতার ধারাও দেওয়া হয়েছে তার বিরুদ্ধে ৷

আরও পড়ুন: সন্ত্রাসের পৃষ্ঠপোষকতা করে দণ্ডিত তিনি, কে এই ইয়াসিন মালিক ?

যদিও ইয়াসিন মালিক বরাবরা দাবি করে এসেছেন তিনি কোনও সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত নন ৷ তার বিরুদ্ধে ইউএপিএ ধারা, দেশদ্রোহিতার যে ধারা দেওয়া হয়েছে সেগুলিও ঠিক হয়নি ৷ সন্ত্রাসবাদে অর্থ জোগানোর যে মামলায় ইতিমধ্যেই ইয়াসিন মালিক দোষী সাব্যস্ত হয়েছেন তার মধ্যে আইপিসি-এর 120বি, 121-এর ধারায় 10 বছর করে কারাদণ্ড হয়েছে তার ৷ এছাড়াও ইউএপিএ আইনের একাধিক ধারা রয়েছে তার বিরুদ্ধে ৷

নয়াদিল্লি, 26 মে: জেলবন্দি কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা তথা জম্মু-কাশ্মীর লিবারেশন ফ্রন্টের প্রধান ইয়াসিন মালিকের মৃত্যুদণ্ড চাইল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ ৷ সন্ত্রাসবাদে অর্থ জোগানোর অভিযোগে ধৃত জেকেএলএফ প্রধানের ফাঁসি চেয়ে শুক্রবার দিল্লি হাইকোর্টে আবেদন জানায় এনআইএ ৷ যদিও এই আবেদনের প্রেক্ষিতে আদালত জানিয়েছে, ব্যতিক্রমী অপরাধ না হলে মৃত্যুদণ্ড দেওয়া হয় না ৷ অপরাধের ধরণ, সমাজে তার প্রভাব ইত্যাদি বিষয়গুলি এক্ষেত্রে মাথায় রাখা হয় ৷ তবে এদিন কোনও রায় ঘোষণা করেনি আদালত, মামলাটির ফের শুনানি হবে সোমবার ৷

এদিন ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে দিল্লি হাইকোর্টের বিচারপতি সিদ্ধার্থ মৃদুল ও তলওয়ান্ত সিংয়ের ডিভিশন বেঞ্চের সামনে পেশ করা হয় ইয়াসিন মালিককে ৷ রুবাইয়া সাইদ অপহরণ মামলায় এদিন ইয়াসিন মালিককে বিচারপতিদের সামনে পেশ করে এনআইএ ৷ বর্তমানে সন্ত্রাসবাদে মদত দেওয়া সংক্রান্ত অন্য একটি মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ভোগ করছেন মালিক ৷ উল্লেখ্য, 2017 সালে কাশ্মীরে অশান্তি ছড়ানোর অভিযোগে গত বছর দোষী সাব্যস্ত হন এই বিচ্ছিন্নতাবাদী নেতা ৷ তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবাদে অর্থ সাহায্য জোগানো, সন্ত্রাস ছড়ানোর ষড়যন্ত্র করা ছাড়াও একাধিক অভিযোগে মামলা হয় ৷ সন্ত্রাস দমন আইনেও মামলা হয় ইয়াসিন মালিকের বিরুদ্ধে ৷ এছাড়াও ইউএপিএ ধারা, ভারতীয় দণ্ডবিধির দেশদ্রোহীতার ধারাও দেওয়া হয়েছে তার বিরুদ্ধে ৷

আরও পড়ুন: সন্ত্রাসের পৃষ্ঠপোষকতা করে দণ্ডিত তিনি, কে এই ইয়াসিন মালিক ?

যদিও ইয়াসিন মালিক বরাবরা দাবি করে এসেছেন তিনি কোনও সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত নন ৷ তার বিরুদ্ধে ইউএপিএ ধারা, দেশদ্রোহিতার যে ধারা দেওয়া হয়েছে সেগুলিও ঠিক হয়নি ৷ সন্ত্রাসবাদে অর্থ জোগানোর যে মামলায় ইতিমধ্যেই ইয়াসিন মালিক দোষী সাব্যস্ত হয়েছেন তার মধ্যে আইপিসি-এর 120বি, 121-এর ধারায় 10 বছর করে কারাদণ্ড হয়েছে তার ৷ এছাড়াও ইউএপিএ আইনের একাধিক ধারা রয়েছে তার বিরুদ্ধে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.